৩২ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুলের ৩২ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৮ বঙ্গাব্দ (২৫ মে ১৯৩১ খ্রিষ্টাব্দ)। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৩৯ বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩২)।


এই বছরে রচিত নতুন গান ছিল ৯৯টি। ৩২ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ৩৭১টি।

নজরুলের ৩২ বৎসর অতিক্রান্ত বয়সে দেখেছি, কলকাতার নাট্যমঞ্চের সাথে গানের সূত্রে একটি যোগসূত্র তৈরি হয়েছিল। কলকাতার ম্যাডান থিয়েটার লিমিটেড-এর পক্ষে তিনি নিয়মিত বেতনভোগী সঙ্গীত নির্দেশক তথা 'সুর ভাণ্ডারী' হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাঁর ৩২ বৎসর অতিক্রান্ত শুরুই হয়েছিল, থিয়েটারের জন্য গান রচনার মধ্য দিয়ে।

১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০শে মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮) 'গান্ধী-আরউইন চুক্তির সূত্রে, 'প্রলয় শিখা' কাব্যগ্রন্থ রচনার জন্য প্রাপ্ত ৬ মাসের কারাদণ্ড থেকে  নজরুল চূড়ান্তভাবে অব্যহতি পেয়েছিলেন। এই দিনেই নাট্যনিকেতন মঞ্চস্থ হয়েছিল মন্মথ রায়ের সাবিত্রী নামক একটি নাটক।

সাবিত্রী
১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮) মন্মথ রায়ের রচিত সাবিত্রী নাটক মঞ্চস্থ হয়েছিল নাট্যনিকেতন নামক মঞ্চে। এই নাটকের সবগুলো গানের গীতিকার ও সুরকার ছিলেন নজরুল।
উল্লেখ্য,নাটকটি গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল ১ আষাঢ় ১৩৩৮। এই গ্রন্থে মোট নজরুলের রচিত ও সুরারোপিত মোট ১৩টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে  'কুসুম সুকুমার শ্যামল তনু' গানটি জয়তী পত্রিকার 'পৌষ-মাঘ, ১৩৩৭ সংখ্যায় পূর্বে প্রকাশিত হয়েছিল। ফলে সাবিত্রী' নাটকের নতুন গান ছিল ১২টি। নিচে এই ১২টি গানের তালিকা দেওয়া হলো।
  1. মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে  [তথ্য]
    প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। সাবিত্রী ও সখীগণের গান।
  2.  জবা কুসুম-সঙ্কাশ  [তথ্য]
    প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। । নেপথ্যে বেদগান।
  3. প্রণমি তোমায় বনদেবতা [তথ্য]
    প্রথম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আশ্রম বালিকাগণের গান।
  4. শুক্লা জোছনা তিথি [তথ্য]
    প্রথম অঙ্ক। চতুর্থ দৃশ্য। আশ্রম বালিকাগণ ও শাশ্বতীর গান।
  5. এসো এসো তব যাত্রা-পথে [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। পুরবাসী-পুরবাসিনীগণের গান।
  6. ফুলে ফুলে বন ফুলেলা [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। তৃতীয় দৃশ্য। আশ্রম বালিকাগণের গান।
  7. নিশুতি রাতের শশী গো [তথ্য]
    তৃতীয় অঙ্ক। প্রথম দৃশ্য। শাশ্বতীর গান।
  8. কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি [তথ্য]
    তৃতীয় অঙ্ক। চতুর্থ দৃশ্য। সাবিত্রীর গান।
  9. বন-বিহারিনী চঞ্চল হরিণী [তথ্য]
    চতুর্থ অঙ্ক। প্রথম দৃশ্য। শাশ্বতীর গান।
  10. তোর বিদায়-বেলার বন্ধু রে [তথ্য]
    চতুর্থ অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। বনদেবীর গান।
  11. ঘোর ঘনঘটা ছাইল গগন [তথ্য]
    পঞ্চম অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। বনদেবীর গান।
  12. জয় মর্ত্যের অমৃতবাদিনী [তথ্য]
    আনন্দ দৃশ্য।  বনবাসিগণের গান।
মে মাসে গত মাসের সাবিত্রী নাটকের সফল মঞ্চস্থ হওয়ার পর, নজরুল বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। ইতিমধ্যে তিনি একটি মোটরগাড়ি কিনেছিলেন। এই গাড়িতে চড়ে বন্ধু-বান্ধবদের নিয়ে তিনি দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করেন। ১৪ জুন (রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৩৮) নজরুল নিজের গাড়ি নিয়ে বন্ধু-বান্ধবদের সাথে দার্জিলিং রওনা দেন। এই ভ্রমণে পৃথকভাবে গিয়েছিলেন মন্মথ রায়, অবনী রায়, মনোরঞ্জন চক্রবর্তী, স্বপন বুড়ো (অখিল নিয়োগী), নীহার বালা। সম্ভবত নজরুলের সাথে গাড়িতে গিয়েছিলেন বর্ষবাণী পত্রিকার সম্পাদিকা সুন্দরী ও সাহিত্যরসিকা জাহানারা চৌধুরী। এই ভ্রমণে জাহানারা'র সাথে বিশেষ হৃদ্যতা গড়ে উঠেছিল। তিনি জাহানারা চৌধুরীর দর্জিলিংস্থ ডাক বাংলোতে ছিলেন। এই ভ্রমণে জাহানারাকে নিয়ে তিনি বেশকিছু ৬টি কবিতা ও ৪টি গান রচনা করেন। বাংলা একাডেমী থেকে প্রকাশিত নজরুল রচনাবলী নবম খণ্ডে ‌'দার্জিলিঙে রচিত কবিতাগুচ্ছ‌' শিরোনামে এসব রচনা অন্তর্ভুক্ত হয়েছে। এই ভ্রমণের সময় রচিত ৪টি নতুন গান হলো-
  1.  এলে কি স্বপন-মায়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    দার্জিলিং। ২০ জুন (শনিবার, রাত্রি, ৫ আষাঢ় ১৩৩৮)
    প্রথম প্রকাশ: বর্ষবাণী। দশম বর্ষ ১৩৫৭।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১ মাস।
     
  2. আমি অগ্নি-শিখা মোরে বাসিয়া ভালো [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    দার্জিলিং। ২১ জুন (রবিবার, সকাল ৬ আষাঢ় ১৩৩৮)
    প্রথম প্রকাশ: দোলন-চাঁপা, তৃতীয় সংস্করণ
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১ মাস।
  3. আজি গানে গানে ঢাক্‌ব আমার [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    দার্জিলিং। ২১ জুন (রবিবার, সকাল ৬ আষাঢ় ১৩৩৮)
    প্রথম প্রকাশ: সুর-সাকী, প্রথম সংস্করণ। জুলাই ১৯৩২। আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১ মাস।
     
  4. থাক সুন্দর ভুল আমার [তথ্য]
    রচনার স্থান ও কাল:  দার্জিলিং। ২৩ জুন (মঙ্গলবার, সকাল ৮ আষাঢ় ১৩৩৮)
    প্রথম প্রকাশ: সুর-সাকী, প্রথম সংস্করণ। জুলাই ১৯৩২। আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ।
    নজরুলের বয়স: ৩২ বৎসর মাস।
১৯৩১ খ্রিষ্টাব্দের জুন মাস থেকে মাসিক, প্রবোধ সান্যালের সন্পাদনায় স্বদেশ পত্রিকার প্রকাশনা শুরু হয়েছিল। এর প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৩৩৮ বঙ্গাব্দের আষাঢ় মাসে। এই সংখ্যায় বিজ্ঞাপন বিভাগে নজরুলের লিখিত 'আলেয়া‌‌' গীতিনাট্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। বিজ্ঞাপনে লেখা হয়েছিল- ' আগামী সংখ্যায় কবি নজরুল ইসলামের গীতিনাট্য আলেয়া আরম্ভ হইবে। যে কোনো কারণেই হোক, সে সময়ের কোনো সাময়িকীতে এই গীতিনাট্যটি প্রকাশিত হয় নি। তবে এই পত্রিকার জন্য লিখিত 'স্বদেশ‌' কবিতাটি ছাপা হয়েছিল।

জুন-সেপ্টেম্বর মাসে রেকর্ড ও পত্রিকায় নজরুলের ৪টি নতুন গান প্রকাশিত হয়েছিল। গান ৪টি হলো-
  1. ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়  [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। জুন ১৯৩১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৮)। এন ৩৫০৮। শিল্পী: জ্ঞানেন্দ্রনাথ ঘোষ
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১ মাস। 
  2. কত সে জনম কত সে লোক [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: উত্তরা। আষাঢ় ১৩৩৮ (জুন-জুলাই ১৯৩১)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১ মাস। 
  3. দোলে নিতি নব রূপের (বহে নিতি নব) [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: জয়তী [শ্রাবণ-আশ্বিন ১৩৩৮ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩১)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ২ মাস। 
  4. তুমি কোন্‌ পথে এলে হে মায়াবী কবি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    ১৩৩৮ বঙ্গাব্দের ৬ই ভাদ্র (রবিবার. ২৩ আগষ্ট ১৯৩১) 'বেলঘরিয়া রসচক্র সাহিত্য সংসদ' কবি যতীন্দ্রমোহন বাগচী'র সম্বর্ধনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান উপলক্ষে নজরুল এই গানটি রচনা করেছিলেন। উক্ত অনুষ্ঠানে নজরুল নিজেই গানটি পরিবেশন করেছিলেন।
    প্রথম প্রকাশ: জয়তী [শ্রাবণ-আশ্বিন ১৩৩৮ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩১)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ২ মাস। 

১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) চন্দ্রবিন্দু নামক সঙ্গীত সঙ্কলন। এই গ্রন্থে মোট ৬১টি গান সঙ্কলিত হয়েছিল। এই গানগুলো- ২টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে স্থান পেয়েছিল-৪৩টি গান এবং দ্বিতীয় ভাগে স্থান পেয়েছিল ১৮টি গান।

প্রথম ভাগ: বিষয়- প্রেম, বাউল, ইসলামী, দেবদেবীর গান। মোট গান সংখ্যা ৪৩টি। এর ভিতরে ২২টি গান ছিল নতুন। এই গানগুলো হলো

  1. আদি পরম বাণী, ঊর বীণাপাণি [তথ্য]
  2. জয় বাণী বিদ্যাদায়িণী  [তথ্য]
  3. তুমি দুখের বেশে এলে [ তথ্য]
  4. আমি ভাই ক্ষ্যাপা বাউল, আমার দেউল [তথ্য]
  5. (ওহে) রাখাল রাজ! কি সাজে সাজালে [তথ্য]
  6. আর/তুই লুকাবি কোথা মা কালী [তথ্য]
  7. আমার সকলি হরেছ হরি [তথ্য]
  8. চল মন আনন্দধাম [তথ্য]
  9. নমো নমো নমো নমঃ হে নটনাথ  [তথ্য]
  10. কেঁদে যায় দখিন হাওয়া [তথ্য]
  11. ঐ পথ চেয়ে থাকি [তথ্য]
  12. আজি পূর্ণশশী ‌কেন মেঘে ঢাকা [তথ্য]
  13. কেন আসে, কেন তারা চ'লে যায় [তথ্য]
  14. জাগো -জাগো বধূ জাগো নব বাসরে [তথ্য]
  15. বনে বনে জাগে কি আকুল হরষণ [তথ্য]
  16. নয়নে ঘনাও মেঘ,মালবিকা [তথ্য]
  17. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন [তথ্য]
  18. তুষার-মৌলি জাগো জাগো [তথ্য]
  19. সন্ধ্যা-আঁধারে ফোটাও দেবতা [তথ্য]
  20. কে যাবি পারে (যাবি কে মদিনায় আয় ত্বরা করি [তথ্য]
  21. বক্ষে আমার কা'বার ছবি [তথ্য]
     
দ্বিতীয় ভাগ: কমিক-গান।  মোট গান সংখ্যা ১৮টি।  এর ভিতরে নতুন গান ছিল ১২টি।
  1. দ্যাখো হিন্দুস্থান সাহেব মেমের [তথ্য]
  2. জন্তুর মাঝে ভাই উট [তথ্য]
  3. বসেছে শান্তি বৈঠকে বাঘ [তথ্য]
  4. বগল বাজা দুলিয়ে মাজা [তথ্য]
  5. দে গরুর গা ধুইয়ে। দে গরুর গা ধুইয়ে [তথ্য]
  6. দড়াদড়ির লাগবে গিঁঠ [তথ্য]
  7. সাহেব কহেন চমৎকার [তথ্য]
  8. কীর্তন গায় ছুচন্দর [তথ্য]
  9. কি দেখিতে এসে কি দেখিনু শেষে [তথ্য]
  10. যীশুখ্রীস্টের নাই সে ইচ্ছা [তথ্য]
  11. আমি দেখেছি তোর শ্যামে [তথ্য]
  12. এই বেলা নে ঘর ছেয়ে [তথ্য]
১৩৩৮ খ্রিষ্টাব্দের ভাদ্র-চৈত্র মাসে রচিত ও প্রকাশিত নতুন গান

  1. কত আর এ মন্দির দ্বার [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    নাচঘর [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 

     
  2. আমি কেন হেরিলাম ঘনশ্যাম (কেন হেরিলাম নব ঘনশ্যাম) [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা [কার্তিক ১৩৩৮ (অক্টোবর-নভেম্বর ১৯৩১)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 
     
  3. দেখে যা রে দুল্‌হা সাজে [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 
     
  4. ইসলামের ঐ সওদা লয়ে [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 

    আলেয়ার নতুন গান।

     
  5. আজিকে তনু মনে লেগেছে রঙ [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 
     
  6.  কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 
     
  7. কে এলে মোর চিরচেনা (কে এলে গো)  [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 

     
  8. কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 
     
  9. ঝরা ফুল দল কে অতিথি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [কার্তিক-পৌষ ১৩৩৮ (সেপ্টেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৫ মাস। 

    পত্রিকা ও রেকর্ডে প্রকাশিত অন্যান্য গান
     
  10. কালো মেয়ের পায়ের তলায় [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    স্বদেশ। পৌষ ১৩৩৮ (ডিসেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৭ মাস। 
     
  11. বেয়ান, বলি ও বেয়ান (বেয়ান তোমার) [ তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    ধূমকেতু (নবপর্যায়)। পৌষ ১৩৩৮ (ডিসেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৭ মাস। 
     
  12. আজি নন্দদুলালের সাথে [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 
     
  13. ও মন রমজানের ঐ [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 
     
  14. আজ লাচনের লেগেছে যে গাঁদি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 

     
  15. খুশি লয়ে খুশরোজের [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
     জয়তী। মাঘ-চৈত্র ১৩৩৮ (জানুয়ারি- মে ১৯৩১)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 
     
  16. রাম ছাগী খায় চতুরঙ্গ [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
     টুইন [ফেব্রুয়ারি ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৮ বঙ্গাব্দ)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 

     
  17. ও দুখের বন্ধু রে, ছেড়ে কোথায় গেলি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভির সাথে নজরুলের চুক্তিপত্র। ১২ ফেব্রুয়ারি ১৯৩২ (শুক্রবার ২৯ মাঘ ১৩৩৮)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 
     
  18. আমি ডুরি ছেঁড়া ঘুরি মতন [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভির সাথে নজরুলের চুক্তিপত্র। ১২ ফেব্রুয়ারি ১৯৩২ (শুক্রবার ২৯ মাঘ ১৩৩৮)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৮ মাস। 
     
  19. না মিটিতে মনোসাধ [তথ্য]
    রচনার স্থান ও কাল:  
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৯ মাস। 
     
  20. ভালোবাসায় বাঁধব বাসা [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৯ মাস। 
     
  21. মন নিয়ে আমি লুকোচুরি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৯ মাস। 
     
  22. নয়ন যে মোর বারণ মানে না [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৯ মাস। 
     
  23. বরণ করেছি তারে সই [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৯ মাস। 
     
  24. ফুল-ফাগুনের এলো মরশুম [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)] রেকর্ডটি পরে বাতিল করা হয়েছিল
    নজরুলের বয়স: ৩২ বৎসর ৯ মাস। 

    জয়তী পত্রিকার বৈশাখ ১৩৩৯ সংখ্যায় প্রকাশিত নতুন ৪টি গান
     
  25. তোমার মহিমা সব বিশ্বপালক করতার  [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [বৈশাখ ১৩৩৯ (এপ্রিল-মে ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  26. নিরালা কানন-পথে কে তুমি [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [বৈশাখ ১৩৩৯ (এপ্রিল-মে ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  27. এলো ফুলের মরশুম [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [বৈশাখ ১৩৩৯ (এপ্রিল-মে ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  28. প্রিয় তব গলে দোলে যে হার  [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    জয়তী [বৈশাখ ১৩৩৯ (এপ্রিল-মে ১৯৩২)]
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  29. বিদায় সন্ধ্যা আসিল ঐ [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  30. এস মুরলীধারী বৃন্দাবনচারী [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  31. কে এলো মোর ব্যথার গানে [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  32. ফিরে আয় ভাই গোঠে রাখাল  [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     
  33. ও মা ফিরে এলে কানাই [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। এপ্রিল ১৯৩২ (চৈত্র ১৩৩৮- বৈশাখ ১৩৩৯)।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     

  34. কুঁচবরণ কন্যা রে তোর [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা [জ্যৈষ্ঠ ১৩৩৯ (মে-জুন ১৯৩২)]।
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস। 
     

  35. আহমদের ঐ মীমের পর্দা [তথ্য]
    রচনার স্থান ও কাল:  অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [মে ১৯৩২ (বৈশাখ-জ্যৈষ্ঠ্ ১৩৩৯)
    নজরুলের বয়স: ৩২ বৎসর ১১ মাস।

    হরপার্বতী (নাটক)। শচীন্দ্রনাথ সেনগুপ্ত
    ১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২-১৯৩৩ খ্রিষ্টাব্দ) হরপার্বতী, শচীন সেনগুপ্তের রচিত নাটকের গ্রন্থের প্রকাশিত হয়েছিল।  গ্রন্থটির প্রকাশকাল ১৩৩৯ বঙ্গাব্দ উল্লেখ থাকলেও মাসের নাম উল্লেখ নেই। আবার পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরির তালিকায় গ্রন্থভুক্তির সময় উল্লেখ আছে ১৯৩২ খ্রিষ্টাব্দে।  এই বিচারে প্রকাশকালের সময় ধরা যেতে পারে- বৈশাখ- চৈত্র ১৩৩৯ (এপ্রিল- ডিসেম্বর ১৯৩২)। এই সময় নজরুলের বয়স ছিল ৩২-৩৩ বৎসর।

    এই নাটকে ব্যবহৃত নজরুলের গানগুলো ছিল-
     

  36. এসো এসো বন ঝরনা [তথ্য]
  37. আমি চাই পৃথিবীর ফুল [তথ্য]
  38. শঙ্কর সাজিল প্রলঙ্কর সাজে [তথ্য]
  39. তোর জননীরে কাঁদাতে [তথ্য]
  40. আয় আয় যুবতী তন্বী [তথ্য]
  41. ভুবনে কামনার আগুন লাগাব [তথ্য]
  42. পুষ্পিত মোর তনুর কাননে ‌[তথ্য]
  43. চল জয়যাত্রায় চল বাসন্তী-বাহিনী [তথ্য]
  44. দু'হাতে ফুল ছড়ায়ে [তথ্য]
  45. শূন্য বুকে ফিরে আয় ফিরে আয় উমা [তথ্য]
  46. জয় হর-পার্বতী জয় শক্তি  [তথ্য]
     

সূত্র