৩৯ বৎসর অতিক্রান্ত বয়স

নজরুল ইসলামের ৩৯ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪৫ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৫মে ১৯৩৮ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪৬ বঙ্গাব্দ (বুধবার ২৪শে মে ১৯৩৯ খ্রিষ্টাব্দ)


এই বছরে রচিত নতুন গান ছিল ১৩৪টি। ৩৯ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ১৬৬টি।

২৫-৩১ মে ১৯৩৮ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪৫)
নজরুলের ৩৯ বৎসর অতিক্রান্ত বয়সের শুরুতে নতুন কোনো রচনার সন্ধান পাওয়া যায় না।

১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৪) মাসে রেকর্ডে প্রকাশিত নজরুলের নতুন রচিত গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস

  1. বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল [তথ্য]
    টুইন। [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। এফটি ৪৯২২। শিল্পী: ভক্তিরঞ্জন রায়] ১৯৩৮ খ্রিষ্টাব্দে নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল- নির্মেন্দু লাহিড়ী-কে। এই নাটকে নতুন ৫টি গান ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  2. আমি আলোর শিখা [তথ্য]
    প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। আলেয়া।
  3. ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী [তথ্য]
    প্রথম অঙ্ক। তৃতীয় দৃশ্য। আলেয়া।
  4. সখি শ্যামের স্মিরিতি [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।
  5. পথ হারা পাখি কেঁদে ফিরে একা [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।
  6. হায় পলাশী ! এঁকে দিলি তু [তথ্য]
    তৃতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন ১৯৩৮ (১৮ জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫) রেকর্ডে নজরুলের নতুন গান প্রকাশিত হয়েছিল ৮টি। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
     
  7. আমার আছে এ‌ই ক'খানি গান [তথ্য]
    টুইন। এফটি ১২৪৩৫। কুমারী গীতা বসু
  8. তুমি কি আসিবে না [তথ্য]
    এফটি ১২৪৩৫। কুমারী গীতা বসু
  9. কোন্ সে সুদূর অশোক-কাননে [তথ্য]
    এইচএমভি। জুন ১৯৩৮। এন ১৭০৮৪। শিল্পী: হিমাংশু দত্ত  
  10. জাঁগত সোওত আঁঠু জল  [তথ্য]
    এইচএমভি। জুন ১৯৩৮। এন ১৭০৮৬। শিল্পী: মাধুরী দে। সুর: নজরুল ইসলাম
  11. প্রেম নগরকা ঠিকানা করলে [তথ্য]
    এইচএমভি। জুন ১৯৩৮। এন ১৭০৮৬। শিল্পী: মাধুরী দে। সুর: নজরুল ইসলাম
  12. অনেক ছিল বলার [তথ্য]
    এইচএমভি। জুন ১৯৩৮। এন ১৭০৯৮। শিল্পী: আব্বাস উদ্দীন। সুর: নজরুল ইসলাম।
  13. নিশি-পবন নিশি-পবন  [তথ্য]
    এইচএমভি [জুন ১৯৩৮ খ্রিষ্টাব্দ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৫)
  14. বন-বিহঙ্গ যাও রে উড়ে [তথ্য]
    এইচএমভি। জুন ১৯৩৮। এন ১৭০৯৯। মৃণালকান্তি ঘোষ। সুর: গিরীন চক্রবর্তী
  15. মোর প্রিয়জনে হরণ করে [তথ্য]
    এইচএমভি। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়।

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুলাই ১৯৩৮ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) রেকর্ডে নজরুলের নতুন গান প্রকাশিত হয়েছিল ১১টি। এর ভিতরে একটি রেকর্ড বাতিল হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
  16. তুমি আমার চোখের বালি [তথ্য]
    টুইন। এফটি ১২৪৫০। কুঞ্জলাল সিংহ
  17. কৃষ্ণচূড়ার মুকুট পরে [তথ্য]
    টুইন। এফটি ১২৪৫০। কুঞ্জলাল সিংহ
  18. প্রভু সংসারেরি সোনার শিকল বেঁধো না [তথ্য]
    টুইন। এফটি ১২৪৫১। আব্দুল লতিফ
  19. দুঃখ অভাব শোক দিয়েছ [তথ্য]
    টুইন। এফটি ১২৪৫১। আব্দুল লতিফ
  20. নাচিছে মোট্‌কা নাচে পিলে-পটকা [তথ্য]
    টুইন। এফটি ১২৪৫২। গোপাল ভট্টাচার্য
  21. ও বাবা! তুর্কী-নাচন দিলে [তথ্য]
    টুইন। এফটি ১২৪৫২। গোপাল ভট্টাচার্য
  22. আমার মানস-বনে ফুটেছে রে [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৬২। শিল্পী: গিরীন চক্রবর্তী
  23. শ্যামা নামের লাগল আগুন [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৬২। শিল্পী: গিরীন চক্রবর্তী
  24. ও বাঁশের বাঁশি রে [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৬৩।  শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
  25. কালো জল ঢালিতে সই [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৬৩।  শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
  26. আজ সকালে সূর্য ওঠা সফল হ'ল মম [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৬৬। শিল্পী: শীলা সরকার।
  27. সন্ধ্যা হলো ঘর্‌কে চল [তথ্য]
    এইচএমভি। শিল্পী: গিরীন চক্রবর্তী। গানটি রেকর্ড করা হয়েছিল ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (বুবার ১১ শ্রাবণ ১৩৪৫)। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়টেস্ট কপি নম্বর: omc 10056।

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৩০ জুলাই ( শনিবার ১৪ শ্রাবণ ১৩৪৫), দেবদত্ত ফিলম্স প্রযোজিত, প্রাইমা ফিলমস লিমিটেড পরিবেশিত 'গোরা' নামক চলচ্চিত্র 'চিত্রা‌ নামক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। রবীন্দ্রনাথের গোর উপন্যাস অবলম্বনে এই ছবির পরিচালক ছিলেন নরেশ মিত্র। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। এই ছবিতে চারটি গানের ভিতরে ৩টি ছিল রবীন্দ্রনাথের রচিত গান। গান তিনটি হলো- সখি প্রতিদিনও হয়, ওহে সুন্দর মম গৃহে এবং  রোদন ভরা এ বসন্ত। বাকি ১টি গান ছিল নজরুলের রচিত।
                    [ প্রচার পুস্তিকা: গোরা]
  28. ঊষা এলো চুপি চুপি  [তথ্য]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫) মাসে রেকর্ডে নজরুলের নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।

    এইচএমভি থেকে নজরুলের রচিত হিন্দি রেকর্ড-নাটিকা 'জন্মাষ্টমী' প্রকাশিত হয়েছিল। এই নাটকের প্রতিটি গানই ছিল নতুন এই নাটকের গানগুলো হলো-

  29. আও আও স্যজনী [তথ্য]
    এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এন ১২৪৩৫। দেবদেবগণের স্তুতি]
  30. পতিত উধারণ জয় নারায়ণ [তথ্য]
    এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এন ১২৪৩৫। দেবদেবগণের স্তুতি]
  31. বৃজমে আজ স্যখি ধূম ম্যচাও [তথ্য]
     এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এন ১২৪৩৫। ব্রজবালাদের গীত]
  32. সো জা সো সো জা জাগ ন্যর নারী[তথ্য]
    এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। এন ১২৪৩৫। মায়ার গান]

    রেকর্ডে প্রকাশিত অন্যান্য নতুন গানগুলো ছিল-
  33. হে মাধব,হে মাধব,হে মাধব [তথ্য]
    এইচএমভি [আগষ্ট ১৯৩৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)। পি ১১৮২৭। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। সুর: নজরুল ইসলাম।]
  34. বিদেশী তরী এলো কোথা হতে [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৭০। কুমারী সাবিত্রী রাণী বসু
  35. বন-মল্লিকা ফুটিবে যখন [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৭০। কুমারী সাবিত্রী রাণী বসু
  36. গগনে খেলায় সাপ বরষা বেদিনী [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৭৮। গিরীন চক্রবর্তী, অসিত মুখোপাধ্যায়, চিত্ত রায়, রেবা সোম, পদ্মরাণী চট্টোপাধ্যায় ও অনিমা
  37. বরষা ঋতু এল এল বিজয়ীর সাজে [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৭৮। গিরীন চক্রবর্তী, অসিত মুখোপাধ্যায়, চিত্ত রায়, রেবা সোম, পদ্মরাণী চট্টোপাধ্যায় ও অনিমা মুখোপাধ্যায়
  38. ও মা ত্রিনয়নী! সেই চোখ দে [তথ্য]
    টুইন। এফটি ১২৪৮৮। নারায়ণ দাস বসু
  39. মা! আমি তোর অন্ধ ছেলে [তথ্য]
    টুইন। এফটি ১২৪৮৮। নারায়ণ দাস বসু
  40. আবার শ্রাবণ এলো ফিরে [তথ্য]
    টুইন। এফটি ১২৪৯০। বীণা দত্ত ও ভক্তিরঞ্জন রায়
  41. আজি পিয়াল ডালে বাঁধো বাঁধো  [তথ্য]
    টুইন। এফটি ১২৪৯০। বীণা দত্ত ও ভক্তিরঞ্জন রায়
  42. আমিনার কোলে নাচে হেলে দুলে [তথ্য] [শ্রবণ নমুনা]
    টুইন। এফটি ১২৪৯৫। এ এম সিরাজুর রহমান
  43. মদিনায় যাবি কে আয় আয় [তথ্য]  [শ্রবণ নমুনা]
    টুইন। এফটি ১২৪৯৫। এ এম সিরাজুর রহমান
  44. সপ্ত-সিন্ধু ভরি' গীত-লহরি [তথ্য]
    টুইন। শিল্পী: কুমারী অলকা ঘোষ। সুর: নিতাই ঘটক। রেকর্ডটি বাতিল হয়

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫) মাসে রেকর্ডে নজরুলের নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  45. আমি হব মাটির বুকে ফুল [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৮। এফটি ১২৫৩০। কুমারী কল্যাণী চট্টপাধ্যায়
  46. কে বলে গো তুমি আমার নাই [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৮। এফটি ১২৫৩০। কুমারী কল্যাণী চট্টপাধ্যায়
  47. কে হেলে দুলে চলে (ও কে হেলেদুলে চলে) [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৮। এফটি ১২৫৩২। মিস রাধারাণী
  48. নতুন খেজুর রস এনেছি [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৮। এফটি ১২৫৩২। মিস রাধারাণী
  49. দূর আরবের স্বপন দেখি  [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৮। এফটি ১২৫৩৫। শিল্পী: মনু মিঞা (কে মল্লিক)
  50. ওরে ও-মদিনা বলতে পারিস  [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৮। এফটি ১২৫৩৫। শিল্পী: মনু মিঞা (কে মল্লিক)
  51. আমার কালো মেয়ে রাগ করেছে [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৮৩। মৃণালকান্তি ঘোষ। সুর: কমল দাশগুপ্ত
  52. ওরে সর্বনাশী মেখে এলি [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৮৩। মৃণালকান্তি ঘোষ। সুর: কমল দাশগুপ্ত
  53. ও বন্ধু! দেখ্‌লে তোমায় বুকের মাঝে [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৮৫। পদ্মরাণী চট্টোপাধ্যায়
  54. নিশির নিশুতি যেন [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৮৫। পদ্মরাণী চট্টোপাধ্যায়
  55. মেঘ-মেদুর বরষায় কোথা তুমি [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৯০। কুমারী দীপালি তালুকদার
  56. তোর মেয়ে যদি থাকতো উমা [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৯২। কে মল্লিক
  57. বরষা ঐ এলো বরষা [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৯২। কে মল্লিক
  58. রুম্‌ ঝুম্‌ ঝুম্‌ঝুম্‌ নূপুর বোলে  [তথ্য]
    এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৯৩। শিল্পী: দীপালি তালুকদার।
  59. লাম্‌পম্‌ লাম্‌পম্‌ লাম্‌ পম্‌ পম্‌ পম্ [তথ্য]
    এইচএমভি।  সেপ্টেম্বর ১৯৩৮। এন ১৭১৯৪।  রঞ্জিত রায়
  60. তুমি নামো হে নামো (ওহে শ্যামো হে শ্যামো)  [তথ্য]
    এইচএমভি। এন ১৭১৯৪। শিল্পী: রঞ্জিত রায়। সুর: নজরুল ইসলাম]

    উল্লেখ্য, ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল- 'কলির কেষ্ট' নামক সংলাপযুক্ত কৌতুক গানের ১টি রেকর্ড।
     
  61. বনের তাপস কুমারী আমি গো  [তথ্য]
    এইচএমভি । শিল্পী: প্রতিমা গুপ্ত। সুর: নজরুল ইসলাম। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়।
  62. মোরা বিহান বেলা উঠে রে ভাই  [তথ্য]
    টুইন। শিল্পী: গিরীন চক্রবর্তী। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়।
  63. বেদনার বেদীতলে পেতেছি আসন [তথ্য]
    টুইন। শিল্পী: অলোকা ঘোষ। রেকর্ডটি বাতিল হয়ে যায়]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ সেপ্টেম্বর (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে যে সকল নতুন গানের উল্লেখ ছিল তার তালিকা নিচে দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৪ মাস।
  64. চাঁদনী রাতে [তথ্য]
  65. বাঁধিস যদি মোরে [তথ্য]
  66. বোলে দে প্রভুকে প্যারে [তথ্য]
  67. ভাওয়া সাগর মে বেহাতি  [তথ্য]
  68. শ্যাম সুন্দর কা দরশন [তথ্য]
  69. হরি হরি,হর হর [তথ্য]

    ১৩৪৫ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর- অক্টোবর ১৯৩৮) মাসে সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা পত্রিকায় ১টি নতুন গান প্রাকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৪ মাস।
     
  70. চম্পা বনে বেণু বাজ [তথ্য]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫) মাসে রেকর্ডে নজরুলের নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৪ মাস।
     
  71. যত নাহি পাই দেবতা দেবতা তোমায়  [তথ্য]
    টুইন। এফটি ১২৫৭৬। রমলা মজুমদার
  72. নীল কবুতর লয়ে নবীর দুলালী মেয়ে খেলে মদিনায়  [তথ্য]
    টুইন। এফটি ১২৫৮০। শিল্পী: আব্দুল লতিফ
  73. মরুর ধূলি উঠল রেঙে [তথ্য]
    টুইন। এফটি ১২৫৮০। শিল্পী: আব্দুল লতিফ
  74. মালা গাঁথা শেষ না হতে [তথ্য]
    এইচএমভি। এন ১৭২০২।  বিভারাণী চক্রবর্তী
  75. সাঁঝের আঁচলে রহিল হে [তথ্য]
    এইচএমভি। এন ১৭২০২।  বিভারাণী চক্রবর্তী
  76. ওরে ভবের তাঁতি [তথ্য]
    এইচএমভি।  এন ১৭২০৩।  হরিদাস বন্দ্যোপাধ্যায়
  77. ঠাকুর তেমনি আমি বাঘা তেঁতুল [তথ্য]
    এইচএমভি। এন ১৭২০৩।  হরিদাস বন্দ্যোপাধ্যায়
  78. কানে আজো বাজে আমার [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৮। এন ১৭২০৪। মিস প্রমোদাা
  79. যখন আমার কুসুম ঝরার বেলা [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৮। এন ১৭২০৪। মিস প্রমোদা
  80. শ্রীকৃষ্ণ মুরারী গদাপদ্মধারী [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৮। এন ১৭২০৫। শিল্পী রত্নমালা সেন

    ১৯৩৮খ্রিষ্টাব্দের নভেম্বর ১৯৩৮ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫) মাসে রেকর্ডে নজরুলের নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৫ মাস।
     
  81. নামাজ পড় রোজা রাখ, কল্‌মা পড় ভাই [তথ্য]
    টুইন। এফটি ১২৫৭৯। আশরাফ আলী
  82. সকাল হল শোন রে আজান [তথ্য]
    টুইন। এফটি ১২৫৭৯। আশরাফ আলী

    সিরাজদ্দৌল্লা (রেকর্ড নাটক)
    এই মাসে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদ্দৌলা নাটকের রেকর্ড প্রকাশ করেছিল এইচএমভি রেকর্ড কোম্পানি। উল্লেখ্য, ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৯ জুন (মঙ্গলবার, ১৫আষাঢ় ১৩৪৪), শচীন সেনগুপ্তের রচিত সিরাজদ্দৌলা নাটক নাট্যনিকেতনে মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে ব্যবহৃত হয়েছিল নজরুলের রচিত ৫টি গান। নাটকটি রেকর্ড প্রকাশের সময় রেকর্ডে 'ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী' গানটি বাদ দেওয়া হয়েছিল। এর পরিবর্তে 'কেন প্রেম যমুনা' এবং 'একুল ভাঙে ওকুল গড়ে' গানটি যুক্ত করা হয়েছিল।
     
  83. কেন প্রেম-যমুনা আজি হলো অধীর [তথ্য]
    এইচএমভি। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা।
  84. এ কূল ভাঙে ও কূল গড়ে [তথ্য] ।
    এন ১৭২১২। ত্রয়োদশ ও চতুর্দশ খণ্ড।শিল্পী: মৃণালকান্তি ঘোষ।

    ভারতবর্ষ পত্রিকার কার্তিক ১৩৪৫ (অক্টোবর- নভেম্বর ১৯৩৪) সংখ্যায় একটি নতুন গান জগৎ ঘটককৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। গানটি হলো-
  85. মোর না মিটিতে আশা [তথ্য]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫) মাসে রেকর্ডে নজরুলের নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৬ মাস।

  86. তৌহিদেরি মুর্শিদ আমার [তথ্য]
    টুইন। এফটি ১২৬৩৩। আব্বাস উদ্দীন আহমদ
  87. আমি সূর্যমুখী ফুলের মত [তথ্য]
    এইচএমভি। এন ১৭২২৬। কুমারী রেণুকা রায়
  88. এ কোন্‌ মায়ায় ফেলিলে আমায় [তথ্য]
    এইচএমভি। এন ১৭২২৬। কুমারী রেণুকা রায়
  89. (মা) খড়ক নিয়ে মাতিস রণে [তথ্য]
    এইচএমভি। এন ১৭২২৭। কুমারী রেণুকা রায়
  90. জয় নারায়ণ অনন্ত রূপধারী  [তথ্য]
    এইচএমভি। এন ১৭২২৮। ললিতমোহন মুখোপাধ্যায়
  91. হে প্রবল দর্পহারী [তথ্য]
    এইচএমভি। এন ১৭২২৮। ললিতমোহন মুখোপাধ্যায়

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি ১৯৩৮ (পৌষ-মাঘ ১৩৪৫) মাসে রেকর্ডে নজরুলের নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস।
  92. আয় নেচে নেচে আয় রে বুকে [তথ্য]
    টুইন। এফটি ৪৭৪৮। আশুতোষ মুখোপাধ্যায়।
  93. জাগো জাগো গোপাল  [তথ্য]
    টুইন। এফটি ৪৭৪৮। আশুতোষ মুখোপাধ্যায়।
  94. জাগো জাগো গোপাল  [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৩৬। শীলা সরকার
  95. ভক্ত নরের কাছে হে নারায়ণ [তথ্য]
    এইচএমভি। নম্বর: ১২৬৬৯। শিল্পী: শোভারাণী দে। সুর: সুখময় গাঙ্গুলী]

    ১৯৩৯ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি মহেন্দ্রগুপ্তের রচিত নাটক 'রুক্সিনী মিলন'-এর রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৭ মাস। এই নাটকে ব্যবহৃত হয়েছিল নতুন গানগুলো ছিল-
     
  96. হে কৃষ্ণ চাঁদ দাসীর হৃদয় [তথ্য]
    এন ১৭২৩৯। চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]
  97. আরো কত দূর [তথ্য]
    এন ১৭২৩৯। চরিত্র: রুক্মিণী। শিল্পী: সরযুবালা]
  98. দ্বারকায় সাগর তীর হতে সই [তথ্য]
    এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী'র। সহচরীদের গান]
  99. নমো যাদব নমো মাধব নমো  [তথ্য]
    এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী'র। সহচরীদের গান]
  100. তুমি কি পাষাণ বিগ্রহ  [তথ্য]
    এন ১৭২৪১। চরিত্র: রুক্মিণী'র। সহচরীদের গান]
  101. যুগল মুরতি দেখে জুড়ালো আঁখি [তথ্য]
    এন ১৭২৪২। চরিত্র: রুক্মিণী'র। সহচরীদের গান]

    ১৩৪৫ বঙ্গাব্দের কার্তিক (অক্টোবর- নভেম্বর ১৯৩৪) নাসে 'নয়া জামানা' ও 'ভারতবর্ষ' পত্রিকা দুটি নতুন প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৮ মাস। গান দুটি হলো-
  102. মোরা চাষ করি এই মাঠের বুকে [তথ্য]
    নয়া জামানা। মাঘ ১৩৪৫ বঙ্গাব্দ
  103. সন্ধ্যামালতী যবে ফুল বনে ঝুরে [তথ্য]
     ভারতবর্ষ ।  মাঘ ১৩৪৫ বঙ্গাব্দ

    ১৯৩৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৫) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গান এই সময় নজরুলের বয়স ছিল ৩৯
     বৎসর ৮ মাস।
  104. জানি জানি তুমি আসিবে ফিরে [তথ্য]
    টুইন। এফটি ১২৭০৯। নিলীমা চৌধুরী (স্বর্ণ)
  105. প্রিয় কোথায় তুমি কোন্ গহনে  [তথ্য]
    টুইন। এফটি ১২৭০৯। নিলীমা চৌধুরী (স্বর্ণ)
  106. কোথায় গেলে পেঁচা-মুখ [তথ্য] শিরোনাম: দাম্পত্য কলহ।
    টুইন। এফটি ১২৭১০। শিল্পী রাধারাণী ও গোপাল ভট্টাচার্য
  107. আল্লাহ্‌ রসুল জপের গুণে [তথ্য]
    টুইন।  এফটি ১২৭১৬। আব্দুল লতিফ
  108. আল্লাহ্‌ রসুল বোল্‌ রে মন [তথ্য]
    টুইন।  এফটি ১২৭১৬। আব্দুল লতিফ
  109. লায়লী তোমার এসেছে ফিরিয়া [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৫৪। আব্বাসউদ্দীন আহমদ
  110. লায়লী ! লায়লী ! ভাঙিয়ো না ধ্যান [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৫৪। আব্বাসউদ্দীন আহমদ

    শ্রীশ্রী চৈতন্য (লীলা কীর্তন। শ্রীচৈতন্যদেবের জন্মোৎসব উপলক্ষে প্রচারিত) ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৫ মার্চ (রবিবার ২১ ফাল্গুন ১৩৪৫), সকাল ৮টা থেকে ১০.৫ টা পর্যন্ত কলকাতা বেতারে প্রচারিত হয়েছিল। অনুষ্ঠানটির সমন্বয়ক ছিলেন মনোরঞ্জন সেন, সুরেন সেন এবং রণজিৎ গুহ। যন্ত্রী সংঘের বাদিত আরতি-সঙ্গীতের সমন্বয়ক ছিলেন এসএল দাস। সঙ্গীত পরিচালক ছিলেন নিতাই ঘটক ও কালিদাস গাঙ্গুলী। ঘটনাভিত্তিক সঙ্গীতে ছিলেন- সুশীল সরকার, সন্তোষ চন্দ্র, অমৃতা বন্দ্যোপাধ্যায় এবং বীরেন কুণ্ডু।

    এই অনুষ্ঠানে নজরুলের রচিত মোট ৬টি গান প্রচারিত হয়েছিল। এর ভিতরে ২টি গান ছিল নতুন। এই অনুষ্ঠানের গানগুলো হলো-

  111. নাটুয়া ঠমকে যায় রহিয়া রহিয়া চায় [তথ্য] [নতুন গান]
  112. নিঠুর কপট সন্ন্যাসী [তথ্য]

    ১৯৩৯ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯
     বৎসর ৯ মাস।

  113. ডাল মেল পত্র মেল, ওরে তরুলতা [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬০। পারুল সেন
  114. সখি নাম ধরে কে ডাকে দুয়ারে [তথ্য]
    এইচএমভি [মার্চ ১৯৩৯ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫)
  115. সে ধীরে ধীরে আসি [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬১। দীপালি তালুকদার
  116. নিরজনে ফুল বন, এসো প্রিয়া [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬১। দীপালি তালুকদার
  117. ওলো ননদিনী বল [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬২। কে মল্লিক
  118. অমন করে হাসিসনে (তুই পোড়ার মুখে) [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬২। কে মল্লিক
  119. দীন দরিদ্র কাঙাল তরে [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬৪। আব্দুল গফুর
  120. পাঠাও বেহেশ্‌ত্‌ হতে [তথ্য]
    এইচএমভি। এন ১৭২৬৪। আব্দুল গফুর
  121. এই সুন্দর ফুল সুন্দর ফল [তথ্য]
    টুইন। মার্চ ১৯৩৯। এফটি ১২৭৩৭। আব্বাস উদ্দিন
  122. নীল আসমানের কোরান (জরীন হরফে লেখা) [তথ্য]
    টুইন। মার্চ ১৯৩৯। এফটি ১২৭৩৭। আব্বাস উদ্দিন

    ১৯৩৯ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৫-বৈশাখ ১৩৪৬) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১০ মাস।
     
  123. ওরে রাখাল ছেলে [তথ্য]
    এইচএমভি। এপ্রিল, ১৯৩৯। এন ১৭২৭৫। মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম
  124. নন্দদুলাল নাচে নাচে রে [তথ্য]
    এইচএমভি। এপ্রিল, ১৯৩৯। এন ১৭২৭৫। মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম
  125. কন্যার পায়ের নূপুর বাজে রে [তথ্য]
    এইচএমভি। এপ্রিল, ১৯৩৯। এন ১৭২৮৩।  শিল্পী: মাধুরী দে
  126. বৈচী মালা রইল গাঁথা [তথ্য]
    এইচএমভি। এপ্রিল, ১৯৩৯। এন ১৭২৮৩।  শিল্পী: মাধুরী দে
  127. আমার হৃদয়-শামাদানে [তথ্য]
    টুইন। এফটি ১৭২৬৯। শিল্পী: সিরাজুর রহমান
  128. কাবার জিয়ারতে তুমি কে যাও[তথ্য
    টুইন। এফটি ১৭২৬৯। শিল্পী: সিরাজুর রহমান


  129. ১৯৩৯ খ্রিষ্টাব্দের মে (চৈত্র ১৩৪৫-বৈশাখ ১৩৪৬) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১১ মাস।
     
  130. আল্লাহ থাকেন দূর আকাশে [তথ্য]
    টুইন। এফটি ১২৮০৯। শিল্পী: আব্দুল লতিফ
  131. যে রসুল বলতে নয়ন ঝরে [তথ্য]
    টুইন। এফটি ১২৮০৯। শিল্পী: আব্দুল লতিফ

    ১৯৩৯ খ্রিষ্টাব্দের মে ১৯৩৯ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৬)  মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে 'পুরানো বলদ নতুন বৌ' নামক একটি শ্রুতি নাটকের রেকর্ডে প্রকাশিত হয়েছিল। রেকর্ড নম্বর এন ১৭২৬৮।
  132. কাজলা বিলের শাপলা তুইলা  [তথ্য]
  133. তোরে খাইবার দিব ছানি [তথ্য]
  134. তোর যত শরম লাগে রে বউ [তথ্য]
  135. বাপের বাড়ীর থনে নতুন বউ  [তথ্য]

    উল্লিখিত নাটকটি ছাড়া, এইচএমভি থেকে রেকর্ডে নজরুলের আরও একটি গান প্রকাশিত হয়েছিল। গানটি হলো-
     
  136. সখি সেই ত পুষ্প-শোভিতা [তথ্য]
    এইচএমভি। এপ্রিল, ১৯৩৯। এন ১৭২৮৪।  শিল্পী: বীণাপাণি দেবী