৩৮ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৩৮ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪৪ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৫মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪৫ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৪শে মে ১৯৩৮ খ্রিষ্টাব্দ)



এই বছরে রচিত নতুন গান ছিল ১৭২টি। ৩৮ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫৩০টি।

২৫-৩১ মে ১৯৩৭ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪৪)
নজরুলের ৩৮ বৎসর অতিক্রান্ত বয়সের শুরুতে নতুন কোনো রচনার সন্ধান পাওয়া যায় না।

১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৪) মাসে রেকর্ডে প্রকাশিত নজরুলের রচিত গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস
  1. বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল [তথ্য]
    টুইন। এফটি ৪৯২২। ভক্তিরঞ্জন রায়
  2. এ কোন্‌ মধুর শরাব দিলে [তথ্য]
    টুইন। এফটি ৪৯২৭। আব্বাসউদ্দীন আহমদ
  3. খাতুনে-জান্নাত ফাতেমা জননী [তথ্য]
    টুইন। এফটি ৪৯২৭। আব্বাসউদ্দীন আহমদ
  4. তুমি আমায় যবে জাগাও গুণী [তথ্য]
    এইচএমভি। এন ৯৯০১। কুমারী রেণু বসু
  5.  মধুকর মঞ্জীর বাজে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯০১। কুমারী রেণু বসু
  6. ওগো মাগো আজো বেঁচে আছি [তথ্য]
    এইচএমভি। এন ৯৯০৩। জ্ঞানেন্দ্রনাথ ঘোষ
  7. ও কি ঈদের চাঁদ গো [তথ্য]
    এইচএমভি। এন ৯৯০৬। রাবেয়া খাতুন
  8. মদিনাতে এসেছে সই নবীন সওদাগর  [তথ্য]
    এইচএমভি। এন ৯৯০৬। রাবেয়া খাতুন
  9. তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি [তথ্য]
    এইচএমভি। এন ৯৯১৫। আভা সরকার
  10. নাইতে এসে ভাটির স্রোতে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯১৫। আভা সরকার


  11. এই মাসে বাতিলকৃত রেকর্ড
     
  12. সাঁঝের পাখিরা ফিরিল কুলায় [তথ্য]
    এইচএমভি। মাদার কাস্টিং- ওএমসি ৩৮৮৭। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। সুর : নজরুল ইসলাম। রেকর্ডটি বাতিল হয়েছিল।

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪) মাসে রেকর্ডে প্রকাশিত নজরুলের নতুন গানের তালিকা এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস
  13. আজি নতুন এ চাঁদের তিথিতে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২০। সীতা দেবী
  14. বাঁকা শ্যামল এলো বন-ভবনে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২০। সীতা দেবী
  15. আনো আনো অমৃত বারি [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৫। শীতল ঘোষ
  16. সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৫। শীতল ঘোষ
  17. তোমার নূরের রওশনী মাখা [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৬। রওশন আরা বেগম
  18. নিশিদিন জপে খোদা [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৬। রওশন আরা বেগম
  19. আজ বন-উপবন মে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৭। কুমারী আভা সরকার
  20. খেলত বায়ু ফুল বনমে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৭। কুমারী আভা সরকার
  21. চক্র সুদর্শন ছোড়কে মোহন [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৮। মড কস্টেলো
  22. তুম প্রেমকে হো ঘনশ্যাম (তুম হো আনন্দ ঘনশ্যাম) [তথ্য]
    এইচএমভি। এন ৯৯২৮। মড কস্টেলো

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪) মাসে বাতিলকৃত রেকর্ড
  23. হৃদয় চুরি করতে এসে [তথ্য]।
    এইচএমভি। শিল্পী মিস রাধারাণী। রেকর্ডটি বাতিল হয়েছিল।
  24. খেলে নন্দের আঙিঁনায় আনন্দ দুলাল [তথ্য]
    এইচএমভি। শিল্পী নীলমণি সিংহ। রেকর্ডটি বাতিল হয়েছিল।
  25. ব্রজ-কুমার গিরিধারী শ্যাম কিশোর [তথ্য]
    এইচএমভি। শিল্পী রাধারাণী। রেকর্ডটি বাতিল হয়েছিল।১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তির তালিকায় যে সকল নতুন গানের উল্লেখ পাওয়া যায়, সে গুলো হলো-
     
  26. এয়সন গড়বড় ঝালে ওয়ানা [তথ্য]
  27. তোমার মদন মোহন রূপেরই দোষ [তথ্য]
  28. প্রথম প্রদীপ জ্বালো  [তথ্য]
  29. বন মে শুন স্যাখিরি পিয়া পিয়া বোলে বাঁশুরিয়া [তথ্য]
  30. বজ্রপুর-চন্দ্র পরমসুন্দর [তথ্য]
  31. শ্যাম নাম তু জপলে মনুয়া  [তথ্য]
  32. শ্যাম সুন্দর হে [তথ্য]
  33. সাপ খেলাওঁ তোম্‌রি [তথ্য]

    বিভিন্ন পত্রিকার 'শ্রাবণ ১৩৪৪ (জুলাই-আগষ্ট ১৯৩৭) সংখ্যায় প্রকাশিত নতুন গান ছিল ১টি।
  34. তুমি আমার সকাল বেলার সুর  [তথ্য]
    সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা। শ্রাবণ ১৩৪৪

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৮ আগষ্ট শরদিন্দু বন্দ্যোপাধায়ের রচিত 'বন্ধু‌' নাটক মঞ্চস্থ হয়েছিল। এই নাটকের সঙ্গীত পরিচালনায় ছিলেন কৃষ্ণচন্দ্র দে কাজী নজরুল ইসলাম

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট সে (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪), রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা। ‌এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ২ মাস।
     
  35. হে মদিনার বুলবুলি গো  [তথ্য]

  36. টুইন। আগষ্ট ১৯৩৭। এফটি ১২০৪৬। শিল্পী: আব্দুল লতিফ। সুর: সুবল দাশগুপ্ত
  37. রাঙা পিরহান পরে শিশু নবী [তথ্য]
    টুইন। আগষ্ট ১৯৩৭। এফটি ১২০৪৬। শিল্পী: আব্দুল লতিফ। সুর: সুবল দাশগুপ্ত
  38. ব্রজ-দুলাল ঘন শ্যাম [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩০। বীণাপাণি দেবী। সুর: হিমাংশু দত্ত
  39. দোলে ঝুলন দোলায় (ঝুলন দোলায় দোলে) [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩০। বীণাপাণি দেবী। সুর: হিমাংশু দত্ত
  40. মম বন ভবনে ঝুলন-দোলনা দে দুলায়ে [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৪। শিল্পী: মানিকমালা। সুরকার: নজরুল ইসলাম
  41. দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৪। শিল্পী: মানিকমালা। সুরকার: নজরুল ইসলাম
  42. খেলে চঞ্চলা বরষা বালিকা [তথ্য]

  43. এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৫। শিল্পী: কুমারী পারুল সেন
  44. ঝিলের জলে কে ভাসালো [তথ্য] [
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৫। শিল্পী: কুমারী পারুল সেন
  45. ও মা নির্গুনের প্রসাদ দিতে  [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৮। সুধীর দত্ত
  46. আমার মুক্তি নিয়ে (মাগো আমার মুক্তি নিয়ে) [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৮। সুধীর দত্ত
  47. তোরা যারে এখনি হালিমার কাছে [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৯। শিল্পী: পরীবানু। সুর কমলদাশ গুপ্ত
  48. ওগো আমিনা তোমার দুলালে আনিয়া [তথ্য]
    এইচএমভি। আগষ্ট ১৯৩৭। এন ৯৯৩৯। শিল্পী: পরীবানু। সুর কমলদাশ গুপ্ত

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৪) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা। ‌এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৩ মাস।
     
  49. ওরে আয় অশুচি আয়রে পতিত [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৬। বাংলার ছেলেমেয়ে
  50. প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৬। বাংলার ছেলেমেয়ে
  51. কেঁদো না কেঁদো না মাগো  [তথ্য
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৭। যূথিকা রায়
  52. মায়ের চেয়েও শান্তিময়ী [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৭। যূথিকা রায়
  53. রাধা-তুলসী প্রেম-পিয়াসি  [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৪। খগেন্দ্রনাথ চক্রবর্তী (বাঞ্ছা বাবু)।
  54. শ্রীকৃষ্ণ রূপের করো ধ্যান [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৪। খগেন্দ্রনাথ চক্রবর্তী (বাঞ্ছা বাবু)।
  55. তুমি কি নিশীথ চাঁদ [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৫। গ্রামোফোন ক্লাব [গিরীন চক্রবর্তী ও হরিমতি]
  56. ফুল বীথি এলে অতিথি [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৫। গ্রামোফোন ক্লাব [গিরীন চক্রবর্তী ও হরিমতি]
  57. কল্‌মা শাহাদতে আছে খোদার জ্যোতি [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৬।  মহম্মদ কাসেম
  58. দূর আজানের মধুর ধ্বনি বাজে [তথ্য]
    এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৬।  মহম্মদ কাসেম
  59. অনাদরে স্বামী পড়ে আছি আমি [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২০৯৭। শিল্পী: মোহনলাল সুকুল (শুল্কা)। সুর: সুবল দাশগুপ্ত
  60. প্রভু তোমারে খুঁজিয়া মরি ঘুরে ঘুরে বৃথা দূরে চেয়ে থাকি  [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২০৯৭। শিল্পী: মোহনলাল সুকুল (শুল্কা)। সুর: সুবল দাশগুপ্ত
  61. ত্রাণ কর মওল মদিনার [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২১০০। আব্বাস উদ্দিন
  62. আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা [তথ্য]
    টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২১০০। আব্বাস উদ্দিন

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২১  সেপ্টেম্বর (মঙ্গলবার, ৫ আশ্বিন ১৩৪৪) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে ১টি নতুন গানের সন্ধান পাওয়া যায়।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
  63. আজ শ্রাবণের লঘু মেঘের সাথে [তথ্য]

    বিভিন্ন পত্রিকার আশ্বিন ১৩৪৪ সংখ্যায় কবিতা ও গান প্রকাশিত হয়েছিল। এর ভিতরে নতুন গান ছিল একটি। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
  64. নদীর স্রোতে মালার কুসুম [তথ্য]
    সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা।  [আশ্বিন ১৩৪৪ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৭)

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা। ‌এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  65. কে সাজালো মা-কে আমার [তথ্য]
    টুইন। অক্টোবর ১৯৩৭। এফটি ১২১২৮। শিল্পী: বাঙলার ভাইবোন। সুর গিরীন চক্রবর্তী
  66. জ্যোতির্ম্ময়ী মা এসেছে [তথ্য]
    টুইন। অক্টোবর ১৯৩৭। এফটি ১২১২৮। শিল্পী: বাঙলার ভাইবোন। সুর গিরীন চক্রবর্তী
  67. যে পাষাণ হানি বারে বারে তুমি [তথ্য]
    টুইন। অক্টোবর ১৯৩৭। এফটি ১২১৩১। শিল্পী: কল্যাণী চট্টোপাধ্যায়। সুর নজরুল ইসলাম
  68. মালতী মঞ্জরি ফুটিবে যবে [তথ্য
    টুইন। অক্টোবর ১৯৩৭। এফটি ১২১৩১। শিল্পী: কল্যাণী চট্টোপাধ্যায়। সুর নজরুল ইসলাম
  69. সাপুরিয়া রে! বাজাও বাজাও (খা খা খা বক্ষিলারে খা) [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৭। এন ৯৯৬০। সীতাদেবী। সুর: নজরুল ইসলাম
  70. বেদিয়া-বেদিনী ছুটে আয় আয় আয় [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৭। এন ৯৯৬০। সীতাদেবী। সুর: নজরুল ইসলাম
  71. আমি কুল ছেড়ে আজ চলিলাম ভেসে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯৬৩। মৃণালকান্তি ঘোষ
  72. বাঁশি বাজায় কে কদমতলায়  [তথ্য]
    আমি কুল ছেড়ে আজ চলিলাম ভেসে [তথ্য]
  73. কৃষ্ণ কানাইয়া আয়ো মন্‌মে  [তথ্য]
    এইচএমভি। এন ৯৯৬৪। গিরীন চক্রবর্তী
  74. কমলা রূপিণী শক্তি-স্বরূপিনী
    এইচএমভি। এন ৯৯৬৫। মৃণালকান্তি ঘোষ
  75. রঘু কুলপতি রামচন্দ্র আওধকে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯৬৫। মৃণালকান্তি ঘোষ
  76. শ্মশানে জাগিছে শ্যামা [তথ্য]
    এইচএমভি। এন ৯৯৭৪। জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
  77. আমার উমা কই গিরিরাজ  [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৭। এন ৯৯৭৫। কে মল্লিক। সুর: নজরুল ইসলাম
  78. আমার আনন্দিনী উমা আজো [তথ্য]
    এইচএমভি। অক্টোবর ১৯৩৭। এন ৯৯৭৫। কে মল্লিক। সুর: নজরুল ইসলাম
  79. নাকে নথ দুলাইয়া চলে [তথ্য]
    এইচএমভি। এন ৯৯৭৬। রঞ্জিত রায়
  80. বাপ্‌ রে বাপ্‌ কি পোলার পাল (ওরে বাপ্‌ রে বাপ্) [তথ্য]
    এইচএমভি। এন ৯৯৭৬। রঞ্জিত রায়


  81. ১৩৪৪ বঙ্গাব্দের কার্তিক মাসে পত্রিকায় প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৫ মাস।
  82. আমার সুরের ঝর্নাধারায় করবে তুমি পার [তথ্য]
    বুলবুল। কার্তিক ১৩৪৪
  83. আমার যখন পথ ফুরাবে [তথ্য]
    বুলবুল। কার্তিক ১৩৪৪
  84. অনাদিকাল হতে অনন্তকাল গাহে [তথ্য]
    প্রবর্তক। কার্তিক ১৩৪৪

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪) মাসে, রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা। ‌এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৫ মাস।
     
  85. রাধাকৃষ্ণ নামের মালা [তথ্য]
    এইচএমভি। নভেম্বর ১৯৩৭। এন ৯৯৯২। শিল্পী: কে মল্লিক ও অণিমা (বাদল)। সুর: কে মল্লিকা
  86. ভুলে রইলি মায়ায় এসে ভবে [তথ্য]
    এইচএমভি। নভেম্বর ১৯৩৭। এন ৯৯৯২। শিল্পী: কে মল্লিক ও অণিমা (বাদল)। সুর: কে মল্লিকা
  87. শ্যাম-সুন্দর-গিরিধারী  [তথ্য]
    এইচএমভি। নভেম্বর ১৯৩৭। এন ৯৯৯৩। শিল্পী: নীলমণি সিংহ
  88. প্রেম ক্যাটারী লাগ্‌গ্যায়ি তোরে কারী কারী [তথ্য
    এইচএমভি। নভেম্বর ১৯৩৭। এন ৯৯৯৬। শিল্পী: সীতা দেবী।
  89. স্যাখিরী দেখেতো বাগমে কামিনী [তথ্য]
    এইচএমভি। নভেম্বর ১৯৩৭। এন ৯৯৯৬। শিল্পী: সীতা দেবী।
  90. নিশি-ভোরে অশান্ত ধারায় [তথ্য]
    টুইন। এফটি ১২১৪৭। শিল্পী: কুমারী মীনা রায়
  91. ও মা বক্ষে ধরেন শিব যে চরণ (বক্ষে ধরেন) [তথ্য]
    টুইন। এফটি ১২১৪৯। শিল্পী: অমরেন্দ্র ঘোষ
  92. রক্ষাকালীর রক্ষা কবচ [তথ্য]
    টুইন। এফটি ১২১৪৯। শিল্পী: অমরেন্দ্র ঘোষ
  93. আর্শিতে তোর নিজের রূপই  [তথ্য]
    টুইন। এফটি ১২১৫২। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়

    ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি যখন গিরিশচন্দ্র ঘোষের রচিত 'বিল্বমঙ্গল ঠাকুর' নাটকটি অবলম্বনে 'বিল্বমঙ্গল' একটি রেকর্ড নাটক প্রকাশ করে, তখন তাতে গিরিশচন্দ্রের গান ছাড়াও আরও কিছু গান যুক্ত করেছিল। ব্রহ্মমোহন ঠাকুরের 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থ থেকে ৪টি গান নজরুলের রচিত বলে জানা যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।

    উল্লেখিত গান চারটি হলো-
  94. আমি কেমন করে কোথায় পাব[ তথ্য]
    চরিত্র: বিল্বমঙ্গল। এন ৯৯৮০। শিল্পী: মৃণালকান্তি ঘোয
  95. শ্রীকৃষ্ণ নাম জপ অবিরাম (হরে কৃষ্ণ হরে) [তথ্য]
     [চরিত্র: বিল্বমঙ্গল]। এন ৯৯৮২। শিল্পী: মৃণালকান্তি ঘোয
  96. ওর অবোধ আঁখি [তথ্য]
    [চরিত্র: বিল্বমঙ্গল। এন ৯৯৮৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ
  97. দিন গেল, কই দীনের বন্ধু   [তথ্য]
    [চরিত্র: পাগলিনী। এন ৯৯৮৪। শিল্পী: আঙুরবালা

    'বিল্বমঙ্গল' ছাড়া, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪৪) মাসে, রেকর্ডে যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
     
  98. প্রিয়ে ! বলি, ও প্রিয়ে [তথ্য]
    টুইন। এফটি ১২১৯৩। গোপাল ভট্টাচার্য ও রাধারাণী
  99. সই কই লো আমার ঘর নিকোবার ন্যাতা [তথ্য]
    টুইন। এফটি ১২১৯৩। গোপাল ভট্টাচার্য ও রাধারাণী
  100. ভেসে যায় হৃদয় আমার [তথ্য]
    টুইন। এফটি ১২১৯৪। আব্বাস উদ্দীন আহম্মদ
  101. মধুর আরতি তব বিশ্ব সভাতে [তথ্য]
    টুইন। এফটি ১২১৯৬। সাধক সংঘ
  102. পথে কি দেখ্‌লে যেতে (আমার গৌর) [তথ্য]
    এইচএমভি। এন ১৭০০৩। লতিকা মিত্র
  103. বর্ণচোরা ঠাকুর এলো রসের নদীয়ায় [তথ্য]
    এইচএমভি। এন ১৭০০৩। লতিকা মিত্র
  104. দেশে দেশে গেয়ে বেড়াই তোমোর নামের গান [তথ্য]

  105. এইচএমভি। এন ১৭০০৮। মহম্মদ কাসেম
  106. মদিনার শাহানশাহ্ কোহ্-ই-তূর-বিহারী  [তথ্য]
    এইচএমভি। এন ১৭০০৮। মহম্মদ কাসেম

    ১৩৪৪ বঙ্গাব্দের পৌষ (ডিসেম্বর ১৯৩৭-জানুয়ারি ১৯৩৮) মাসে দুটি পত্রিকায় দুটি গান প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৭ মাস। গান দুটি হলো-
  107. জাগো রে তরুণ দল [তথ্য]
    বুলবুল। পৌষ ১৩৪৪
  108. মৃত্যু আহত দয়িতের তব শোনা [তথ্য] [নমুনা]
    ভারতবর্ষ। পৌষ ১৩৪৪। কথা: কাজী নজরুল ইসলাম। সুর ও স্বরলিপি: হি,আংশুকুমার দত্ত

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৪) মাসে, রেকর্ডে যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৭ মাস।
     
  109. শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে [তথ্য]
    টুইন। এফটি ১২২৬৯। জিতেন চক্রবর্তী
  110. আমার হৃদয় আধিক রাঙা মা গো [তথ্য]
    টুইন। এফটি ১২২৬৯। জিতেন চক্রবর্তী
  111. মেরে তন্‌কে তুম অধিকারী [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০২৩। পারুল সেন
  112. মাগো তোরি পায়ের নূপুর বাজে [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০২৫। রেণুকা সিংহ
  113. মায়ের আমার রূপ দেখে যা [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০২৫। রেণুকা সিংহ
  114. কৃষ্ণা নিশীথ নাচে [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০২৬। সীতা দেবী
  115. নাচে গৌরী দিবা হিম-গির-দুহিতা [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০২৬। সীতা দেবী
  116. বল্‌ মা শ্যামা বল্‌ তোর বিগ্রহ [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০৩১। মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম
  117. তোর কালো রূপ দেখতে মা গো [তথ্য]
    এইচএমভি। জানুয়ারি ১৯৩৮। এন ১৭০৩১। মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৪) মাসের বাতিলকৃত রেকর্ডে ধৃত একটি নতুন গান
     
  118. মুরালীধ্বনি শুনি ব্রজনারী [তথ্য]
    এইচএমভি। শিল্পী: ইন্দুরানী সেনগুপ্ত। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৭ শে জানুয়ারি (বৃহস্পতিবার ১৩ মাঘ ১৩৪৪), ৬.২১টা থেকে ৭.৫০টা পর্যন্ত, কলকাতা বেতারকেন্দ্র থেকে নজরুলের রচিত 'দেবস্তুতি' নামক গীতি আলেখ্য প্রচারিত হয়। এই অনুষ্ঠানের ব্যাখ্যা করেছিলেন নজরুল ইসলাম। সঙ্গীত পরিচালনায় ছিলেন নিতাই ঘটক। এতে যন্ত্রসঙ্গীতে ছিল বাসন্তী যন্ত্রীকুঞ্জ। যন্ত্রসঙ্গীত পরিচালনা করেছিলেন রনজিত গুহ। এই অনুষ্ঠানের কণ্ঠসঙ্গীতে ছিলেন- গীতা মিত্র, অনিমা মুখোপাধ্যায়, মলিনা বসু, রত্নমালা সেন, গৌরী সেন, রেবা সোম, বাসন্তী দাসগুপ্তা, সন্ধ্যা সেন, তুষার পাল, উমা মিত্র, মনিকা সেন, কল্পনা হাগরি, অমিতা বন্দ্যোপাধ্যায়, গীতা সেন, গৌরী মিত্র ও অন্যান্য।

    এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।

    দেবীস্তূতি গীতি-আলেখ্যে নজরুলের রচিত মোট ১১টি গান প্রচারিত হয়েছিল। তবে এর ৩টি গান পূর্বেই প্রচারিত বা প্রকাশিত হয়েছিল। নিচে এই গীতি-আলেখ্যের জন্য রচিত ৮টি নতুন গানের উল্লেখ করা হলো।
     
  119. ও মা দনুজ-দলনী (হ্রীঙ্কার রূপিনী মহালক্ষ্মী)  [দনুজ-দলনী (হ্রীঙ্কার রূপিনী মহালক্ষ্মী)  [তথ্য]
  120. ঘর ছাড়াকে বাঁধতে এলি কে মা [তথ্য]
  121. জয় মহাকালী,জয় মধু-কৈটভ ‌[তথ্য]
  122. জয় রক্তম্বরা রক্তবর্ণা জয় মা [তথ্য]
  123. নিপীড়িতা পৃথিবী ডাকে [তথ্য]
  124. নীলবর্ণা নীলোৎপল-নয়না [তথ্য]
  125. মাগো কে তুই,কার নন্দিনী [তথ্য]
  126. সতী মা কি এলি ফিরে [তথ্য]

    ১৩৪৪ বঙ্গাব্দের মাঘ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) পত্রিকায় প্রকাশিত নতুন গান ছিল ২টি।
  127. আয় মা চঞ্চলা মুক্তকেশী শ্যামা কালী  [তথ্য]
    ভারতবর্ষ। মাঘ ১৩৪৪। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎ ঘটক
  128. ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে [তথ্য]
    বুলবুল [মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮)]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৪) মাসে, রেকর্ডে যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
     
  129. মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণ মুরারী [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৩৯। শিল্পী: সুধীরা সেনগুপ্ত ও ভ্রাতৃদ্বয় (কমল দাশগুপ্ত ও সুবল দাশগুপ্ত)
  130. গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৩৯। শিল্পী: সুধীরা সেনগুপ্ত ও ভ্রাতৃদ্বয় (কমল দাশগুপ্ত ও সুবল দাশগুপ্ত)
  131. তুই পাষাণ গিরির মেয়ে [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪১। শিল্পী: শৈলেন গঙ্গোপাধ্যায়
  132. মা তোর চরণ-কমল ঘিরে [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪১। শিল্পী: শৈলেন গঙ্গোপাধ্যায়
  133. নমস্তে বীণা পুস্তক হস্তে দেবী [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪৫। শিল্পী: রেণুকা সিংহ ও লতিকা মিত্র
  134. লক্ষ্মী মাগো নারায়ণী আয় [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪৫। শিল্পী: রেণুকা সিংহ ও লতিকা মিত্র
  135. আজি ঈদ্ ঈদ্ ঈদ্ (আজ এলো খুশির ঈদ) [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪৬। শিল্পী: মহম্মদ কাসেম ও সঙ্গীরা
  136. ঈদজ্জোহার তকবির শোন [তথ্য]
    এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪৬। শিল্পী: মহম্মদ কাসেম ও সঙ্গীরা


  137. ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৪) মাসের বাতিলকৃত রেকর্ডে ধৃত দুটি নতুন গান
  138. সখি আমি যেন রূপ-মঞ্জরি  [তথ্য]শিল্পী: রেণু বসু।
  139. সংসারেরি দোলনাতে মা  [তথ্য] শিল্পী: সুধীর দত্ত।

    বুলবুল পত্রিকার 'ফাল্গুন ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস। এই গানটি হলো-
  140. এসো ফিরে' প্রিয়তম, এসো ফিরে' [তথ্য]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪) মাসে, রেকর্ডে যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৯ মাস।
  141. নয়নে নিদ্‌ নাহি  [তথ্য]  
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৪৮। শিল্পী: বীণাপাণি দেবী (মধুপুর)। সুর: কমল দাশগুপ্ত
  142. সেদিন নিশীথে মোর কানে কানে [তথ্য]
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৪৮। শিল্পী: বীণাপাণি দেবী (মধুপুর)। সুর: কমল দাশগুপ্ত
  143. নন্দলোক হতে (আনন্দলোক) আমি এনেছি [তথ্য]
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৪৯। শিল্পী: কুমারী বিজনবালা ঘোষ
  144. তুমি আরেকটি দিন থাকো [তথ্য]
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৫০। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায়
  145. যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় [তথ্য]
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৫০। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায়
  146. কে জানে মা তব মায়া মহামায়ারূপিণী [তথ্য]

  147. এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৫২। শিল্পী: চিত্তরায়
  148. ও মা একলা ঘরে ডাকব না [তথ্য]
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৫২। শিল্পী: চিত্তরায়
  149. আহার দেবেন দেবেন তিনি রে  [তথ্য]
    এইচএমভি। মার্চ ১৯৩৮। এন ১৭০৫৪। শিল্পী: কে মল্লিক
  150. জগজন মোহন সঙ্কটহারী[তথ্য]
    এইচএমভি।  এন ১৭০৫৬। শিল্পী: সত্যেন চক্রবর্তী
  151. শ্যাম সুন্দর মন-মন্দিরমে আও [তথ্য]
    এইচএমভি।  এন ১৭০৫৬। শিল্পী: সত্যেন চক্রবর্তী
  152. ও কে সোনার চাঁদ কাঁদে রে  [তথ্য]
    এইচএমভি। এফটি ১২৩০৫। শিল্পী: আব্দুল লতিফ। সুর: কমল দাশগুপ্ত।

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২রা এপ্রিল (শনিবার ১৯ চৈত্র ১৩৪৪) নজরুলের 'বিদ্যাপতি' পালা-নাটকের পাণ্ডুলিপি এবং রেকর্ড-কৃত  নাটক অবলম্বনে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র 'বিদ্যাপতি'। এর  প্রচার পুস্তিকায় উল্লেখ ছিল-'কাজী নজরুল রচিত নাটিকা অবলম্বনে গঠিত'। এই নাটকে নজরুলের রচিত একটি নতুন গান ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
  153. রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায় [তথ্য]

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, রেকর্ডে যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা দেওয়া হলো।
  154. ওকে ওকে ট'লে ট'লে চলে একলা গোরী  [তথ্য]
    টুইন। এপ্রিল ১৯৩৮। এফটি ১২৩৫১। শিল্পী: মিস রাধারাণী
  155. পিও পিও হে প্রিয় শরাব পিও  [তথ্য]
    টুইন। এপ্রিল ১৯৩৮। এফটি ১২৩৫১। শিল্পী: মিস রাধারাণী
  156. তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে [তথ্য]
    টুইন। এপ্রিল ১৯৩৮। এফটি ১২৩৫৫। শিল্পী: আব্বাস উদ্দিন। সুর: গিরীন চক্রবর্তী
  157. ওরে কে বলে আরবে নদী নাই [তথ্য]
    টুইন। এপ্রিল ১৯৩৮। এফটি ১২৩৫৫। শিল্পী: আব্বাস উদ্দিন। সুর: গিরীন চক্রবর্তী
  158. তুমি বিরাজ কোথা হে উৎসব দেবতা [তথ্য]
    টুইন। এপ্রিল ১৯৩৮। এফটি ১২৩৭৩। শিল্পী: কার্তিকচন্দ্র দাস
  159. মোরে পূজারী কর  [তথ্য]
    টুইন। এপ্রিল ১৯৩৮। এফটি ১২৩৭৩। শিল্পী: কার্তিকচন্দ্র দাস
  160. হে প্রিয় ! তোমার আমার মাঝে  [তথ্য]
    এইচএমভি । এপ্রিল ১৯৩৮। এন ১৭০৬৪। মৃণালকান্তি ঘোষ। সুর: কমল দাশগুপ্ত
  161. তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল [তথ্য]
    এইচএমভি । এপ্রিল ১৯৩৮। এন ১৭০৬৪। মৃণালকান্তি ঘোষ। সুর: কমল দাশগুপ্ত
  162. এসো প্রাণে গিরিধারী [তথ্য]
    এইচএমভি। এপ্রিল ১৯৩৮। এন ১৭০৬৫। নিতাই ঘটক
  163. শ্রীকৃষ্ণ নামের তরীতে কে হবি পার [তথ্য]
    এইচএমভি। এপ্রিল ১৯৩৮। এন ১৭০৬৫। নিতাই ঘটক
  164. দেখোরি মেরো গোপাল [তথ্য]
    এইচএমভি। এপ্রিল ১৯৩৮। এন ১৭০৬৮। শ্রীমতী বীণাপাণি দেবী
  165. নাচে যশোদাকে আঙনামে শিশু [তথ্য]
    এইচএমভি। এপ্রিল ১৯৩৮। এন ১৭০৬৮। শ্রীমতী বীণাপাণি দেবী

    ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল  (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের যে সকল নতুন গানের উল্লেখ রয়েছে, তার তালিকা নিচে দেওয়া হলো। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
     
  166. আও চঞ্চল শ্যামল কিশোর [তথ্য]
  167. আসিবে তুমি, জানি প্রিয় [তথ্য]
  168. তোমারেই আমি চাহিয়াছি প্রিয় [তথ্য]
  169. দীনের হতে দীন-দুঃখী অধম যেথা থাকে [তথ্য]
  170. ভারতের দুই নয়ন-তারা হিন্দু মুসলমান [তথ্য]
  171. রণ-রঙ্গিনী রূপ তব [তথ্য]
  172. শুন রে বেদরদো [তথ্য]
  173. হরি ভক্তি কি নাইয়া [তথ্য]
  174. হে মাধব দেখা দিলে [তথ্য]

    নজরুলের ৩৮ বৎসর অতিক্রান্ত বয়সের (১-২৪ মে ১৯৩৮ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪৫) শেষ কয়েকদিনে রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত রচনাসমূহ।

    রেকর্ডে প্রকাশিত নতুন গান।

  175. সোনার বরণ কন্যা গো [তথ্য]
    এইচএমভি । এন ১৭০৭১। শিল্পী: রতন মাঝি (গিরীন চক্রবর্তী) ও ফুলকুমারী (হরিমতী)। সুর: গিরীন চক্রবর্তী]
  176. কোন্ বিদেশের নাইয়া তুমি [তথ্য]
    এইচএমভি । এন ১৭০৭১। শিল্পী: রতন মাঝি (গিরীন চক্রবর্তী) ও ফুলকুমারী (হরিমতী)। সুর: গিরীন চক্রবর্তী]
  177. ভারতের দুই নয়ন-তারা হিন্দু মুসলমান [তথ্য] [শ্রবণ নমুনা]
    এইচএমভি। এন ১৭০৭৬। শিল্পী: আব্বাসউদ্দিন আহমদ ও মৃণালকান্তি ঘোষ
  178. হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই [তথ্য]
    এইচএমভি। এন ১৭০৭৬। শিল্পী: আব্বাসউদ্দিন আহমদ ও মৃণালকান্তি ঘোষ
  179. মুখে তোমার মধুর হাসি [তথ্য]
    টুইন। এফটি ১২৩৭৫। শিল্পী: বীণাপণি চট্টোপাধ্যায়