|
গিবোন
Gibbon
প্রাইমেট
বর্গের অন্তর্গত
হাইলোবাটাইডি
গোত্রের
অন্তর্গত এক প্রকার
এপ-দেরকে
সাধারণভাবে গিবন বলা হয়। ১৮৭০ খ্রিষ্টাব্দে এদের নামকরণ করেছিলেন বিজ্ঞানী
গ্রে। উল্লেখ্য
হাইলোবাটাইডি
গোত্রের প্রাণীগুলোকে চারটি গণে বিভাজিত করা হয়েছে এই গণগুলো হলো-
Hylobates,
Hoolock, Nomascus
এবং
Symphalangus।
এই চারটি গণের অন্তর্গত প্রতিটিই প্রজাতিই গিবোন নামে পরিচিত।
Hylobates lar |
এদের দেখা যায় ভারতের উত্তরাঞ্চল থেকে ইন্দোনেশিয়া, চীনের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল, সুমাত্রা, বোর্নিও, জাভাদ্বীমালায়। আকারের বিচারের গিবোনদেরকে ক্ষুদ্র এপ হিসেবে বিবেচনা করা হয়। বৃহৎ এপদের ভিতর রয়েছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং বোনোবো এবং মানুষ।
আচরণের বিচারে বৃহৎ এপদের চেয়ে বানরদের সাথে এদের অনেক বেশি মিল। তবে অন্যান্য এপদের মতোই এদের লেজ নেই। এরা বাসা তৈরি করে না এবং সম্পর্ণই বৃক্ষচারী। তবে প্রয়োজনে মাটিতে নামে। বর্ষণঅর্ণ্যে এরা ডালে ডালে লাফিয়ে চলে। মাটিতে এরা দুই পায়ে হাটে। কিন্তু গাছে চলাচলের সময় চারহাত পা সমানভাবে ব্যবহার করে। প্রায় গাছের মগডালে এরা দোল খায় এবং ডাল ডাল থেকে লাফিয়ে দ্রুত এক গাছ থেকে অন্য গাছে চলাচল করতে পারে। প্রজাতিভেদে এদের গায়ের লোমের রঙ, আকার, ওজন ইত্যাদি নানা রকমের হয়ে থাকে।
ক্রমবিবর্তনের ধারায় গিবোন
৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সিমিফোর্মস্ ক্ষুদ্রবর্গের প্রাণীগুলো 'নব্য পৃথিবীর বানর' হিসেবে মূল ধারা থেকে পৃথক হয়ে যায়। অবশিষ্ট থেকে যায় প্রাচীন পৃথিবীর বানর এবং এপ-সমূহ। সিমিফোর্মস্ ক্ষুদ্রবর্গের এই অবশিষ্ট প্রাণীগুলোকে বিজ্ঞানীরা নাম দেন ক্যাটারহৃনি উপক্ষুদ্রবর্গ।
৩.৫-২.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ক্যাটারহৃনি উপক্ষুদ্রবর্গ থেকে প্রাচীন পৃথিবীর বানর পৃথক হয়ে যায়। মূল ধারায় থেকে যায় হোমিনোইডিয়া নামক ঊর্ধ্বগোত্রের প্রাণীসমূহ।
১.৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে হোমিনোইডিয়া ঊর্ধ্বগোত্র দুটি ভাগে ভাগ হয়ে যায়।
হোমিনিডি: গোত্রের ভিতরে রয়েছে গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং মানুষ। এদেরকে বলা হয় বৃহৎ এপ (great apes)।
হাইলোবাটাইডি:
এই গোত্রের ভিতরে রয়েছে
গিবোন। এদের একত্রে বলা হয় ক্ষুদ্র এপ
(lesser apes)।
৮০-৩০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে হাইলোবাটাইডি গোত্রটি চারটি গণে বিভাজিত হয়ে যায়। এই গণ গুলোহলো-
নোমাসকাস (Nomascus): প্রায় ৮০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণটি পৃথক হয়ে যায়।
সিম্ফালাঙ্গাস (Symphalangus): প্রায় ৭০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণটি পৃথক হয়ে যায়।
হাইলোব্যাটেস (Hylobates): ৩০.৯ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এই গণটি পৃথক হয়ে যায়। ৩০.৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে হাইলোব্যাটেস H. lar এবং H. agilis নামক প্রজাতি দুটি পৃথক হয়ে যায়।
হুলক (Hoolock): গিবনের সর্বশেষ গণ। এদেরকে অনেক সময় লেঙ্গুর বলা হয়।
গিবোনের শ্রেণিবিভাজন
Hylobatidae গোত্র: প্রচলিত নাম গিবোন
সূত্র :
http://en.wikipedia.org/wiki/