৩৫ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৩৫ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪১ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল  ১০ জ্যৈষ্ঠ ১৩৪২ বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩৫ খ্রিষ্টাব্দ)


এই বছরে রচিত নতুন গান ছিল ১৩৯টি। ৩৫ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ৯৬টি। ২৫-৩১ মে ১৯৩৪ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪১) মে মাসের শেষ কয়েকদিনে নজরুলের কোনো নতুন রচনা প্রকাশিত হয় নি। একটি গান প্রকাশিত হয়েছিল মধুচক্র পত্রিকার ১৩৪১ সংখ্যায়। গানটি হলো-

  1. একদা তুমি আগা দৌড় কে ভাগা  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: ছোটদের মধুচক্র,  জ্যৈষ্ঠ ১৩৪১ (মে-জুন ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৫ বৎসর ১ মাস।

    ১৩৪১ বঙ্গাব্দের আষাঢ় মাসে (জুন ১৯৩৪) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
     
  2. না-ই পরিলে নোটন খোঁপায় [তথ্য]
    প্রথম প্রকাশ:
    মোহাম্মদী [আষাঢ় ১৩৪১ (জুন-জুলাই ১৯৩৪ খ্রিষ্টাব্দ)]
  3. আমি প্রভাতী তারা পূর্বাচলে  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। আষাঢ় ১৩৪১ (জুন-জুলাই ১৯৩৪)
  4. ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা [তথ্য]
    প্রথম প্রকাশ:
    পূর্বাচল। আষাঢ় ১৩৪১ বঙ্গাব্দ (জুন-জুলাই ১৯৩৪)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১) মাসে বিভিন্ন রেকর্ডে প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।

  5. যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে [তথ্য]
    প্রথম প্রকাশ: টুইন।
    জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)
  6. হের আহিরিণী মানস-গঙ্গা দুকূল পাথার  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)
  7. ঐ শ্যাম মুরলী বাজায় [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)
  8. অকূল তুফানে নাইয়া কর পার  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)
  9. এসেছি তব দ্বারে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুন ১৯৩৪ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৫ জুন (শুক্রবার, ৩২ জ্যৈষ্ঠ ১৩৪১) শান্তিপুর নিবাসী খান বাহাদুর মোহাম্মদ আজিজুল হক শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এই কারণে তাঁকে একটি সম্বর্ধনা দেওয়া হয়, ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২২শে জুলাই (শুক্রবার, ৭ আষাঢ় ১৩৪১)। এই অনুষ্ঠানে নজরুল আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দেন। এই অনুষ্ঠান উপলক্ষের রচিত একটি গান তিনি স্বকণ্ঠে পরিবেশন করেছিলেন। গানটি হলো-
  10. শুধু নদীয়ার নহ তুমি [তথ্য]
    নজরুলের বয়স: ৩৫ বৎসর ১ মাস

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪১) মাসে  বিভিন্ন রেকর্ডে প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।

  11. পোড়া দেশের পায়ে নমস্কার [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)
  12. সোনার হিন্দোলে কিশোর-কিশোরী [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)
  13. এলো শ্যামল কিশোর [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)
  14. অম্বরে মেঘ-মৃদঙ্ বাজে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)
  15. তরুণ অশান্ত কে বিরহী [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)
  16. বরষা ঐ এলো বরষা [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৭ আগষ্ট (মঙ্গলবার ২২ শ্রাবণ ১৩৪২) রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তি তালিকায় এই গানটি ছিল-
     
  17.  কাজরী গাহিয়া চল (কাজরী গাহিয়া এসো) [তথ্য]
    নজরুলের বয়স:
    ৩৫ বৎসর ২ মাস

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুলাই  (শ্রাবণ-ভাদ্র ১৩৪১) মাসে বিভিন্ন রেকর্ডে প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ২ মাস।
     
  18. ওগো ফুলের মতন ফুল্ল মুখে (ফুলের মতন) [তথ্য]
    প্রথম প্রকাশ:
    টুইন। আগস্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)
  19. তরুণ-তমাল-বরণ এসো শ্যামল  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি  [আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)।
  20. জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী, জাগো শ্রীকৃষ্ণ  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি  [আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)।
  21. লুকোচুরি খেলতে হরি [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি  [আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)।
  22. এখনো মেটেনি আশা [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি  [আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)।
  23. তুই কে ছিলি তাই বল
    প্রথম প্রকাশ:
    এইচএমভি  [আগষ্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)।

    ১৩৪১ বঙ্গাব্দের ভাদ্র মাসে (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৩ মাস।
     
  24. বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    মোহাম্মদী [ভাদ্র ১৩৪১ বঙ্গাব্দ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)
  25. আজ নিশীথে অভিসার [তথ্য]
    প্রথম প্রকাশ:
    সবুজ বাংলা। ভাদ্র ১৩৪১ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)
  26. আঁধার রাতের তিমির দুলে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    ছায়াবীথি। ভাদ্র ১৩৪১ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের আগষ্ট  (ভাদ্র-আশ্বিন ১৩৪১) মাসে বিভিন্ন রেকর্ডে প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৩ মাস।
  27. আনন্দ রে আনন্দ [তথ্য
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  28. মা এসেছে মা এসেছে  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  29. আজকে হইব মোর বিয়া [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  30. আদায় আর কাঁচকলায় মিলন [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  31. এই আমাদের বাংলাদেশ [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  32. জয় হে জনগণ-অধিপতি [তথ্য]
    প্রথম প্রকাশ: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  33. জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  34. ভয় নাই ভয় নাই হে বিজয়ী [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)
  35. ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)। পরে রেকর্ডটি বাতিল হয়েছিল

    ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
  36. আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি [তথ্য]
    প্রথম প্রকাশ:
    মোহাম্মদী। আশ্বিন ১৩৪১ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪)
  37. মৌন আরতি তব বাজে নিশিদিন [তথ্য]
    প্রথম প্রকাশ:
    সঙ্গীতবিজ্ঞান পত্রিকা। আশ্বিন ১৩৪১ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪)
  38. দিনগুলি মোর পদ্মেরি দল [তথ্য]
    প্রথম প্রকাশ:
    পূর্বাচল। আশ্বিন ১৩৪১ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের  (আশ্বিন ১৩৪১), নজরুলের দশম সঙ্গীত-সংকলন 'গানের মালা' প্রকাশিত হয়েছিল। প্রকাশক: গোবিন্দপদ ভট্টাচার্য। গুরুদাস চট্টোপাধ্যায়। এ্যান্ড সন্স, ২০৩/১/১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস ২০৩/১/১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা থেকে শ্রীগোবিন্দচন্দ্র ভট্টাচার্য দ্বারা আর্ট কাগজে সবুজাভ রেখাচিত্রের ভিত্তির উপর মুদ্রিত। পৃষ্ঠা: ৪+৯৬। দাম: দেড় টাকা। নজরুল-সঙ্গীতের একটি সংকলন। এই গ্রন্থের মোট গানের সংখ্যা ৯৫টি।

    উল্লেখ্য, এই গ্রন্থে নতুন গান হিসেবে অন্তর্ভুক্ত  কোনোটিরই রচনাকাল পাওয়া যায় না। প্রকাশের সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস। এই গ্রন্থে প্রকাশিত নতুন গানগুলো হলো-
  39. আঁখি তোলা দানো করুণা [তথ্য]
  40. আগের মত আমের ডালে [তথ্য]
  41. আধখানা চাঁদ হাসিছে আকাশে  [তথ্য]
  42. উত্তরীয় লুটায় আমার  [তথ্য]
  43. এলো ঐ বনান্তে পাগল বসন্ত  [তথ্য]
  44. এসো কল্যাণী চির-আয়ুষ্মতী [তথ্য]
  45. ও কালো বউ! যেয়ো না আর [তথ্য]
  46. ওরে ও-স্রোতের ফুল  [তথ্যয]
  47. কার মঞ্জির রিনিঝিনি বাজে [তথ্য]
  48. কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি  [তথ্য]
  49. কে পরালো মণ্ডু-মালা [তথ্য]
  50. কোয়েলা কুহু কুহু ডাকে  [তথ্য]
  51. খর রৌদ্রের হোমানল জ্বালি [তথ্য]
  52. চম্পা পারুল যূথী টগর চামেলা [তথ্য]
  53. জননী মোর জন্মভূমি  [তথ্য]
  54. ঝরা ফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী [তথ্য]
  55. ঝরে বারি গগনে ঝুরু ঝুরু [তথ্য]
  56. তব যাবার বেলা বলে যাও [তথ্য]
  57. তোমার হাতের সোনার রাখী [তথ্য]
  58. তোর রূপে সই গাহন ক'রে [তথ্য]
  59. দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ [তথ্য]
  60. দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি [তথ্য]
  61. দোলে প্রাণের কোলে [তথ্য]
  62. নাচে নাচে রে মোর কালো মেয়ে  [তথ্য]
  63. নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই [তথ্য]
  64. নিশি না পোহাতে যেয়ো না [তথ্য]
  65. প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই [তথ্য]
  66. ফিরে ফিরে কেন তারই স্মৃতি  [তথ্য]
  67. বকুল বনের পাখি  [তথ্য]
  68. বনে মোর ফুল ঝরার বেলা [তথ্য]
  69. বল্লরী-ভুজ-বন্ধন খোলো [তথ্য]
  70. বাদল-মেঘের মাদল তালে [তথ্য]
  71. মনের রঙ লেগেছে [তথ্য]
  72. মদির স্বপনে মম বন -ভবনে [তথ্য]
  73. মম আগমনে বাজে আগমনীর সানাই  [তথ্য]
  74. মহাকালের কোলে এসে  [তথ্য]
  75. মিলন রাতের মালা হব [তথ্য]
  76. মুঠি মুঠি আবীর ও কে কাননে ছড়ায় [তথ্য]
  77. মেঘ-মেদুর গগন কাঁদে হুতাস পবন [তথ্য]
  78. মোর বুক ভরা ছিল আশা  [তথ্য]
  79. মোমের পুতুল মমীর দেশের মেয়ে [তথ্য]
  80. শ্মশান কালীর নাম শুনে রে [তথ্য]
  81. শ্যামা তন্বী আমি মেঘ-বরণা [তথ্য]
  82. সহসা কি গোল বাধালো [তথ্য]

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪১)  মাসে বিভিন্ন রেকর্ডে প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
  83. প্রিয়তম এস ফিরে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    টুইন [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)
  84. বনে যায় আনন্দ দুলাল [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)
  85. বাঁশী বাজাবে কবে আবার বাঁশরীওয়ালা [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)
  86. মৌন আরতি তব বাজে নিশিদিন [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)
  87. হে পার্থসারথী   [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)
  88. আমার খোকার মাসী [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)
  89. মট্‌কু মাইতি বাঁট্‌কুল রায় [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)

    ১৩৪১ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪) বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নজরুলের রচিত নতুন গানের তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৫ মাস।

  90. দোলা লাগিল দখিনার বনে বনে[তথ্য]
    প্রথম প্রকাশ:
    বেতার জগৎ [১ অক্টোবর ১৯৩৪ (সোমবার, ১৪ আশ্বিন ১৩৪১)
  91. আমার গানের মালা আমি করব কারে দান [তথ্য]
    প্রথম প্রকাশ:
    পূর্বাচল। কার্তিক ১৩৪১ (অক্টোবর-নভেম্বর ১৯৩৪)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর (শুক্রবার ৭ অগ্রহায়ণ ১৩৪১) নাট্যনিকেতন মঞ্চে মনোরঞ্জন ভট্টাচার্যের রচিত 'চক্রব্যূহ' নাটক মঞ্চস্থ হয়েছিল। এই নাটকের জন্য নজরুল ৭টি নতুন গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।এই গানগুলো হলো-
  92. জাগো ভূপতি শুভ্রজ্যোতি [তথ্য]
  93. কিশোরী মিলন বাঁশরি [তথ্য
  94. রাসমঞ্চে দোল-দোল লাগে রে [তথ্য]
  95. নম নারায়ণ অনন্তলীলা নমো [তথ্য]
  96. শোনালো শ্রবণে শ্যাম শ্যাম নাম [তথ্য]
  97. গাও দেহ মন শুক-শারি [তথ্য]
  98. বিধুর তব অধর-কোণে [তথ্য]

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১) মাসে প্রকাশিত রেকর্ডের গান । এই গানগুলোর রচনার তারিখ জানা যায় না। এই সময় নজরুলের বয়স ছিল- ৩৫ বৎসর ৬ মাস।
  99. মোরে রাখিস নে আর  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    টুইন। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  100. ও সে বাঁশরি বাজায় [তথ্য]
    প্রথম প্রকাশ:
    টুইন। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  101. অন্ধকারে দেখাও আলো। [তথ্য]
    প্রথম প্রকাশ:
    টুইন। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  102. লীলা রসিক শ্রীকৃষ্ণ লীলার আদি [তথ্য]
    প্রথম প্রকাশ:
    টুইন। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  103. বাঁশীতে সুর শুনিয়ে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  104. (ওরে) আজ ভারতের নব যাত্রাপথের [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  105. দে দোল্‌ দে দোল্‌ ওরে দে দোল্‌ দে দোল্‌ [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  106. দয়া ক'রে দয়াময়ী ফাঁসিয়ে দে এই ভুঁড়ি  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)
  107. শুক বলে মোর গোঁফের রূপে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। ডিসেম্বর ১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)

    ১৯৩৪ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে পত্রিকা এবং রেকর্ডে নজরুলের কোনো গান প্রকাশিত হয়নি। ডিসেম্বর মাসের শেষে দুটি গান প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস। গান দুটি হলো-
  108. ধর্মের পথে শহীদ যাহারা [তথ্য]
    প্রথম প্রকাশ:
    হানাফী । [১৫ই পৌষ, ১৩৪১ বঙ্গাব্দ (রবিবার, ৩০ ডিসেম্বর ১৯৩৪)]
  109. 'গুণে গরিমায় আমাদের নারী‌' [তথ্য]
    প্রথম প্রকাশ:
    ডিসেম্বর মাসের ৩১ তারিখে (সোমবার ১৬ পৌষ ১৩৪১), তুরস্কের নারী আন্দোলনের অন্যতম নেত্রী খালেদা এদিব হানুম কলকাতায় আসেন। তাঁর সম্বর্ধনায় কারমাইকেল হোস্টেলের ছাত্ররা এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান উপলক্ষে নজরুলের রচিত এই গানটি  পরিবেশিত হয়েছিল।

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১), রেকর্ডে কোম্পানির সাথে নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তির সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস। এই চুক্তিতে অন্তর্ভুক্ত নতুন গানগুলো ছিল-
  110. আলাপের যে ফুসরৎ নেই [তথ্য]
  111. আজি চৈতী হাওয়ার মাতন লাগে [তথ্য]
  112. চাও চাও চাও নববধূ অবগুণ্ঠন খোলো [তথ্য]
  113. কোন্‌ ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া [তথ্য]
  114. মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো [তথ্য]
  115. হার মানি ননদিনী [তথ্য]

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) টুইন রেকর্ডে কোম্পানির সাথে নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তির সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস। এই চুক্তিতে দুটি নতুন গান ছিল গান দুটি হলো-।
  116. ও গিন্নী বদন তোল একটু হানো  [তথ্য]
  117. নবনীত সুকোমল লাবনি তব শ্যাম  [তথ্য]
  118. লেংচে কেন চলছি আমি  [তথ্য]

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪১), এইচএএমভি বিয়েবাড়ি শিরোনামে (অপর নাম-প্রীতি উপহার) একটি রেকর্ড-নাটক প্রকাশ করেছিল। মূলত ৩টি রেকর্ডে এই নাটকটি প্রকাশিত হয়েছিল। এর রেকর্ড নম্বর ছিল -এন ৭৩২৬, এন ৭৩২৭, এন ৭৩২৮। এই ৩টি রেকর্ডে গান ছিল ৬টি। নাটকে এর ভিতরে ৪টি গান পূর্বেই চুক্তিবদ্ধ হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।অবশিষ্ট দুটি গান হলো- 
     
  119. শুনতিছ?ও বিন্দে ! ও কনে বাড়ির ঝি!  [তথ্য]
  120. মোরা ছিলাম একা আজ মিলিনু দুজনে।  [তথ্য]

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪১) মাসে রেকর্ডে প্রকাশিত হয়েছিল ৩টি নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
  121. ওগো প্রিয়তম তুমি চ'লে গেছ  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)।
  122. ও কে চলিছে বনপথে একা [গান-৩৪]  [তথ্য]
    প্রথম প্রকাশ:  
    টুইন [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)
  123. যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৪৪১)

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের মাঘ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫ খ্রিষ্টাব্দ) মাসে পত্রিকায় প্রকাশিত নতুন গান ছিল ১টি। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৮ মাস।
  124. জ্যোছনা-হসিত মাধবী  [তথ্য]
    প্রথম প্রকাশ:
    ছায়াবীথি। [মাঘ ১৩৪১ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫)]

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন ১৩৪১) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত বাসন্তিকা রেকর্ড নাটিকা প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৮  মাস। এই রেকর্ডে প্রকাশিত নতুন গানগুলো ছিল
  125. -
  126. এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো [তথ্য]
  127. অঞ্জলি লহো মোর [তথ্য]

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪১)  শৈলজানন্দ মুখোপাধ্যায় পরিচালিত ছায়াছবি পাতালপুরী মুক্তি পেয়েছিল। এই ছবিতে মোট ১৮টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে নজরুলের রচিত গান ছিল- ৮টি। উল্লেখ্য পাতালপুরী মুক্তির সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস। এই গানগুলো হলো- <
  128. ও শিকারী মারিস না তুই [টুমনির গান] [তথ্য]<
  129. ধীরে চল্ চরণ টলমল্ [কয়লাকুঠির কামিনদের গান।[তথ্য]<
  130. ফুল ফুটেছে কয়লা টবে [মুংরা ও বিলাসীর গান। [তথ্য]<
  131. দুখের সাথী গেলি চল [মাতাল সর্দারের গান। [তথ্য]<
  132. তালপুকুরে তুলছিল সে [মুংরার গান]। [তথ্য]<
  133. এলো খোঁপায় পরিয়ে দে [বিলাসীর গান]। [তথ্য]<
  134. আঁধার ঘরের আলো ও কালো  [বিলাসীর গান।[তথ্য]

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪১) রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা। উল্লেখ্য এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৯ মাস।<
  135. সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ [তথ্য]
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। এন ৭৩৪৫। জ্ঞান গোস্বামী

    ১৩৪১ বঙ্গাব্দের চৈত্র মাসে পত্রিকায় প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
  136. ও তুই উল্‌টা বুঝ্‌লি রাম [তথ্য]
    প্রথম প্রকাশ:
    নাগরিক। চৈত্র ১৩৪১
  137. তব চরণ-প্রান্তে মরণ-বেলায় [তথ্য]
    প্রথম প্রকাশ:
    ছায়াবীথি। চৈত্র ১৩৪১

    ১৯৩৫ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪১-বৈশাখ ১৩৪২) মাসে রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা। উল্লেখ্য এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
  138. ও কে উদাসী আমায় ডাকে  [তথ্য]

  139. প্রথম প্রকাশ: এইচএমভি। (চৈত্র ১৩৪১-বৈশাখ ১৩৪২) ।

    ১৩৪১ বঙ্গাব্দের চৈত্র মাসে পত্রিকায় প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।

  140. আমায় আঘাত যত হান্‌বি (আমায় দুঃখ যত) [তথ্য]
    প্রথম প্রকাশ:
    প্রবর্তক। বৈশাখ ১৩৪২ (এপ্রিল-মে ১৯৩৫)।

    ১-২৪ মে ১৯৩৫ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪২) এর ভিতরে পত্রিকায় প্রকাশিত নতুন গান
  141. তোমার দেওয়া ব্যথা সে যে [তথ্য]
    প্রথম প্রকাশ:
    পূর্বাচল [জ্যৈষ্ঠ ১৩৪২ (মে-জুন ১৯৩৫)]