৩০ বৎসর অতিক্রান্ত বয়স নজরুলের ৩০ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ (২৫ মে ১৯২৯ খ্রিষ্টাব্দ) থেকে।
শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৩৭ বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩০ খ্রিষ্টাব্দ)। রেকর্ডে প্রকাশিত গান উৎসর্গ
ও
ওগো ও চক্রবাক
[চট্টগ্রাম ৬-২৬ জানুয়ার ১৯২৯-এ রচিত] কবিতাটি ছাড়া মোট ২১টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল।সূচী
গান দুটির রেকর্ড নম্বর পি ১১৬৬১। রেকর্ড নম্বরের কালানুক্রম অনুসারে পি ১১৬৩২
রেকর্ড প্রকাশিত হয়েছিল ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৬) মাসে। এই
বিচারে পি ১১৬৩২ রেকর্ডের গান দুটিকে নজরুলের গান কিনা, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। ডিসেম্বর ১৯২৯ (১৫ অগ্রহায়ণ- ১৬ পৌষ
১৩৩৬)
নজরুলের ৩০ বৎসর অতিক্রান্ত বয়সের শুরু থেকেই তিনি সস্ত্রীক বাস করতেন
কলকতায়। এই সময় তিনি ব্যস্ত ছিলেন আলেয়া নামক নাটক রচনা নিয়ে। একই সাথে তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের নতুন
নাটক 'রক্তকমল' নিয়ে। এই দুটি নাটকের কাজ নিয়ে শুরু হয়েছিল তাঁর ৩০ বৎসর
অতিক্রান্ত বয়স।
জুন ১৯২৯ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৩৬)
জুন মাসের ২ তারিখে (রবিবার ১৯ জ্যৈষ্ঠ ১৩৩৬),
মনোমোহন থিয়েটারে মঞ্চায়িত হয়েছিল শচীন্দ্রনাথ সেনগুপ্তের 'রক্তকমল' নাটক। এই
নাটকের মাধ্যমে মঞ্চ নাটকের সাথে নজরুলের সম্পর্ক গড়ে উঠেছিল।
আলেয়া
নজরুল এই নাটকটির রচনা শুরু করেছিলেন ১৩৩৬ বঙ্গাব্দের আষাঢ় মাসের
আগেই।
কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' বিষয়ে
একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন।
প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ
হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে
গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'
আলেয়া' যথাসময়ে
মনোমহনে নাট্যমঞ্চে মঞ্চস্থ
হয় নি। এরপর এই গীতিনাট্যটির প্রকাশের একটি ঘোষণা প্রকাশিত হয়েছিল স্বদেশ পত্রিকার
'আষাঢ় ১৩৩৮' সংখ্যায়। উক্ত ঘোষণায় বলা হয়েছিল-
'আগমী সংখ্যায় কবি নজরুলের গীতিনাট্য 'আলেয়া'
আরম্ভ হইবে।'
কিন্তু শেষ পর্যন্ত 'আলেয়া' কোনো সাময়িকীতেই
প্রকাশিত হয় নি। অবশেষে ১৩৩৮ বঙ্গাব্দের ৩রা পৌষ, কলকাতার 'নাট্যনিকেতন'
রঙ্গমঞ্চে 'আলেয়া' মঞ্চস্থ হয়েছিল। প্রথম প্রকাশের তারিখও ছিল ৩রা পৌষ ১৩৩৮
বঙ্গাব্দ। গ্রন্থটির প্রকাশক ছিলেন গোপালদাস মজুমদার, ডি,এম, লাইব্রেরী, ৬১
কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। মুদ্রাকর: নরেন্দ্রনাথ কোঙার, ভারতবর্ষ প্রিন্টিং
ওয়ার্কস, ২৩৩/১/১ কর্নমওয়ালিশ স্ট্রিট, কলকাতা। পৃষ্ঠা ৮+৭২। দাম এক টাকা।
পরে ডি,এম, লাইব্রেরী থেকে 'আলেয়া ও ঝিলিমিলি' নামক সংকলনের সাথে থেকে প্রকাশিত
হয়েছিল।
কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে'র
সংবাদ অনুসারে আলেয়া নাটকের জন্য নজরুল ৩০টি গান রচনা করেছিলেন।
১৯৩১ খ্রিষ্টাব্দের ১৯শে ডিসেম্বর (শনিবার ৩ পৌষ ১৩৩৮)
কলকাতার নাট্যনিকেতন মঞ্চে নজরুলের 'আলেয়া' গীতিনাট্য মঞ্চস্থ হয়।
এবং এই সময়ে গ্রন্থাকারে প্রকাশিত আলেয়া নাটকে ২৮টি গান পাওয়া যায়। আপাত দৃষ্টিতে
মনে হয় এই গীতিনাট্যটি পরিমার্জনার সময় ২টি গান
বাদ দেওয়া হয়েছিল। কিন্তু কোন দুটি
গান বাদ পড়েছিল, তা জানা যায় না।
১৯৩১ খ্রিষ্টাব্দে জয়তী ও নাচঘর পত্রিকায় 'আলেয়ার গান' শিরোনামে প্রকাশিত হয়েছিল
আরও ৬টি গান। হতে পারে অতিরিক্ত গানগুলো ১৯৩১ খ্রিষ্টাব্দে 'আলেয়া'
মঞ্চস্থ হওয়ার সময় রচিত হয়েছিল। কিম্বা শুরু থেকেই সকল গানই রচিত হয়েছিল। এ সমস্যার কারণে
আলেয়ার সকল গানের কালানুক্রম অনুসরণ করা দুরূহ হয়ে পড়ে। তাই প্রথম প্রকাশের বিচারে
বর্জিত গানগুলোকে কালানুক্রমিক সূচিতে- নজরুলের ৩২ বৎসর অতিক্রান্ত বয়সের (১৯৩১
খ্রিষ্টাব্দ) গানের তালিকায় রাখ হলো।
গ্রন্থাকারে প্রকাশিত আলেয়ার ২৮টি গান
বর্তমানে গানটির প্রথম পঙক্তি 'নিশি নিশি মোরে ডাকে সে স্বপনে' হিসেবেও পাওয়া যায়।
কলকাতার মনোমোহন থিয়েটারে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন।
এই নাটকটির মহড়ার সময় নজরুল এর সাথে জড়িয়ে পড়েন।
কারণ
শচীন্দ্রনাথ সেনগুপ্ত
এই নাটকের গীতিকার হিসেবে দায়িত্ব
দিয়ে দিয়েছিলেন নজরুল কে। নাটকটির চরিত্রাভিনয়ে ছিলেন-
নির্মেলন্দু লাহিড়ী, বিশ্বনাথ ভাদুড়ী, সরযুবালা, শেফালিকা, ইন্দুবালা প্রমুখ। এই নাটকের গীতিকার ছিলেন নজরুল ইসলাম।
১৩৩৬ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত এই নাটকটি প্রকাশিত হয়েছিল।
নাট্যকার নজরুলকে এই নাটকটি উৎসর্গ করেছিলেন। নতুন ও পুরাতন মিলিয়ে ৯টি নজরুল রচিত গান এই নাটকে
ব্যবহার করা হয়েছিল। এর ভিতরে পুরানো গান ছিল ২টি। এই গান দুটি হলো- 'আসে বসন্ত ফুলবনে'
ও
'কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া'। বাকি ৭টি নতুন গান তিনি এই
নাটকের জন্যই রচনা করেছিলেন। গানগুলো হলো-
সওগাত পত্রিকার 'পৌষ ১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যায়
গানটির রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- ' কৃষ্ণনগর, ২৮ অগ্রহায়ণ ৩৩'।
সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়।
মোর ঘুমঘোরে এলে মনোহর
[তথ্য]
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
জুলাই ১৯২৯ (১৭ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৩৬)
১৯২৯ খ্রিষ্টাব্দের জুন
(জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৬) মাসে এইচএমভি থেকে ইন্দুবালার কণ্ঠে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
রেকর্ড পরিচিতি: এইচএমভি। পি ১১৬০০। শিল্পী: ইন্দুবালা।
এই রেকর্ডের অপর গানটি ছিল- 'স্বপনে তোমায় দেখিয়াছি আমি'। এই রেকর্ডের
দুটি গানের কোনটির সাথেই গীতিকার বা সুরকার হিসেবে নজরুলের নাম নেই। মুম্বাই
থেকে প্রকাশিত 'the Record News'-পত্রিকার Annual: TRN 2008' সংখ্যার ৩৯
পৃষ্ঠায় মুদ্রিত ইন্দুবালার গাওয়া রেকর্ডের তালিকাতে এই দুটি গানকে নজরুলসঙ্গীত
হিসেবে উল্লেখ করা হয় নি। তাই গান দুটি নজরুলের রচিত কিনা সন্দেহ থেকেই যায়।
কিন্তু কবি নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ' ৯৩১ সংখ্যক
গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। পরে
সুধীন দাশ-কৃত
স্বরলিপি
নজরুল
সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড-[নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬]-এ ১৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
[নমুনা]
এই মাসে নজরুল ব্যস্ত ছিলেন
চক্রবাক ও
সন্ধ্যা
কাব্যগ্রন্থ প্রকাশের জন্য।
এই মাসে পত্রিকায় প্রকাশিত হয়েছিল ৩টি গান
ও ১টি কবিতা। এর ভিতরে ২টি গান ছিল নতুন।
আগষ্ট ১৯২৯ (১৬ শ্রাবণ-১৫ ভাদ্র ১৩৩৬)
কল্লোল পত্রিকার 'শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
ছাত্র পত্রিকার 'শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ' সংখ্যায়
প্রথম প্রকাশিত হয়েছিল।
বঙ্গবাণী
পত্রিকা
[শ্রাবণ ১৩২৯ (জুন-জুলাই ১৯২২)] শিরোনাম: চির-চেনা।
পৃষ্ঠা: ৫৭৮] [
নমুনা]। উল্লেখ্য,
ছায়ানট
কাব্যগ্রন্থে
অন্তর্ভুক্ত গানটির সাথে
রচনার স্থান ও রচনাকাল উল্লেখ আছে- 'কুমিল্লা/জ্যৈষ্ঠ
১৩২৯'।
১২ আগষ্ট (সোমবার, ২৭ শ্রাবণ
১৩৩৬) নজরুলের দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থ দুটি- চক্রবাক ও
সন্ধ্যা
২৩ আগষ্ট (শুক্রবার, ৭ ভাদ্র ১৩৩৬) নবশক্তি' পত্রিকায়
প্রকাশিত চিঠি হয়। এই চিঠিতে বেতারে প্রচারিত নজরুলের সুরের
বিকৃতি নিয়ে আক্ষেপ প্রকাশিত হয়েছিল। [২৩ আগষ্ট ১৯২৯ খ্রিষ্টাব্দ [নবশক্তি'
পত্রিকায় প্রকাশিত
পত্র]
এই গ্রন্থে মোট ২৪টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল।
সুচি
পূর্বে প্রকাশিত। কালানুক্রমিকের বিচারে এটি নজরুলের
সঙ্গীতজীবনের দ্বিতীয় পর্বের ১১৫ সংখ্যক গান। ঢাকা মুসলিম সাহিত্য-সমাজের
মুখপত্র 'শিখা', দ্বিতীয় বার্ষিকী ১৩৩৫ (ফেব্রুয়ারি ১৯২৮)। এর পাদটীকায় উল্লেখ
ছিল-"দ্বিতীয় বার্ষিকী অধিবেশনের উদ্বোধনী-সঙ্গীত। সওগাত পত্রিকার ফাল্গুন ১৩৩৫
সংখ্যায় পুনর্মূর্দ্রিত হয়েছিল।
মোয়াজ্জিন পত্রিকার 'কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
পাদটীকায় উল্লেখ ছিল নিখিল বঙ্গ মুসলিম। যুবক সম্মিলনের উদ্বোধন সঙ্গীত।
উল্লেখ্য ১৯২৯ খ্রিষ্টাব্দের
১৩ই অক্টোবর (আশ্বিন) কলকাতার আলবার্ট হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল 'নিখিল বঙ্গ মুসলিম
যুবক সম্মেলন'। এই অনুষ্ঠানে নজরুল গানটি পরিবেশন করেছিলেন।
'জাগরণ-এর জন্য লেখা চাওয়ার অর্থ বুঝলাম না। 'জাগরণ' বলে কাগজ বেরুচ্ছে
নাকি, না বেরুবে? কার কাগজ? চিঠি লিখবার আগের একটা ছোট্ট কবিতা লিখছিলাম-
সেইটেই দিচ্ছি এই সাথে।'
তবে নজরুল এই পত্রিকার জন্য
জাগরণ
নামে একটি কবিতা রচনা করেছিলেন। কবিতাটি পরে
সন্ধ্যা
কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
পত্রিকায় প্রকাশিত নতুন রচনা
সেপ্টেম্বর ১৯২৯ (১৬ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৩৬)
৭ সেপ্টেম্বর (শনিবার, ২২ ভাদ্র ১৩৩৬), নজরুল সওগাত পত্রিকার সপ্তম বার্ষিক প্রীতি সম্মেলন যোগ দেন। এই মাসে ২টি নতুন কবিতা এবং ১টি পূর্বে রচিত
গান পুনরায় প্রকাশিত হয়েছিল।
অক্টোবর ১৯২৯ (১৫ আশ্বিন- ১৪ কার্তিক
১৩৩৬))
রচনার স্থান ও তারিখ- ঢাকা আষাঢ় ১৩৩৫।
চোখের চাতক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে।
প্রলয় শিখা
কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
৫ই অক্টোবর (শনিবার,
১৯ আশ্বিন ১৩৩৬), সওগাতের অফিস ১১ ওয়েসলি
স্ট্রিট থেকে কবি ও প্রাবন্ধিক আজিজুল হাকিমকে একটি চিঠি লেখেন। [কবি
আজিজুল হাকিম-কে লেখা
পত্র]
এই মাসে প্রকাশিত রেকর্ডে প্রকাশিত গান
৯ই অক্টোবর (বুধবার, ২৩
আশ্বিন ১৩৩৬), ৮/১ পানবাগান লেনের একটি দোতলা বাসায় নজরুলের তৃতীয় সন্তান সব্যসাচী
জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, চৈনিক দার্শনিক সান ইয়াৎ সান-এর নামানুসারে নজরুল এই
সন্তানের ডাকনাম রেখেছিলেন সানি এই দিনই নজরুলকে
জাতীয় সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে কলকাতার ওয়েলেসি স্কোয়ারে
অবস্থিত মুসলিম ইন্স্টিটিউট হলে অভ্যর্থনা সমিতি গঠনের জন্য একটি সভা আহ্বান করেন।
এই সভার আয়োজনের উদ্যোক্তা ছিলেন একে ফজলুল হক, ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেন,
কলকাতা মাদ্রাসার অধ্যক্ষ হেদায়েত হোসেন, প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট এস ওয়াজেদ আলী,
হাইকোর্টের আইনজীবী খান বাহাদুর আসাদুজ্জামান. এইচ এস সোহারাওয়ার্দী, সঙ্গীতজ্ঞ
দীলিপকুমার রায়, কল্লোল পত্রিকার সম্পাদক দীনেশরঞ্জন দাশ, বামপন্থী রাজনীতিবিদ
মুজফ্ফর আহমেদ, কবি প্রেমেন্দ্র মিত্র, ডা. আর আহমদ, সৈয়দ বদরুদ্দোজা, সৈয়দ জালাল
উদ্দীন হাশেমী প্রমুখ। এই সংবর্ধনা সভা যাতে না হয়, সে জন্য নজরুল-বিরোধীরা মৌলভী ও
মাদ্রাসার ছাত্ররা আগে থেকেই সভাস্থল দখল করে নেয়। এদের ভিতরে 'মোহাম্মদী' পত্রিকার
ভারপ্রাপ্ত সম্পাদক মওলানা নজির উদ্দিন আহমেদ চৌধুরী নজরুলের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে
উত্তেজনা সৃষ্টি করা শুরু করেন। এরপর নজরুলের সমর্থকরা সভাস্থলে এলে- নজরুল বিরোধীরা
সভাস্থল ত্যাগ করে।
নজরুল সংবর্ধনা সভার প্রস্তুতি শুরু হয় খান বাহাদুর আসাদুজ্জামানের সভাপতিত্বে। এই
সভায় নজরুলের অসামান্য কাব্যসৃষ্টির জন্য বাঙালি জাতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের
প্রস্তাব সর্ব-সম্মতিক্রমে গৃহীত হয়। এই প্রস্তাবের পক্ষে বক্তৃতা দেন- কবি খান
মুহাম্মদ মঈনুদ্দীন, কবি ফজলুর রহামন (কৃষ্ণনগর), সৈয়দ জালাল উদ্দীন হাশেমী প্রমুখ।
এই সভায় এই সংবর্ধনার অভ্যর্থনা কমিটি করা হয়। এর জন্য যে কমিটি তৈরি হয়, তার সভাপতি
ছিলেন এস ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এম, নাসিরউদ্দীন (সওগাত-সম্পাদক),
যুগ্ম সম্পাদক- দীনেশরঞ্জন দাশ (কল্লোল সম্পাদক)। সদস্যরা ছিলেন- মোহাম্মদ ওয়াজেদ
আলী, আবুল মনসুর আহমদ, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, সৈয়দ জালাল উদ্দীন হাশেমী,
শাহাদাৎ হোসেন, নলিনীকান্ত সরকার, হবীবুল্লাহ বাহার, পবিত্র গঙ্গোপাধ্যায়, আইনুল হক
খান, খান মুহাম্মদ মঈনুদ্দীন, প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, আফজাল-উল
হক, আবু লোহানী, দিলীপকুমার রায়, ফজলুর রহমান, উমাপদ ভট্টাচার্য।
এই মাসে প্রকাশিত গান
সওগাত পত্রিকার 'কার্তিক ১৩৩৬' (অক্টোবর ১৯২৯) সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরে
চোখের চাতক
প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়েছে।
সপ্তম রেকর্ড:
এইচএমভি। অক্টোবর ১৯২৯ (আশ্বিন-কার্তিক ১৩৩৫)। পি- ১১৬৩৮। শিল্পী: কে
মল্লিক। সুরকার: নজরুল ইসলাম
নভেম্বর ১৯২৯
(১৫ কার্তিক- ১৪ অগ্রহায়ণ
১৩৩৬)
১২ই নভেম্বর (মঙ্গলবার ২৬ কার্তিক ১৩৩৬), সান্ধ্য-অনুষ্ঠানে নজরুল রেডিওতে
আবৃত্তিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে তিনি তাঁর স্বরচিত কবিতা 'নারী' আবৃত্তি
করেন। আগেই উল্লেখ করা হয়েছে ১৯২৮ খ্রিষ্টাব্দের
মার্চ
মাসের দিকে নজরুলের সাথে এইচএমভির একটি চুক্তি হয়েছিল। বেতার জগৎ
পত্রিকার ১ম বর্ষ ৪র্থ সংখ্যায় [পৃষ্ঠা ১৬] মুদ্রিত অনুষ্ঠান সূচিতে এর উল্লেখ রয়েছে-
বিতর্কিত অপ্রকাশিত নজরুলসঙ্গীত
জুন থেকে নভেম্বর মাসের ভিতরে এইচএমভি থেকে একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। কণ্ঠ
দিয়েছিলেন ইন্দুবালা। এই রেকর্ডের দুটি গান নজরুল সঙ্গীতের কোনো সংকলনে অন্তর্ভুক্ত
হয় নি। এমন কি সমকালীন কোনো পত্রিকাতেও প্রকাশিত হয় নি। সম্ভবত নজরুল রেকর্ড
কোম্পানির অনুরোধে এই দুটি গান রচনা করে ইন্দুবালাকে প্রশিক্ষণ দিয়ে রেকর্ড
করিয়েছিলেন। মুম্বাই থেকে প্রকাশিত 'The record news
পত্রিকার
Annual 2008
সংখ্যার সূত্রে প্রাপ্ত এই গান দুটিকে নতুন গান হিসেবে উল্লেখ করা
হলো। পত্রিকায় রেকর্ডটি প্রকাশের তারিখ উল্লেখ নেই। রেকর্ডের নম্বর পি ১১৬৩২। এই রেকর্ডের পূর্বর্তী রেকর্ড
১১৬০০ প্রকাশিত হয়েছিল ১৯২৯
খ্রিষ্টাব্দের জুন মাসে
এবং পরবর্তী
রেকর্ডে পি ১১৬৬১-এর প্রকাশকাল ছিল ডিসেম্বর ১৯২৯। তাই এই
রেকর্ডটির (পি ১১৬৩২) প্রকাশকাল ধরা হলো- জুলাই-নভেম্বর ১৯২৯। নিচে এর পূর্ণাঙ্গ
পরিচয় দেওয়া হলো-
আবার The record news
পত্রিকার
Annual 2008 সংখ্যার ৩৯ পৃষ্ঠায় ইন্দুবালার কণ্ঠে
রেকর্ডে ধারণকৃত প্রথম নজরুলসঙ্গীত হিসেবে দুটি গানের উল্লেখ পাওয়া যায়। গান দুটি হলো-
অষ্টম রেকর্ড
এই মাসে নজরুল তাঁর দ্বিতীয় সঙ্গীত-সংকলন প্রকাশে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ১৫ই
ডিসেম্বর (রবিবার ২৯ অগ্রহায়ণ ১৩৩৬), কলকাতার এলবার্ট হলে দুপুর ২টায় কলকাতার
বুদ্ধিজীবী মহল নজরুলকে জাতীয় সংবর্ধনা জানায়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন
কল্লোল ও সওগাত পত্রিকার যথাক্রমে দীনেশরঞ্জন দাশ ও মোহাম্মদ নাসিরুদ্দীন। উল্লেখ্য
এঁরা ছিলেন এই সম্বর্ধনা কমিটির যুগ্ম-সম্পাদক। সদস্য হিসেবে ছিলেন আবুল কালাম
শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, হবীবুল্লাহ বাহার প্রমুখ। অভ্যর্থনা কমিটির সদস্য
ছিলেন এস ওয়াজেদ আলী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং
প্রধান অতিথি নেতাজী
সুভাষচন্দ্র বসু।
অনুষ্ঠানে নজরুলকে পুষ্পশোভিত মোটার গাড়িতে সভাস্থলে আনা হয়। সভাস্থলে পৌঁছার পর,
জয়ধ্বনি দিয়ে তাঁকে বরণ করা হয়। এরপর উমাপদ ভট্টাচার্য চল্ চল্ চ্ল গানটি উদ্বোধনী
সঙ্গীত হিসেবে পরিবেশন করেন। এই সভার পক্ষ থেকে প্রদত্ত অভিনন্দন পত্র পাঠ করেন এস
ওয়াজেদ আলী। পরে এই অভিন্দন পত্রটি একটি রূপোর বাক্সে ভরে নজরুলকে প্রদান করা হয়।
একই সাথে তাঁকে দেওয়া হয় একটি সোনার দোয়াত ও কলম। সভায় অভিনন্দন-বক্তৃতা প্রদান
করেন জলধর সেন। এরপর বক্তব্য রাখেন নেতাজী সুভাজচন্দ্র বসু। এছাড়া তাঁকে যাঁরা
অভিনন্দন জানান, তাঁরা হলেন- অপূর্বকুমার চন্দ, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, জলধর
সেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ। সংবর্ধনা সভায় নজরুলের গান
গেয়ে শোনান উমাপদ ভট্টাচার্য ও গোপালচন্দ্র সেন। নজরুল সভার উপস্থিত ব্যক্তিবর্গের
অনুরোধে পরিবেশন করেন 'টলমল টলমল পদভরে বীর দল চল সমরে। পরে সুভাষচন্দ্র বসুর
অনুরোধে নজরুল পরিবেশন করেন- দুর্গম গিরি কান্তার মরু গানটি।
এই অনুষ্ঠানে নজরুল যে প্রতিভাষণ দেন তা, মাসিক সওগাত পত্রিকায় 'পৌষ ১৩৩৬' সংখ্যায়
প্রকাশিত হয়েছিল। [প্রতিভাষণ]
এই মাসে প্রকাশিত হয়েছিল নজরুলের দ্বিতীয় গীতি-গ্রন্থ।
১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর ১৯২৯) প্রকাশিত হয়েছিল 'চোখের চাতক'
নামক সঙ্গীত-সংকলন। প্রকাশক
গোপালদাস মজুমদার, ডি,এম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা ৪+৭৮। মূল্য এক টাকা। রাজসংস্করণ
এক টাকা ষার আনা। এর উৎসর্গ পত্রে উল্লেখ ছিল-
'কল্যাণীয়া বীণা-কণ্ঠী/শ্রীমতী প্রতিভা
সোম/জয়যুক্তাসু।'
এই গ্রন্থের মোট গান সংখ্যা ৫৩টি। এর ভিতরে পূর্বে প্রকাশিত গান ছিল ১৯টি।
অবশিষ্ট ৩৪টি গান ছিল নতুন।
পূর্বে প্রকাশিত গান
২৫শে ডিসেম্বর (মঙ্গলবার ১০ পৌষ ১৩৩৬) মনোমোহন থিয়েটারে মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'জাহাঙ্গীর' নামক
একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে বাদীগণের গান হিসেবে নজরুলের রচিত একটি নতুন গান
পরিবেশিত হয়েছিল। বাদীরা গানটি পর্যায়ক্রমে ভেঙে ভেঙে পরিবেশন করেছিল। এই গানটি
হলো-
নতুন গান
চোখের
চাতক ৩২। জাগরণ
পত্রিকার 'বৈশাখ ১৩৩৫' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল
চোখের চাতক-১।
ঢাকা আষাঢ় ১৩৩৫।
সওগাত পত্রিকার 'আশ্বিন ১৩৩৬' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
চোখের চাতক ১৯। রচনাস্থান চট্টগ্রাম, জানুয়ারি ১৯২৯। সওগাত
পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
চোখের
চাতক ২২। ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল সঙ্গীত নিরদেশিকা গ্রন্থে গানটি রচনার স্থান ও তারিখ
উল্লেখ করেছেন- '২৪শে জানুয়ারি, ১৯২৯, চট্টগ্রাম'।
চোখের
চাতক ১৭। সওগাত
পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
চোখের
চাতক ২৬। 'আলেয়া' গীতিনাট্যে প্রস্তাবনা'র গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' বিষয়ে
বিশেষ তথ্য পাওয়া যায়।
চোখের
চাতক ২১। সওগাত
পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
চোখের
চাতক ৩৩। আলেয়া নাটকে ব্যবহৃত হয়েছিল।
চোখের
চাতক ৫০। আলেয়া নাটকে ব্যবহৃত হয়েছিল।
চোখের চাতক ১০। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল
শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
চোখের চাতক-৮।
১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল
শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
চোখের
চাতক ১১। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
চোখের চাতক ২৩। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
চোখের চাতক ১২। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল
শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
চোখের চাতক ১৩। ১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল
শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
চোখের চাতক-৭।
১৯২৯ খ্রিষ্টাব্দের ২রা জুন কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল
শচীন্দ্রনাথের রক্তকমল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল।
কল্লোল পত্রিকার 'শ্রাবণ
১৩৩৬ বঙ্গাব্দ' সংখ্যায়
প্রথম প্রকাশিত হয়েছিল। চোখের চাতক-৪।
চোখের চাতক ৩৪। সওগাত পত্রিকার 'কার্তিক ১৩৩৬' (অক্টোবর ১৯২৯) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
চোখের চাতক ৩০। সওগাত
পত্রিকার 'অগ্রহায়ণ ১৩৩৬' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
চোখের চাতক-২।
চোখের চাতক-৩।
চোখের চাতক-৫।
চোখের চাতক-৬।
চোখের চাতক-৯।
চোখের চাতক ১৪।
চোখের চাতক ১৫।
চোখের
চাতক ১৬।
চোখের
চাতক ১৮।
চোখের
চাতক ২০।
চোখের
চাতক ২৪।
চোখের
চাতক ২৫।
চোখের চাতক ২৭।
চোখের
চাতক ২৮।
চোখের
চাতক ২৯।
চোখের
চাতক ৩১।
চোখের
চাতক ৩৫।
চোখের চাতক ৩৬।
চোখের
চাতক ৩৭। সওগাত পত্রিকার 'পৌষ ১৩৩৬ সংখ্যায়' প্রকাশিত
হয়েছিল।
চোখের
চাতক ৩৮।
চোখের চাতক ৪০।
চোখের
চাতক ৩৯।
চোখের চাতক ৪১।
চোখের চাতক ৪২।
চোখের চাতক ৪৩।
চোখের চাতক ৪৪।
চোখের চাতক ৪৫।
চোখের চাতক ৪৬।
চোখের
চোখের
চাতক ৪৮।
চোখের চাতক ৪৯।
চোখের চাতক ৫১।
চোখের চাতক ৫২।
চোখের চাতক ৫৩।
৩১শে ডিসেম্বর (মঙ্গলবার, ১৬ই পৌষ ১৩৩৬) কলকাতার মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল।
মন্মথ রায়
নাট্যগ্রন্থাবলী চতুর্থ খণ্ডে (মনমথন প্রকাশন। ২২১ সি, বিবেকানন্দ রোড। কলিকাতা
-৭০০০০৬। ১৯৫৮। পৃষ্ঠা: ১৭৭-২৫৪। পৃষ্ঠা: ১৭৭-২৫৪), মোট ১৪টি গান পাওয়া যায়। এই
গানগুলো হলো-
গ্রন্থাকারে প্রকাশিত নাটকটির 'লেখকের কথা' অংশে
নাট্যকার লিখেছেন- 'মহুয়া'র প্রথম সন্ধান পাই পরম শ্রদ্ধাভাজন দীনেশচন্দ্র সেন
সঙ্কলিত মৈমনসিংহ গীতিকায়।' এই নাটকের জন্য গান লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। এ
প্রসঙ্গে নাট্যকার 'লেখকের কথা' অংশে লিখেছেন- যাহারা আমার দীনতায় আত্মপ্রকাশেই
কুণ্ঠিত ছিল আজ তাহারা সগর্বে পাদপ্রদীপের সম্মুখে তাঁহারই গান গাহিতেছে যাঁহার গানে
সারা বাঙলা মত্ত-মাতাল, তাঁহারই পরিকল্পিতরূপে আত্মপ্রকাশ করিয়াছে, যাঁহার রূপ
পরিকল্পনায় সারা দেশ মুগ্ধ। আমার লেখনীর অক্ষমতাকে এমনি করিয়াই সার্থক সুন্দর
করিয়াছেন আমার গীত-সুন্দর বন্ধু কবি নজরুল ইসলাম...'।
বাংলা একাডেমী, ঢাকা থেকে প্রকাশিত নজরুল-রচনাবলী
দ্বিতীয় খণ্ডের (নতুন সংস্করণ ১১ জ্যৈষ্ঠ ১৪০০/২৫ মে ১৯৯৩) ৮৮৩ পৃষ্ঠায় প্রদেয়
গ্রন্থপরিচয় অধ্যায়ে উল্লেখ আছে-
পূর্বেই 'চোখের চাতক' গ্রন্থে অন্তর্ভুক হয়েছিল।
পূর্বেই সওগাত পত্রিকার 'ফাল্গুন ১৩৩৫ ' সংখ্যায় প্রথম
প্রকাশিত হয়। পরে 'চোখের চাতক' গ্রন্থে অন্তর্ভুক হয়েছিল।
পূর্বেই 'চোখের চাতক' গ্রন্থে অন্তর্ভুক হয়েছিল। কালানুক্রমিকের
বিচারে এটি নজরুলের সঙ্গীতজীবনের দ্বিতীয় পর্বের ১৩৭ সংখ্যক গান।
'নজরুল-রচনাবলীর নতুন সংস্করণে মহুয়ার গান সংযোজিত হলো। ১৯৩০ সালের ১ জানুয়ারি এ
গ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থের প্রকাশক গোপালদাস মজুমদার, ডি, এম, লাইব্রেরি, ৬১
কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। মুদ্রাকর কৃষ্ণপ্রসাদ ঘোষ, প্রকাশ প্রেস, ৬৬
মানিক-তলা স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ১৩ এবং মূল্য দুই আনা।
চোখের চাতক:
ও মহুয়া
ছাড়া এই মাসে আর যে সকল নজরুলের রচনা প্রাকশিত হয়েছিল. সেগুলো হলো-
মহুয়ার গান
মন্মথ রায়ের মহুয়া নাটকের জন্য রচিত গানের সঙ্কলন। মহুয়া নাটক ১৯২৯ বা তার পূর্বে
কোনো এক সময়ে প্রথম মঞ্চস্থ হয়। নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩৯ সালে।
গীতিগ্রন্থ মহুয়ার গানে ১৫টি গান ছিল। তার মধ্যে ১৪ সংখ্যক গান (আমার গহীন জলের নদী) এবং ১৫
সংখ্যক গান (তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে) চোখের চাতক (অগ্রহায়ণ ১৩৩৬)
গ্রন্থের অন্তর্ভুক্ত হওয়ায় এখানে পরিবর্জিত হলো। মূল গ্রন্থের ১৩ সংখ্যাক গানটিও
(ও ভাই আমার এ নাও যাত্রী না লয়) চোখের চাতক গ্রন্থে মুদ্রিত হয়, কিন্তু মহুয়ার
গানে পাঠভেদ থাকায় গানটি এখানে অন্তর্ভুক্ত হয়েছে।
এই রেকর্ডটি প্রকাশের পরে ইন্দুবালার কণ্ঠে পি ১১৬৬১-সংখ্যক রেকর্ড প্রকাশিত হয়েছিল
ডিসেম্বর। এই রেকর্ড ও তার গানগুলো
গান:
কার মঞ্জীরীর রিনিঝিন বাজে
[তথ্য]
ইন্দুবালা,
আঙ্গুরবালা
ও প্রতিভা সোমের (প্রতিভা
বসু) কণ্ঠে ধারণ করা হয়েছিল।
জানুয়ারি ১৯৩০ খ্রিষ্টাব্দ (১৬ পৌষ- ১৭ মাঘ ১৩৩৬ বঙ্গাব্দ)
১লা জানুয়ারি (বুধবার ১৭ পৌষ ১৩৩৬ ) নজরুলের তৃতীয় গানের সংকলন 'মহুয়ার গান' প্রকাশিত হয়।
মন্মথ রায়ের রচিত 'মহুয়া' নাটকে নজরুলের গানের সংকলন।
প্রকাশক গোপালদাস মজুমদার, ডি,এম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা।
মুদ্রাকর: কৃষ্ণপ্রসাদ ঘোষ, প্রকাশ প্রেস, ৬৬ মানিকতলা স্ট্রিট, কলকাতা। পৃষ্ঠা
১৩। মূল্য দুই আনা। এই গ্রন্থের গানগুলো সম্পর্কে পূর্বেই 'মহুয়া' নাটকের সাথে
আলোচনা করা হয়েছে।
এ ছাড়া জানুয়ারি প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় উপন্যাস 'মৃত্যুক্ষুধা'।
প্রকাশের তারিখ হিসেবে পাওয়া যায় মাঘ ১৩৩৬। প্রকাশক: গোপালদাস মজুমদার, ডিএম
লাইব্রেরি, ৬১ কর্ণওয়ালিশ স্ট্রিট কলিকাতা। পৃষ্ঠা: ১৬০। দাম দুই টাকা। উল্লেখ্য,
গ্রন্থটি সওগাত পত্রিকার 'অগ্রহায়ণ ১৩৩৪ (নভেম্বর ১৯২৭) থেকে মাঘ ১৩৩৪ (জানুয়ারি
১৯৩০) পর্যন্ত দুএকটি সংখ্যা বাদ দিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এই সময় তিনি
সপরিবারে কৃষ্ণনগরের চাঁদসড়ক এলাকায় বাস করতেন।
৪ জানুয়ারি (শনিবার ২০ পৌষ ১৩৩৬), খেলাফত আন্দোলনের অন্যতম প্রবক্তা মওলানা মোহম্মদ আলী লণ্ডনে মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে নজরুল রচনা করেছিলেন 'আধেক হিলাল ছিল আসমানে' কবিতাটি রচনা করেছিলেন।
পত্রিকায় প্রকাশিত গান
রেকর্ডে প্রকাশিত গান
ফেব্রুয়ারি ১৯৩০ খ্রিষ্টাব্দ (১৮ মাঘ-১৬ ফাল্গুন ১৩৩৬ বঙ্গাব্দ)
এই মাসে নজরুলের রচিত কোনো রচনার প্রকাশের তথ্য পাওয়া যায় না।
মার্চ ১৯৩০ খ্রিষ্টাব্দ
(১৭ ফাল্গুন- ১৭ চৈত্র ১৩৩৬ বঙ্গাব্দ)
এই মাসে প্রকাশিত নজরুলের রচনা।
এপ্রিল ১৯৩০ খ্রিষ্টাব্দ (১৮ চৈত্র ১৩৩৬- ১৭ বৈশাখ ১৩৩৭ বঙ্গাব্দ)
কবি আব্দুল কাদির-এর সম্পাদনায় মাসিক জয়তী পত্রিকার প্রকাশনা শুরু হয়েছিল বৈশাখ
মাস । এই পত্রিকার প্রথম সংখ্যা অর্থাৎ 'বৈশাখ ১৩৩৭' সংখ্যায় নজরুলের দুটি
গান প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য এই দুটি গানই ইতিপূর্বে রচিত 'আলেয়া' নাটকে ব্যবহৃত
হয়েছিল। গান দুটি হলো-
এছাড়া এই মাসে প্রকাশিত হয়েছিল একটি পুরানো কবিতা। কবিতাটি হলো-
১-২৪ মে ১৯৩০ খ্রিষ্টাব্দ (১৭ বৈশাখ- ১০ জ্যৈষ্ঠ্য ১৩৩৭ বঙ্গাব্দ)
৩রা মে (শনিবার, ২০ বৈশাখ ১৩৩৭) খিদিরপুর সমিতির উদ্যোগে ২১ ডেন্ট মিশন রোডস্থ
সেন্ট বারানাবাস হাইস্কুলে নজরুলকে সম্বর্ধনা দেওয়া হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেছিলেন রায় বাহাদুর দীনেশচন্দ্র সেন।
৭ই মে (বুধবার, ২৪ বৈশাখ ১৩৩৭) নজরুলের দ্বিতীয় সন্তান বুলবুল (অরিন্দম
খালেদ) বসন্ত রোগে আক্রান্ত হয় মৃত্য হয়। এই
সন্তানের মৃত্যুতে নজরুল খুব ভেঙে পড়েন। তিনি তাঁর শোককে শক্তিতে পরিণত করেছিলেন
রুবাইয়াৎ-ই-হাফিজের রুবাই অনুবাদের মধ্য দিয়ে। সদ্যপ্রয়াত বুলবুলকে উদ্দেশ্য করে-
রুবাইয়াৎ-ই-হাফিজের উৎসর্গপত্রে নজরুল লিখেছিলেন-
'বাবা বুলবুল!
তোমার মৃত্যু-শিয়রে ব'সে 'বুলবুল-ই-শিরাজ' হাফিজের রুবাইয়াতের অনুবাদ আরম্ভ করি। যেদিন অনুবাদ শেষ করে উঠলাম, সেদিন তুমি-কাননের বুলবুল- উড়ে গেছে। যে দেশে গেছ তুমি, সে কি বুলবুলিস্তান ইরানের চেয়েও সুন্দর?'
এই গ্রন্থের ভূমিকাতে নজরুল প্রসঙ্গটি আবার উপস্থাপন করেছেন একটু ভিন্ন আঙ্গিকে। তিনি লিখেছেন-
'...যেদিন অনুবাদ শেষ হ'ল, সেদিন আমার খোকা বুলবুল চ'লে গেছে।
আমার জীবনের যে ছিল প্রিয়তম, যা ছিল শ্রেয়তম তারই নজরানা দিয়ে শিরাজের বুলবুল কবিকে বাংলায় আমন্ত্রণ করে আনলাম।
বাংলার শাসনকর্তা গিয়াসউদ্দিনের আমন্ত্রণকে ইরানের কবি-সম্রাট হাফিজ উপেক্ষা করেছিলেন। আমার আহবান উপেক্ষিত হয়নি। যে পথ দিয়ে আমার পুত্রের "জানাজা" (শবযান) চলে গেল, সেই পথ দিয়ে আমার বন্ধু, আমার প্রিয়তম ইরানী কবি আমার দ্বারে এলেন। আমার চোখের জলে তাঁর চরণ অভিষিক্ত হ'ল...।'
সন্তান বিয়োগ ব্যথায় কাতর কবি হাফিজের অনুবাদের মধ্য দিয়ে, তাঁর ৩০
বৎসর অতিক্রান্ত বয়সের সমাপ্তি ঘটে।
এই মাসে প্রকাশিত রচনা: