৩৩
বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল
ইসলামের ৩৩ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৯ বঙ্গাব্দ (২৪ মে ১৯৩২
খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪০
বঙ্গাব্দ (বুধবার ২৪শে মে ১৯৩৩
খ্রিষ্টাব্দ)
- কে নিবি ফুল কে নিবি ফুল [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।
- কলগাড়ী যায় ভোঁসর ভোঁসর [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।
- ঐ কুজার কী রূপের বাহার দেখো [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।
- আমি দেখন হাসি [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।
- এস হৃদি রাসমন্দিরে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।
- হে গোবিন্দ অরবিন্দ [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯) নজরুলের গীতি-সংকলন 'সুর-সাকী' প্রকাশিত হয়। গ্রন্থটির প্রকাশক: 'শরচ্চন্দ্র চক্রবর্তী অ্যান্ড সন্স, মানিকতলা স্পার, কলকাতা। মুদ্রাকর: শ্রীক্ষেত্রমোহন দালাল (কালিকা প্রেস, ২১ নং নন্দকুমার চৌধুরী লেন, কলিকাতা)। পৃষ্ঠা: ৮+১০৪। দাম ছিল ১.৫০।
এই গ্রন্থের গানগুলোর সুনির্দিষ্ট প্রকাশকাল জানা যায় না। এই গ্রন্থে মোট ৯৬টি অন্তর্ভুক্ত হয়েছিল। এর কিছু গান গ্রন্থাকারে প্রকাশের আগেই কোনো কোনো পত্রিকায় বা রেকর্ডে প্রকাশিত হয়েছিল। বাকি গানগুলো 'সুর-সাকী' গ্রন্থটি প্রকাশের অল্পপূর্বে রচিত হয়েছিল বলে অনুমান করা যায়। নিচে এই গ্রন্থে অন্তর্ভুক্ত নতুন গানের তালিকা তুলে ধরা হলো
- আকুল হলি কেন বকুল বনের পাখি [তথ্য]
- আজ ভারতের নব আগমনী [তথ্য]
- আজ শেফালির গায়ে হলুদ [তথ্য]
- আজকে দোলের হিন্দোলায় [তথ্য]
- আজি দোল ফাগুনের দোল লেগেছে [তথ্য]
- আনমনে জল নিতে ভাসিল গাগরি [তথ্য]
- আনো সাকি শিরাজি [তথ্য]
- আমার নয়নে নয়ন রাখি [তথ্য]
- আমার শ্যামলা বরণ (শ্যামলা-বরণ বাংলা মায়ের) [তথ্য]
- আমার সোনার হিন্দুস্থান [তথ্য]
- আমার হরিনামে রুচি [তথ্য]
- আয় গোপিনী খেলবি হোরি [তথ্য]
- উদার ভারত! সকল মানবে [তথ্য]
- এ জনমে মোদের মিলন [তথ্য]
- একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে [তথ্য]
- একি হাড়-ভাঙা শীত এলো মামা [তথ্য]
- একেলা গোরী জল্কে চলে গঙ্গাতীর [তথ্য]
- এসো মা ভারত-জননী আবার [তথ্য]
- ঐ ঘর ভোলানো সুরে [তথ্য]
- ও কূল-ভাঙা নদী রে [তথ্য]
- কহ প্রিয়ে, কেমনে এ রাতি কাটাই [তথ্য]
- কাহার তরে হায় নিশিদিন কাঁদে [তথ্য]
- কে পাঠালে লিপির দূতী [তথ্য]
- কেরানী আর গরুর কাঁধ [তথ্য]
- ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায় [তথ্য]
- গেরুয়া-রঙ মেঠো পথে [তথ্য]
- গোলাপ ফুলের কাঁটা আছে [তথ্য]
- চাঁপা রঙের শাড়ি আমার [তথ্য]
- ছলছল নয়নে মোর পানে চেয়ো না [তথ্য]
- ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস [তথ্য]
- জাগো শ্যামা জাগো শ্যামা [তথ্য]
- ডেকে ডেকে কেন তারে [তথ্য]
- ঢল ঢল তব নয়ন-কমল কাজল [তথ্য]
- ঢের কেঁদেছি ঢের সেধেছি [তথ্য]
- তোমায় আমায় মিল খেয়েছে ও প্রেয়সী [তথ্য]
- তোমার আঁখির কসম সাকি (মদির আঁখির সুধায় সাকী) [তথ্য]
- তোরা যা লো সখি মথুরাতে [তথ্য]
- ত্রিংশ কোটি তব সন্তান ডাকে তোরে [তথ্য]
- দিল দোলা ওগো দিল দোলা [তথ্য]
- দুঃখ সাগর মন্থন শেষ [তথ্য]
- নদী এই মিনতি তোমার কাছে [তথ্য
- নাইয়া! ধীরে চালাও তরণী [তথ্য]
- নাচন লাগে ঐ তরুলতায় [তথ্য]
- পিয়া গেছে কবে পরদেশ [তথ্য]
- পায়ে বিঁধেছে কাঁটা [তথ্য]
- প্রিয়ার চেয়ে শালি ভালো (এই) গিন্নীর চেয়ে শালী ভাল [তথ্য]
- বিঁধে গেল তীর তিরছ তার চাহনি [তথ্য]
- বাজায়ে কাঁচের চুড়ি [তথ্য]
- বিজলি চাহিনী কাজল কালো নয়নে [তথ্য]
- বিরহের গুলবাগে মোর [তথ্য]
- বিরহের নিশি কিছুতে আর [তথ্য]
- বুকের ভিতরে জ্বলেছে আগুন (আমার) [তথ্য]
- ভুলিতে পারিনে তাই [তথ্য]
- মন কার কথা ভেবে [তথ্য]
- মা ষষ্ঠী গো,তোর গুষ্টির পায়ে [তথ্য]
- মানবতাহীন ভারত শ্মশানে [তথ্য]
- মোর হৃদি-ব্যথার কেউ সাথী নাহি [তথ্য]
- মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু- মুসলমান [তথ্য]
- যে ব্যথায় এ অন্তরতল [তথ্য]
- লক্ষ্মী মা তুই ওঠ্ গো আবার [তথ্য]
- শা আর শুড়ি মিলে [তথ্য]
- শূন্য আজি গুলবাগিচা [তথ্য]
- শ্যামের সাথে চল সখি (চল সখি খেলি সবে) [তথ্য]
- সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে [তথ্য]
- সখি ঐ শোনো বাঁশি বাজে [তথ্য]
- সখি লো তায় আন্ ডেকে [তথ্য]
- সাগর হতে চুরি [তথ্য]
- সাত ভাই চম্পা জাগো রে [তথ্য]
- সামলে চলো পিছল পথ গোরী [তথ্য]
- সুরের ধারার পাগল -ঝোরা [তথ্য]
- সে চ'লে গেছে ব'লে কি গো [তথ্য]
- হায় স্মরণে আসো গো অতীত কথা [তথ্য]
- হারানো হিয়ার নিকুঞ্জ পথে [তথ্য]
- হিন্দু -মুসলমান দুটি ভাই ভারতের [তথ্য]
- হৃদয় কেন চাহে হৃদয় [তথ্য]
- হেনে গেল (বিঁধে গেল) তীর তিরছ তার চাহনি [তথ্য]
১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে নজরুলের ৩টি নতুন গান প্রকাশিত হয়েছিল। গানগুলো হলো-
- পথে পথে কে বাজায়ে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি। জুলাই ১৯৩২ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।- ও মন চল অকূল পানে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি। জুলাই ১৯৩২ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।- মাধব বংশীধারী বনওয়ারী [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি। জুলাই ১৯৩২ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ১ মাস।
১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯) মাসে, নজরুল আনুষ্ঠানিকভাবে মেগাফোন রেকর্ড কোম্পানিতে যোগদান করেন। ১২ আগষ্ট (বুধবার ২৭ শ্রাবণ ১৩৩৯), মেগাফোন কোম্পানি নজরুলের স্বকণ্ঠে গীত ৪টি গান রেকর্ড করে। দুটি রেকর্ডে এই চারটি প্রকাশিত হয়েছিল।
- দিতে এলে ফুল হে প্রিয় [নজরুল ইসলাম] [তথ্য]
- পাষাণে ভাঙালে ঘুম [তথ্য]
- কেন আসিলে ভালোবাসিলে [তথ্য]
- দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি [তথ্য]
১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯) মাসে রেকর্ডে প্রকাশিত নতুন গানের তালিকা
- রুমঝুম বাদল আজি বরষে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি [আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯ বঙ্গাব্দ)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ২ মাস।
- মরম কথা গেল সই [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি [আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ২ মাস।
- ব'লো না ব'লো না ওলো সই [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি [আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ২ মাস।
১৯৩২ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৩৯) মাসে রচিত ও প্রকাশিত নতুন গান।
- জাগো জাগো! জাগো নব আলোকে [তথ্য]
১৯৩২ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর (শনিবার ২৫ ভাদ্র ১৩৩৯) কলকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে- বঙ্গীয় পরিশীলন সমিতির সাহায্যার্থে একটি বিচিত্রানুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের জন্য নজরুল একটি গান রচনা করেছিলেন। এই গানটি ওই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত হিসেবে পরিবেশিত হয়েছিল। উল্লেখ্য, ওই অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালায় ছিলেন নজরুল।- বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- রুমু রুমু ঝুমু রুমু ঝুমু বাজে নূপুর
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- পদ্মদীঘির ধারে ধারে
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- নদীর নাম সই অঞ্জনা [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- আয় মরু পারের হাওয়া [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- কোথায় তুই খুঁজিস ভগবান
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- চিরদিন সমান নাহি যায়
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস
১৯৩২ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯), নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে ৫টি নতুন গানের উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস। এই চারটি নতুন গান হলো-
- কালো জাম রে ভাই [তথ্য]
- ও ভাই কোলা-ব্যাঙ [তথ্য]
- ঘুম আয় ঘুম নিশুতি দুপুর নিশীথ নিঝুম [তথ্য]
- তোমারে চেয়েছি কত যুগ যুগ ধরে প্রিয়া [তথ্য]
- সুনয়না চোখে কথা ক'য়ে যায় [তথ্য]
১৩৩৯ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩২), পত্রিকায় মোট ১টি নতুন গান প্রকাশিত হয়েছিল।
- সোনার মেয়ে সোনার মেয়ে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: খেয়ালী [৩০ সেপ্টেম্বর ১৯৩২ (১৪ আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।- ভুল করে কোন্ ফুল-বিতানে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: আজকাল। ১ অক্টোবর ১৯৩২ (১৫ আশ্বিন ১৩৩৯)
নজরুলের বয়স: ৩৩ বৎসর ৩ মাস।১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) নজরুলের সপ্তম গীতিগ্রন্থ বনগীতি-র
প্রথম সংস্করণ প্রকাশিত হয়। প্রকাশক বি. দোজা, এম্পায়ার বুক হাউজ, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাতা। মুদ্রক দেবেন্দ্রনাথ বাচস্পতি, শ্রীরাম প্রেস, ১৬২ বহুবাজার স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা: ৮+৯৬। মূল্য দেড় টাকা।
এই অন্তর্ভুক্ত নতুন গানের তালিকা তুলে ধরা হলো
- আলগা কর গো খোঁপার বাঁধন [তথ্য]
- এলে কি বঁধু ফুল-ভবনে [তথ্য]
- কালা এত ভালো কি হে [তথ্য]
- কোকিল সাধিলি কি বাদ [তথ্য]
- কোন্ বন হতে করেছ চুরি হরিণ-আঁখি [তথ্য]
- ঝলমল জরীণ বেণী দুলায়ে [তথ্য]
- তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা [তথ্য]
- দেখে যা তোরা নদীয়া (ও রে দেখে যা তোরা নদীয়া) [তথ্য]
- ধ্যান ধরি কিসে হে গুরু [তথ্য]
- নমঃ নমঃ নমো বাঙলাদেশ মম [তথ্য]
- নিশীথ হয়ে আসে ভোর [তথ্য]
- নূপুর মধুর রুনুঝুনু বোলে [তথ্য]
- পথ-ভোলা কোন্ রাখাল ছেলে [তথ্য]
- পানসে জোছ্নাতে কে চল [তথ্য]
- পেয়ে আমি হারিয়েছি গো [তথ্য]
- প্রিয় যাই যাই ব'লো না [তথ্য]
- বনে মোর ফুটেছে হেনা চামেলি [তথ্য]
- ভালোবাসার ছলে আমায় [তথ্য]
- ভোলো লাজ ভোলো গ্লানি জননী [তথ্য]
- মেরো না আমারে আর নয়ন- বাণে [তথ্য]
- মোর মন ছুটে যায় দ্বাপর যুগে [তথ্য]
- মোরে সেইরূপে দেখা দাও হরি [তথ্য]
- যমুনা-কূলে মধুর মধুর মুরালি [তথ্য]
- যমুনা সিনানে চলে তন্বী মরাল [তথ্য]
- যায় ঢু'লে ঢ'লে [তথ্য]
- রাখ এ মিনতি ত্রিভুবন [তথ্য]
- রোদনে তোর বোধন বাজে [তথ্য]
- রুমু রুমু রুমু ঝুমু ঝুম বাজে নূপুর [তথ্য]
- শ্যামা তুই বেদেনীর মেয়ে [তথ্য]
- সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া [তথ্য]
- সুন্দর বেশে মৃত্যু আমার [তথ্য]
- হৃদয় সরসী দুলালে পরশি' [তথ্য]
- হে বিধাতা ! হে বিধাতা ! হে বিধাতা ! [তথ্য]
- হেলে দুলে নীর ভরণে ও কে যায় [তথ্য]