শার্ঙ্গদেব
(১২১০-১২৪৭ খ্রিষ্টাব্দ)
প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সঙ্গীতজ্ঞ।

শার্ঙ্গদেব কাশ্মীরের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ দাক্ষিণ্যাত্যে বাসা করতেন। তিনি দাক্ষিণ্যত্যের যাদব রাজবংশের রাজ সিংঘনের (আনুমানিক ১২১০-১২৪৭) প্রধান হিসাব পরীক্ষক ছিলেন। একই সাথে তিনি রাজদরবারের সভা গায়ক ছিলেন। সঙ্গীত বিষয়ক গ্রন্থ সঙ্গীতরত্নাকর রচনার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন।

শারঙ্গদেব তাঁর পূ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌র্ববর্তী সঙ্গীতজ্ঞদের মত এবং তাঁর সময়ের প্রচলিত সঙ্গীত ধারা সমন্বিত রূপ উপস্থাপন করেছিলেন সঙ্গীতরত্নাকরে। তিনি এই গ্রন্থ রচনায় যাঁদের অবদানকে শ্রদ্ধভারে স্মরণ করেছেন, তাঁর তালিকায় 'পদার্থসংগ্রহপ্রকরণ' অধ্যায়ের ১৫-২১ (ক) সংখ্যক শ্লোকে। এই শ্লোকগুলো অনুসরণে নামগুলো পাওয়া যায়। এই নামকগুলক কালানুক্রম বা বর্ণানুক্রমে না সাজিয়ে, শুধু নামগুলো উল্লেখ করেছেন। তা হলো-
'সদাশিব, শিব, ব্রহ্মা, ভরত, ঋষি কশ্যপ, মতঙ্গ, যাষ্টিক, দুর্গা, শক্তি, শার্দূল, কোহল, বিশাখিল, দত্তিল, কম্বল, অশ্বতর, বায়ু, বিশ্বাবসু, রম্ভা, অর্জুন, নারদ, তুম্বুরু, অঞ্জনানন্দ (হনুমান্), মাতৃগুপ্ত, রাবণ, নন্দিকেশ্বর, স্বাতি, গণ, বিন্দুরাজ, ক্ষেত্ররাজ, রাহুল, রুদ্রট, রাজানান্য, ভোজরাজ, পরমর্দী, জগতের একচ্ছত্র রাজা সোমেশ, ভরত-গ্রন্থের লোল্লট, উদ্ভট, শঙ্কুক ও ভট্ট অভিনবগুপ্ত, তৎপর শ্রীমান্ কীর্তিধর এবং অন্য বহু সঙ্গীতবিশারদ যাঁহারা (ছিলেন) তাঁহাদের মতরূপ সাগরকে অগাধ বোধরূপ মন্থনদণ্ড দ্বারা নিঃশেষে মন্থন করিয়া শ্রীশার্ঙ্গদেব এই সারোদ্ধার প্রণয়ন করিয়াছেন।'

এ সকল ব্যক্তিবর্গের সঙ্গীতচিন্তার সাথে তিনি কিভাবে পরিচিত হয়েছিলেন, সে বিষয়ে জানা যায় না। তবে তিনি তাঁর পূর্বে রচিত বিশেষ কিছু গ্রন্থ অনুসরণ করেছিলেন। এই তালিকায় রয়েছে- ভরতের নাট্যশাস্ত্র (খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দী), দত্তিলাচার্যের রচিত 'দত্তিলম' (খ্রিষ্টীয় তৃতীয় শতাব্দী), মতঙ্গ রচিত বৃহদ্দেশী (ষষ্ঠ শতাব্দী), এবং নারদের রচিত সঙ্গীতমকরন্দঃ (খ্রিষ্টী একাদশ শতাব্দী)।

সঙ্গীতরত্নাকরে প্রাপ্ত রাগের তালিকা
এই গ্রন্থে ভরতের নাট্যশাস্ত্র থেকে তার সময়ের প্রচলিত রাগসমূহ। ভরতের নাট্যশাস্ত্রের ১৮টি জাতিগানকে এই গ্রন্থে গ্রামরাগ হিসেবে  উপস্থাপিত হয়েছে। এরপর বৃহদ্দেশী ভরত ও তার পরবর্তী সময়ের রাগের তালিকা পাওয়া গিয়েছিল মতঙ্গের রচিত
বৃহদ্দেশী গ্রন্থে। এই দুটি গ্রন্থে প্রাপ্ত রাগসমূহ এবং সঙ্গীতরত্নাকর রচনার সময় সংগৃহীত রাগ তালিকা এই গ্রন্থে যুক্ত হয়েছিল।
নিচে এ সকল রাগের শ্রেণিকরণসহ বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো-

  1. অম্বাহেরী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  2. আদ্যবেসরিকা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  3. আন্ধ্রী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  4. আভীরী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  5. আর্যভী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  6. ককুভ [বৃহদ্দেশী, সাধারণী]
  7. কর্মারবী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  8. কাম্বোজ [বৃহদ্দেশী, ভাষারাগ]
  9. কোলাহলী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  10. কৈশিকী [নাট্যশাস্ত্র, জাতি গান যাষ্টিক (পঞ্চমের ভাষারাগ)]
  11. খঞ্জরী [বৃহদ্দেশীতে এই নামে রাগ পৃথকভাবে আলোচিত হয় নি]
  12. গান্ধারপঞ্চমী [নাট্যশাস্ত্র, জাতি গান। বৃহদ্দেশী, ভাষারাগ]
  13. গান্ধারী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  14. গান্ধারোদীচ্যবা [নাট্যশাস্ত্র, জাতি গান]
  15. গুর্জরী [বৃহদ্দেশী, ভাষারাগ, বৃহদ্দেশীর মালবকৈশিকের অষ্টভাষার নামের তালিকায় এই রাগের নামোল্লেখ করা হয়েছে খঞ্জরী [পৃষ্ঠা: ১৯২]]
  16. গৌড়কৈশিক [বৃহদ্দেশী, গৌড়িকা]
  17. গৌড়কৈশিকমধ্যম [বৃহদ্দেশী, গৌড়িকা]
  18. গৌড়পঞ্চম [বৃহদ্দেশী, গৌড়িকা]
  19. চোক্ষসাধারিত [বৃহদ্দেশী, চোক্ষ]
  20. ছেবাটী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  21. টক্ক [বৃহদ্দেশী, বেসরা]
  22. টক্ক-কৈশিক [বৃহদ্দেশী, বেসরা]
  23. টক্কসৈন্ধব [বৃহদ্দেশী, উপরাগ]
  24. ত্রবণা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  25. ত্রবোণদ্ভবা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  26. ধৈবতী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  27. নন্দয়ন্তী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  28. নর্ত [বৃহদ্দেশী, সাধারণী]
  29. নৈষাদী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  30. পঞ্চমষাড়ব  [বৃহদ্দেশী,  উপরাগ]
  31. পঞ্চম [বৃহদ্দেশী, ভাষারাগ]
  32. পঞ্চমী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  33. পৌরালী (শুদ্ধা) [বৃহদ্দেশী, ভাষারাগ]
  34. প্রথমমঞ্জরী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  35. বেরঞ্জিকা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  36. বেসরষাড়ব [বৃহদ্দেশী, বেসরা]
  37. বেসরিকা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  38. বেসরী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  39. বোট্ট [বৃহদ্দেশী, বেসরা]
  40. ভষ্মাণপঞ্চম  [বৃহদ্দেশী, সাধারণী]
  41. ভাগবর্ধনী (ভোগবর্ধনী) [বৃহদ্দেশী, ভাষারাগ]
  42. ভিন্নকৈশিক  [বৃহদ্দেশী, ভিন্নকা]
  43. ভিন্নকৈশিকমধ্যম [বৃহদ্দেশী, ভিন্নকা]
  44. ভিন্নতান [বৃহদ্দেশী, ভিন্নকা]
  45. ভিন্নপঞ্চম [বৃহদ্দেশী, ভিন্নকা]
  46. ভিন্নপঞ্চমী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  47. ভিন্নষড়্‌জ, [বৃহদ্দেশী, ভিন্নকা]
  48. মধুরী (মধুকরী) [বৃহদ্দেশী, ভাষারাগ]
  49. মধ্যমগ্রামিকা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  50. মধ্যমা [নাট্যশাস্ত্র, জাতি গান]
  51. মধ্যমোদীচ্যবা [নাট্যশাস্ত্র, জাতি গান]
  52. মালবকৈশিক [বৃহদ্দেশী, বেসরা]
  53. মালবপঞ্চম  [বৃহদ্দেশী, বেসরা]
  54. মাঙ্গলী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  55. মালবেসরী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  56. রক্তগান্ধারী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  57. রবিচন্দ্রিকা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  58. রূপসাধারিত [নাট্যশাস্ত্র, জাতি গান]
  59. রেবাগুপ্ত [বৃহদ্দেশী, উপরাগ]
  60. ললিতা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  61. শক [বৃহদ্দেশী, সাধারণী]
  62. শকমিশ্রিতা  [বৃহদ্দেশী, ভাষারাগ]
  63. শুদ্ধ কৌশিক/চৌক্ষকৈশিক [বৃহদ্দেশী, চোক্ষ]
  64. শুদ্ধ কৈশিকমধ্যম [বৃহদ্দেশী, চোক্ষ]
  65. শুদ্ধপঞ্চম [বৃহদ্দেশী, চোক্ষ]
  66. শুদ্ধষাড়ব [বৃহদ্দেশী, চোক্ষ]
  67. ষড়্‌জকৈশিকী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  68. ষড়্‌জমধ্যম [নাট্যশাস্ত্র, জাতি গান]
  69. ষাড়্‌জী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  70. ষড়্‌জোদীচ্যবতী [নাট্যশাস্ত্র, জাতি গান]
  71. সালবাহনিকা (সাতবাহিনী) [বৃহদ্দেশী, ভাষারাগ]
  72. সৈন্ধবী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  73. সৌবীর [বৃহদ্দেশী,  বেসরা]
  74. সৌরাষ্ট্রিকা [বৃহদ্দেশী, ভাষারাগ]
  75. হর্ষপুরী [বৃহদ্দেশী, ভাষারাগ]
  76. হিন্দোল [বৃহদ্দেশী, বেসরা]