কম্পিউটার-কোষ
 

কম্পিউটার এবং এর সম্পর্কিত বিষয় নিয়ে তৈরিকৃত গ্রন্থ। এই গ্রন্থে কম্পিউটার অভিধানের মতো শুধু শব্দের অর্থ প্রকাশ করা হয় না। এই জাতীয় গ্রন্থে কম্পিউটারের সাথে সকল বিষয়ের পরিচিতি, গঠন, কার্যক্রম, ইতিহাস ইত্যাদি বর্ণনা করা হয়। বাংলা ভাষা একাধিক কম্পিউটার অভিধান রয়েছে। প্রথম কম্পিউটার প্রকাশিত হয় ২০০১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। গ্রন্থটির রচয়িতা কামরুল হায়দার। গ্রন্থটি প্রকাশক ছিল সিসটেক পাবলিকেশন্স্।

অনুশীলন বিশ্বকোষের এই গ্রন্থের পুরোটুকুও ধীরে পরিমার্জিত ও বর্ধিত আকারে সংযজিত হবে। নিচে এই কোষের ভুক্তিগুলোর তালিকা তুলে ধরা হলো।


A
A+ (A plus)
<A>
A/B switching box
AA
AAL
অল্টেয়ার বেসিক
অপারেটিং সিসটেম
অস্বাভাবিক সমাপ্তি
আইবিএম ৩০৫
আইবিএম ১৩০১
ইউনিকোড
ইন্টেল
ইন্টেল ৪০০৪
ইন্টেল ৪০০৮
উইন্ডোজ
উইন্ডোজ এক্সপি
উপাত্ত সঞ্চালন
এইচটিএমএল
এ্যাঙ্কর ট্যাগ
এটিএম
এবায়োস
এবিসি
এ্যাবাকাস
উপাত্ত সঞ্চালন
ওয়েব পেজ
কম্পিউটার
কম্পিউটার নেটওয়ার্ক
গুগল অনুবাদ
নেটওয়ার্ক

পরিত্যাক্ত সফট্অয়্যার
পিএইচপি
প্ল্যাটার
ফ্লপি ডিস্ক
বায়োস
বেসিক
ব্রাউজার
ভিওআইপি
 

মডেম
মাইক্রোপ্রোসেসর
মাইক্রোসফট ওয়ার্ড
মাইক্রোসফট কর্পোরেশান
রাউটার
সফ্‌ট্‌অয়্যার
হাইপার লিঙ্ক
হার্ডঅয়্যার
হার্ডডিস্ক

sample