অতুল প্রসাদের রচনাসমগ্রের সূচি

আইল আজি বসন্ত মরি মরি [গান-৭১] [তথ্য]
আইল শীত ঋতু হেমন্তের পরে [গান-১৬৬] [তথ্য]
আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর [গান-১৭৬] [তথ্য]
আজি এ নিশি, সখী, সহিতে নারি [গান-৬৩] [তথ্য]
আজি বাঁধিনু তোমার তীরে তরণী আমার [গান-৫৪] [তথ্য]
আজি স্বরগ-আবাস তুমি এসো ছাড়ি [গান-৯২] [তথ্য]
আজি হরষ সরসি কী জোয়ারা [গান-১৬৮] [তথ্য]
আদিরাগ ভৈরব নিদাঘ-উষাগম [গান-১৬১] [তথ্য]
আনন্দে রুমক ঝুমু বাজে [গান-১৭১] [তথ্য]
আপন কাজে অচল হলে [গান-১৩৭] [তথ্য]
আপনার হিত ভেবে ভেবে [গান-১৩৮] [তথ্য]
আবার তুই বাঁধবি বাসা কোন্ সাহসে [গান-১৪৯] [তথ্য]
আমায় ক্ষমা করিয়ো [গান-১০৪] [তথ্য]
আমায় রাখতে যদি আপন ঘরে [গান-২২] [তথ্য]
আমার আঙিনায় আজি পাখি গাহিল [গান-১৯০] [তথ্য]
আমার আবার যখন প্রভাত হবে [গান-২০] [তথ্য]
আমার চোখ বেঁধে ভবের খেলায় [গান-২১] [তথ্য]
আমার পরান কোথা যায় [গান-৪৬] [তথ্য]
আমার ঘুম-ভাঙানো চাঁদ [গান-৫৯] [তথ্য]
আমার বাগানে এত ফুল [গান-১০২] [তথ্য]
আমার মনের মন্দিরে এসো গো [গান-৯৮] [তথ্য]
আমার মনের ভগন দুয়ারে [গান-৯৪] [তথ্য]
আমারে এ আঁধারে [গান-১২] [তথ্য]
আমারে ভেঙ্গে ভেঙ্গে [গান-১] [তথ্য]
আমি অলকে পরিতে প’ড়ে গেল মালা [গান-১১২] [তথ্য]
আমি কী দেখিব তোমায় হে [গান-১৩০] [তথ্য]
আমি তাই ছাড়িতে সদা ভয় পাই [গান-১২৯] [তথ্য]
আমি তোমার ধরব না হাত [গান-৫] [তথ্য]
আমি ব’সে আছি তব দ্বারে [গান-১১৭] [তথ্য]
আয় আয়, আমার সাথে ভাসবি কে আয় [গান-১৬৯] [তথ্য]
আর কত কাল থাকব বসে [গান-৩৭] [তথ্য]
আর ‘দে দে’ বলব না তোরে [গান-৩৪] [তথ্য]
আসিল শীত ঋতু বায়ু আজ [গান-২০৫] [তথ্য]
আহা মরি মরি [গান-৮] [তথ্য]
উজ্জ্বল সমর বেশে এসো নটনারায়ণ [গান-১৬৫] [তথ্য]
উঠ গো ভারত-লক্ষী,উঠ [গান-৭২] [তথ্য]
এ আঁধারে কেন আসে [গান-১৮১] [তথ্য]
এ বনেতে বনমালী, কোথা তব বনফুল [গান-১৭৯] [তথ্য]
এ মধুর রাতে বলো কে বীণা বাজায় [গান-১৮] [তথ্য]
একা মোর গানের তরী ভাসিয়েছিলাম [গান-৯৭] [তথ্য]
এড়াতে পারলে না আজ প্রভাতে [গান-৫১] [তথ্য]
এত হাসি আছে জগতে তোমার [গান-১৮৭] [তথ্য]
এবার আসিলে তুমি সুন্দর বেশে [গান-১৭৭] [তথ্য]
এসো গো একা ঘরে একার সাথি [গান-৫২] [তথ্য]
এসো গো ধনী, হৃদয়কুঞ্জে [গান-৯৯] [তথ্য]
এসো দু-জনে খেলি হোলি [গান-১৭৫] [তথ্য]
এসো প্রবাসমন্দিরে [গান-১৫৩] [তথ্য]
এসো হে, এসো হে প্রাণে প্রাণসখা [গান-১৮৫] [তথ্য]
এসো হে এসো হে ভারতভূষণ [গান-১৫৫] [তথ্য]
ও জীবন-সুখের পথিক [গান-২০৪] [তথ্য]
ওগো আমার নবীন সাথী [গান-১০০] [তথ্য]
ওগো ক্রন্দসী পথচারিণী [গান-২০৩] [তথ্য]
ওগো দুঃখী, কাঁদিছ কি সুখ লাগি [গান-১৫০] [তথ্য]
ওগো দুঃখসুখের সাথি, সঙ্গী দিন রাতি [গান-১৯১] [তথ্য]
ওগো নিঠুর দরদী, এ কী খেলছ অনুক্ষণ [গান-৪৮] [তথ্য]
ওগো সাথি, মম সাথি, আমি সেই পথে যাব [গান-৪৯] [তথ্য]
ওগো, সুখ নাহি চাই [গান-১২২] [তথ্য]
ওরে বন, তোর বিজনে সংগোপনে [গান-৫৫] [তথ্য]
ওহে নীরব, এসো নীরবে [গান-৩] [তথ্য]
ওহে পুরজন, দাও কিছু ধন [গান-১৬০] [তথ্য]
ওহে সুন্দর, আরও একটু যদি ভালো না বাসো [গান-১৩৬] [তথ্য]
ওহে জগতকারণ, একি নিয়ম তব [গান-২৫] [তথ্য]
ওহে হৃদি-মন্দির-বাসী [গান-১১৩] [তথ্য]
কঠিন শাসনে করো মা [গান-৭৮] [তথ্য]
কত কাল রবে নিজ যশ-বিভব-অন্বেষণে [গান-৭৭] [তথ্য]
কত গান তো হল গাওয়া [গান-১৯২] [তথ্য]
করুণ সুরে ও কী গান গাও [গান-১১১] [তথ্য]
কাঙাল বলিয়া করিয়ো না হেলা [গান-৮৫] [তথ্য]
কার লাগি সজল আঁখি, ওগো সুহাসিনী [গান-১০৭] [তথ্য]
কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে [গান-৯৬] [তথ্য]
কে গো গাহিলে পথে [গান-১১৮] [তথ্য]
কে গো তুমি আসিলে অতিথি মম কুটিরে [গান-৮৯] [তথ্য]
কে গো তুমি বিরহিণী,আমারে সম্ভাষিলে [গান-৫৮] [তথ্য]
কে গো যায় যমুনায় জল আনিতে [গান-২০৬] [তথ্য]
কে তুমি ঘুম ভাঙায়ে, কেন মোরে [গান-১৯৮] [তথ্য]
কে তুমি বসি নদীকূলে একেলা [গান-৮৮] [তথ্য]
কেন এলে মোর ঘরে আগে নাহি বলিয়া [গান-১১৫] [তথ্য]
কেন তারে পাই নে দেখা নয়নে [গান-১৯৭] [তথ্য]
কেন দেখা দিলে যদি নাহি দিবে আর [গান-১২৭] [তথ্য]
কেন যে গাহিতে বলে, জানে না [গান-১৮৮] [তথ্য]
কে যেন আমারে বারে বারে চায় [গান-১৮৪] [তথ্য]
কে হে তুমি সুন্দর [গান-৭] [তথ্য]
কিষাণ ভাই, তুমি কী ফসল ফলাবে [গান-১৩] [তথ্য]
কী আর চাহিব বলো, হে মোর প্রিয় [গান-১১] [তথ্য]
কোথা হে ভবের কাণ্ডারী [গান-৬] [তথ্য]
ক্ষমিয়ো হে শিব, আর না কহিব [গান-১৬] [তথ্য]
খাঁচার গান গাইব না আর [গান-৮২] [তথ্য]
গায় পঞ্চম রাগ মুক্ত গগন [গান-১৬৪] [তথ্য]
গাহো রবীন্দ্রজয়ন্তী-বন্দন [গান-১৯৬] [তথ্য]
ঘন মেঘে ঢাকা, সুহাসিনী রাকা [গান-৯১] [তথ্য]
চাঁদিনী রাতে কে গো আসিলে [গান-৯৩] [তথ্য]
চিত্তদুয়ার খুলিবি কবে মা [গান-২৩] [তথ্য]
ছিলে এ মরতে ওগো দয়াময় [গান-১৯৫] [তথ্য]
জাগো জাগো জাগো এবে [গান-৭৯] [তথ্য]
জাগো বসন্ত, জাগো এবে [গান-৬৫] [তথ্য]
জল বলে, চল্ মোর সাথে চল [গান-৭০] [তথ্য]
জননী বঙ্গ, তোমার সঙ্গ লভিয়া যদি গো [গান-২০৭] [তথ্য]
জানি জানি তোমারে গো রঙ্গরানী [গান-৮৭] [তথ্য]
জয়তু জয়তু জয়তু কবি [গান-১৫৬] [তথ্য]
ঝরিছে ঝর-ঝর গরজে গর গর [গান-৬২] [তথ্য]
ডাকে কোয়েলা বারে বারে [গান-১৭৩] [তথ্য]
তখনি তোরে বলেছিনু মন [গান-৩৫] [তথ্য]
তব অন্তর এত মন্থর আগে [গান-১০৯] [তথ্য]
তব পারে যাব কেমনে, হরি [গান-৯] [তথ্য]
তব চরণতলে সদা রাখিয়ো মোরে [গান-৫০] [তথ্য]
তবু তোমারে ডাকি বারে বার [গান-৪৪] [তথ্য]
তাই ভালো দেবী, স্বপনেই তুমি এসো [গান-১৩২] [তথ্য]
তাহারে ভুলিবে বলো কেমনে [গান-৮৬] [তথ্য]
তুমি কবে আসিবে মোর আঙিনায় [গান-১৮৩] [তথ্য]
তুমি গাও, তুমি গাও গো [গান-২০০] [তথ্য]
তুমি দাও গো মোরে পরান ভরি দাও [গান-১০৫] [তথ্য]
তুমি মধুর অঙ্গে নাচো গো রঙ্গে [গান-১১৬] [তথ্য]
তোমার নয়ন-পাতে ঘুচিয়া গিয়াছে নিশা [গান-১৩১] [তথ্য]
তোমার ভাবনা ভাবলে আমার ভাবনা রবে না [গান-৪] [তথ্য]
তোমারি উদ্যানে তোমারি যতনে উঠিল [গান-২৭] [তথ্য]
তোমায় ঠাকুর, বলব নিঠুর কোন্ মুখে [গান-২৯] [তথ্য]
তোর কাছে আসব মা গো [গান-১৪] [তথ্য]
তোরা জাগাস না লো পাগলেরে [গান-১৪৫] [তথ্য]
থাকিস নে ব’সে তোরা সুদিন আসবে [গান-১৫১] [তথ্য]
থাকো সুখে, তুমি থাকো সুখে [গান-১৫৪] [তথ্য]
দেখ্ মা, এবার দুয়ার খুলে [গান-৭৬] [তথ্য]
দাও হে ওহে প্রেমসিন্ধু, দাও এ নবীন যুগলে [গান-২৬] [তথ্য]
দিয়েছিলে যাহা গিয়াছে ফুরায়ে [গান-৪৫] [তথ্য]
দিলদরিয়ায় বান ডেকেছে [গান-১৯৩] [তথ্য]
দোলে যামিনী-কোলে [গান-৬৯] [তথ্য]
নব রূপ হেরি’ আজি বিশ্ব বিমোহিত [গান-১৬৭] [তথ্য]
নমো বাণী বীণাপাণি, জগত-চিত্ত-সম্মোহিনী [গান-১৫২] [তথ্য]
নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন [গান-১৩৯] [তথ্য]
নিজেরে লুকাতে পারি নি বলে [গান-১৩৪] [তথ্য]
নূতন বরষ নূতন বরষ [গান-৮৩] [তথ্য]
পরানে তোমারে ডাকিনি হে হরি [গান-৪৩] [তথ্য]
পরের শিকল ভাঙিস পরে [গান-৮৪] [তথ্য]
পাগলা, মনটারে তুই বাঁধ্ [গান-১৪৪] [তথ্য]
প্রকৃতির ঘোমটাখানি খোল্ লো বধূ [গান-৫৭] [তথ্য]
প্রবল ঘন মেঘ আজি [গান-১৬২] [তথ্য]
প্রবাসী, চল্ রে দেশে চল [গান-১৯৪] [তথ্য]
প্রভাতকালে তুলিব ফুল [গান-৬৭] [তথ্য]
প্রভাতে যাঁরে নন্দে পাখি [গান-১৯] [তথ্য]
প্রভু, মন নাহি মানে [গান-১৫] [তথ্য]
প্রেমময়ে রাখিয়ো সদাই দোঁহে স্মরণে [গান-১৫৮] [তথ্য]
ফিরায়ে দিয়েছ যারে, সেই তব বিনোদন [গান-১০৮] [তথ্য]
বঁধু, এমন বাদলে তুমি কোথা [গান-৯০] [তথ্য]
বঁধু ক্ষণিকের দেখা তবু তোমারে [গান-১২৫] [তথ্য]
বঁধু, ধরো ধরো মালা, পরো গলে [গান-১১৪] [তথ্য]
বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে [গান-১৮৬] [তথ্য]
ব’লে দে, ওরে নিঠুর মনের মালী [গান-১৮০] [তথ্য]
বন দেখে মোর মনের পাখি [গান-৬০] [তথ্য]
বলো গো সজনী, কেমনে ভুলিব তোমায় [গান-১২৪] [তথ্য]
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে [গান-৭৩] [তথ্য]
বলো সখী, মোরে বলো বলো [গান-১২৩] [তথ্য]
বাদল ঝুম্ ঝুম্ বোলে [গান-৬১] [তথ্য]
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে [গান-১৭২] [তথ্য]
বিঘ্নহরণ সুখবিধায়ক নায়ক একছত্র বিশ্বেশ্বর [গান-১৭] [তথ্য]
বিধি, আর তো তোমারে নাহি ডরি [গান-১৮৯] [তথ্য]
বিফল সুখ-আশে [গান-১০] [তথ্য]
বুঝেছি হে ছদ্মবেশী, ছলনা তোমার [গান-৩৬] [তথ্য]
ভাঙা দেউলে মোর কে আইলে আলো হাতে [গান-৯৫ [তথ্য]
ভারত-ভানু কোথা লুকালে [গান-৮১] [তথ্য]
ভালোবাসা কত পাবি আর, হা রে খ্যাপা [গান-১৪৩] [তথ্য]
ভুলো না জীবনমণি, ভুলো না আমায় [গান-১২৬] [তথ্য]
ভোল্ রে ভোলা, ভোল্ [গান-১৪৭] [তথ্য]
ভোলা, তুই তাঁর চরণে মাথা ঠেকা [গান-১৪৮] [তথ্য]
মধুকালে এল হোলি-মধুর হোলি [গান-১৭৪] [তথ্য]
মন-পথে এল বনহরিণ [গান-১৯৯] [তথ্য]
মন রে আমার [গান-২] [তথ্য]
মন হ’রে কে পালাল গো [গান-১২১] [তথ্য]
মম মনের বিজনে আমি মিলিব তব সনে [গান-১২০] [তথ্য]
মানুষ যখন চায় আমারে, তোমারে চাই নে হরি [গান-২৪] [তথ্য]
মিলন-সভা মাতাও আনন্দগানে [গান১৫৭] [তথ্য]
মিলিল আজি পথিক দুজন [গান-৩৩] [তথ্য]
মুরলী কাঁদে ‘রাধে রাধে’ ব’লে [গান-১৩৫] [তথ্য]
মা, তোর শীতল কোলে তুলে নে আমায় [গান-১৫৯] [তথ্য]
মিনতি করি তব পায় [গান-১০৬] [তথ্য]
মেঘেরা দল বেঁধে যায় কোন্ দেশে [গান-৫৬] [তথ্য]
মোদের গরব, মোদের আশা [গান-৮০] [তথ্য]
মোর আজি গাঁথা হল না মালা [গান-১০১] [তথ্য]
মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে [গান-৬৪] [তথ্য]
মোরে কে ডাকে-‘আয় রে বাছা, আয় আয় [গান-৭৪] [তথ্য]
যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই [গান-৫৩] [তথ্য]
যতই গড়ি সাধের তরী, যত করি আশা [গান-১৪১] [তথ্য]
যদি তোর হৃদ্-যমুনা হল রে উছল [গান-১৪৬] [তথ্য]
যদি দুখের লাগিয়া গড়েছ আমায় [গান-৩৮] [তথ্য]
যবে মানবের বিচারশালায় অবিচার পাব দান [গান-৪০] [তথ্য]
যাও যাও, জানাতে এসো না ভালোবাসা [গান-১২৮] [তথ্য]
যাব না, যাব না, যাব না ঘরে [গান-৬৮] [তথ্য]
যারা তোরে বাসলো ভালো [গান-২০১] [তথ্য]
যাহারে দেখতে নারি তারেই আমি চাই গো [গান-১৪০] [তথ্য]
রইল কথা তোমারি, নাথ, তুমিই জয়ী হলে [গান-৩১] [তথ্য]
রাতারাতি করল কে রে ভরা বাগান ফাঁকা [গান-১৩৩] [তথ্য]
রুমক ঝুমক রুম ঝুম নূপুর বাজে [গান-১৭০] [তথ্য]
লয়ে যাও প্রভু, আজি [গান-৩২] [তথ্য]
শুধু একটি কথা কহিলে মোরে [গান-১০৩] [তথ্য]
শ্রাবণ-ঝুলাতে, বাদল-রাতে [গান-১৬৩] [তথ্য]
সংসারে যদি নাই পাই সাড়া [গান-৩৯] [তথ্য]
সখা, দিয়ো না মোরে এত ভালোবাসা [গান-১১০] [তথ্য]
সন্ধ্যাতারা জ্বলিছে গগনে [গান-৬৬] [তথ্য]
সবাই কত নূতন কথা কয় [গান-১৭৮] [তথ্য]
সবারে বাস্ রে ভালো [গান-১৪২] [তথ্য]
সে ডাকে আমার [গান-৪৭] [তথ্য]
হও ধরমেতে ধীর, হও করমেতে বীর [গান-৭৫] [তথ্য]
হরি, তোমারে পাব কেমনে [গান-২৮] [তথ্য]
হরিনাম ভজন করো মন [গান-২০২] [তথ্য]
হৃদে জাগে শুধু বিষাদরাগিণী [গান-১৮২] [তথ্য]
হে অজানা, আমি তোমায় জানব কবে [গান-৩০] [তথ্য]
হে পান্থ, বারেক ফিরে চাও মম মুখপান [গান-১১৯] [তথ্য]