৩৭ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪৩ বঙ্গাব্দ (সোমবার ২৫মে ১৯৩৬ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪৪ বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ)
- চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে [তথ্য]
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। নর্তকীদের নৃত্যগীত।- নবীন বসন্ত যে যায় [তথ্য]
প্রথম অঙ্ক, চতুর্থ দৃশ্য। নর্তকীদের নৃত্যগীত।- পাপিয়া আজ কেন ডাকে সখি [তথ্য]
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।- সখি দখিনা মলয়,ঝরি ঝিরি বয় [তথ্য]
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।- মলয় হাওয়া আসবে কবে [তথ্য]
দ্বিতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্য। ফুলের গান।- এই রইল তোর সাধের বসন [তথ্য]
তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। সৈরভী আর বমাইয়ের গান।- জাগো রূপের কুমার, কেন অলস ঘুমে [তথ্য]
চতুর্থ অঙ্ক, তৃতীয় দৃশ্য। নর্তকীগণের গান।
১৯৩৬ খ্রিষ্টাব্দের জুন মাসে রেকর্ডে ধারণকৃত নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
- তুমি আঘাত দিয়ে মন ফেরাবে [তথ্য]
টুইন। জুন ১৯৩৬। এফটি ৪৩৯৯। শিল্পী: কুমারী রেণু বসু- দাসী হতে চাই না আমি [তথ্য]
টুইন। জুন ১৯৩৬। এফটি ৪৩৯৯। শিল্পী: কুমারী রেণু বসু- নিখিল ঘুমে অচেতন [তথ্য]
টুইন। জুন ১৯৩৬। এফটি ৪৪০০। শিল্পী: আব্দুল লতিফ- হায় হায় উঠিল মাতম [তথ্য]
টুইন। জুন ১৯৩৬। এফটি ৪৪০০। শিল্পী: আব্দুল লতিফ- চুড়ির তালে নুড়ির মালা [তথ্য]
এইচএমভি। জুন ১৯৩৬। এন ৯৭৩২। মিস প্রমোদা- মহু্য়া বনে লো মধু খেতে সই [তথ্য]
এইচএমভি। জুন ১৯৩৬। এন ৯৭৩২। মিস প্রমোদা- কাঁদবো না আর শচীদুলাল তোমায় ডেকে ডেকে[তথ্য]
এইচএমভি। জুন ১৯৩৬। এন ৯৭৩৬। মৃণালকান্তি ঘোষ
এই মাসে পত্রিকায় একটি নতুন গান প্রকাশিত হয়েছিল। গানটি হলো-
- বেদনার সিন্ধু মন্থন শেষ [তথ্য]
ভারতবর্ষ। আষাঢ় ১৩৪২ সংখ্যা (জুন-জুলাই ১৯৩৬)
১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে রেকর্ডে প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস
- কদম কেশর পড়ল ঝরি [তথ্য]
টুইন। এফটি ৪৪৭১। শিল্পী: কুমারী গীতা বসু- শ্রাবণ রাতের আঁধারে নিরালা [তথ্য]
টুইন। এফটি ৪৪৭১। শিল্পী: কুমারী গীতা বসু- আজও মা তোর পাইনি প্রসাদ [তথ্য]
টুইন। এফটি ৪৪৭৪। শিল্পী: জীবনকৃষ্ণ দাস- করুণা তোর জানি মাগো [তথ্য]
টুইন। এফটি ৪৪৭৪। শিল্পী: জীবনকৃষ্ণ দাস- ওগো ও আমার কালো [তথ্য]
টুইন। এফটি ৪৪৭৫। শিল্পী: সমর রায়- বন তমালের শ্যামল ডালে [তথ্য]
টুইন। এফটি ৪৪৭৫। শিল্পী: সমর রায়- চঞ্চল সুন্দর নন্দকুমার [তথ্য]
টুইন। এফটি ৪৪৭৬। শিল্পী: নিতাই ঘটক ও কুমারী রেবা ঘোষ- রাধা শ্যাম কিশোর প্রিয়তম [তথ্য]
টুইন। এফটি ৪৪৭৬। শিল্পী: নিতাই ঘটক ও কুমারী রেবা ঘোষ- বেল ফুল এনে দাও, চাই না বকুল [তথ্য]
এইচএমভি। জুলাই ১৯৩৬। এন ৯৭৩৮। অনিমা বাদল- মালা যদি মোর ধূলায় মলিন হয় [তথ্য]
এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)- এসো হে সজল শ্যাম-ঘন দেয়া [তথ্য]
এইচএমভি। জুলাই ১৯৩৬। এন ৯৭৪৪। ধীরেন দাস ও ইন্দুমালা- বেদনা-বিহ্বল পাগল পুবালি পবনে [তথ্য]
এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এফটি ৯৭৪৪। শিল্পী: ধীরেন দাস ও ইন্দুবালা। সুর ধীরেন দাস- প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত [তথ্য]
এইচএমভি। জুলাই ১৯৩৬। এন ৯৭৪৫। কমল দাশগুপ্ত- মসজিদে ঐ শোন্ রে আজান [তথ্য]
এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এন ৯৭৪৫। শিল্পী: সাকিনা বেগম (আশ্চর্যময়ী)। সুর কমল দাসগুপ- সাদি কি হাঁ মুছন্দর মে যব [তথ্য]
এইচএমভি। জুলাই ১৯৩৬। রেকর্ড নম্বর পাওয়া যায় নাই। শিল্পী: রঞ্জিত রায়। শিরোনাম: দো পাইয়া জীউ। হাসির গান।
১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে বাতিলকৃত নতুন গান- মেরে বেটে কি বালা [তথ্য]
এইচএমভি [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। শিল্পী: রঞ্জিৎ রায়। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]- হে নাথ তোমায় দোষ দেব না [তথ্য]
এইচএমভি। জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। শিল্পী: নারায়ণ দাস। রেকরডটি পরে বাতিল হয়ে গিয়েছিল।- হয়তো আমার বৃথা আশা [তথ্য]
শিল্পী: গীতা বসু। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল।
এইচএমভি। জুলাই ১৯৩৬।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস। এই চুক্তি তালিকায় যে সকল গান ছিল, তাহলো-
- আমি পথ-মঞ্জরি ফুটেছি আঁধার রাতে [তথ্য]
- ওর অবোধ ! গরম জলে [তথ্য]
- গানের সাথী আছে আমার [তথ্য]
- চল্ রে কাবার জিয়ারতে [তথ্য]
- জানি পাব না তোমায় হে প্রিয় আমার [তথ্য]
- দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত [তথ্য]
- পর হবে তোর আপন জনে [তথ্য]
- ভবানী শিবানী কালী করালী মুণ্ডমালী [তথ্য]
১৯৩৬ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৩) মাসে রেকর্ডে প্রকাশিত নতুন গান। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস
- চঞ্চল শ্যামল এলো গগনে [তথ্য]
টুইন। এফটি ৪৫২৮। দেবেন বিশ্বাস- ভুল করেছি ও মা শ্যামা [তথ্য]
এইচএমভি । আগষ্ট ১৯৩৬। এন ৯৭৫৬। শিল্পী: গোপাল সেন। সুর: নজরুল ইসলাম- জয় ভূতনাথ হে দেব প্রলঙ্কর [তথ্য]
এইচএমভি। আগষ্ট ১৯৩৬। এন ৯৭৬০। ছোটদের রচিত রেকর্ড নাটিক প্লানচেট- যেতে নারি মদিনায় (আমি যেতে নারি মদিনায়) [তথ্য]
এইচএমভি। আগষ্ট ১৯৩৬। এন ৯৭৬১। রাবেয়া খাতুন (ঊষারাণী)। সুর: কমলদাশ গুপ্ত- আমি গরবিনী মুসলিম বালা [তথ্য]
এইচএমভি। আগষ্ট ১৯৩৬। এন ৯৭৬১। রাবেয়া খাতুন (ঊষারাণী)। সুর: কমলদাশ গুপ্ত
১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে রেকর্ডে দুটি নাটক রেকর্ডে প্রকাশিত হয়েছিল। এর ভিতরে তারক গঙ্গোপাধ্যায়ের 'সরলা' নাটকের সবগুলো গান ছিল পূর্ব-রচিত। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
বিদ্যাপতি
১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত ৭টি রেকর্ডে বিদ্যাপতি প্রকাশিত হয়েছিল। এর পাণ্ডুলিপিতে ২১টি গান থাকলেও রেকর্ডে ১৪টি গানটি অন্তর্ভুক্ত হয় নি। পাণ্ডুলিপি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তাই রেকর্ড প্রকাশের তারিখ অনুসারে এই গানগুলোকে এই মাসের রচনার হিসেবেই তালিকাভুক্ত করা হলো।
পাণ্ডুলিপিতে 'জয়-জগৎ-জননী,ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর' গানটি ছিল। কিন্তু রেকর্ডে এই গানটি বাদ দেওয়া হয়েছিল এবং নতুন গান 'হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো' যুক্ত করা হয়েছিল। ফলে পাণ্ডুলিপি ও রেকর্ড মিলিয়ে নতুন গান পাওয়া যায় ৪টি।
- আমার শ্যামা মায়ের কোলে চ'ড়ে [তথ্য]
এন ৯৭৬৬। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে। সুর: কৃষ্ণচন্দ্র দে। উল্লেখ্য রেকর্ডে কৃষ্ণচন্দ্র দে রেকর্ডে শুধু স্থায়ীটুকু গেয়েছিলেন।- মা! আমার মনে আমার বনে [তথ্য]
এন ৯৭৬৬। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।- হে নিঠুর ! তোমাতে নাই আশার আলো [তথ্য]
এন ৯৭৭১। শিল্পী: কৃষ্ণচন্দ্র দে।- জয়-জগৎ-জননী,ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর [তথ্য]
পাণ্ডুলিপিতে ছিল। রেকর্ডে গৃহীত হয় নি।
এই মাসে অন্যান্য রেকর্ডে প্রকাশিত নতুন গান।
- বাজে মৃদঙ্গ বরষার ঐ [তথ্য]
টুইন। এফটি ৪৫২৮। শিল্পী: দেবেন বিশ্বাস- আবার কেন আগের মত [তথ্য]
টুইন। এফটি ৪৫৬৫। শিল্পী: নিভারণী সেন- বসিয়া বিজনে কে গো বিমনা [তথ্য]
টুইন। এফটি ৪৫৬৫। শিল্পী: নিভারণী সেন- অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে [তথ্য]
টুইন। এফটি ৪৫৬৬। শিল্পী: শিউলি সরকার। সুর: নজরুল ইসলাম।- জনম জনম তব তরে কাঁদিব [তথ্য]
টুইন। এফটি ৪৫৬৬। শিল্পী: শিউলি সরকার। সুর: নজরুল ইসলাম।- ফিরিয়ে দে মা ফিরিয়ে দে [তথ্য]
টুইন। এফটি ৪৫৬৮। নারায়ণ দাস বসু- মম মায়াময় স্বপনে [তথ্য]
এইচএমভি। এন ৯৭৭৭। মড কস্টেলা- ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্ ঝোরে [তথ্য]
এইচএমভি। এন ৯৭৭৮। কুমারী পারুল সেন- ঝুলে কদমকে ডারকে ঝুলনা [তথ্য]
এইচএমভি। এন ৯৭৭৮। কুমারী পারুল সেন- মোর বেদনার কারাগারে জাগো [তথ্য]
এইচএমভি। এন ৯৭৮০। ধীরেন দাস- শ্রীকৃষ্ণ নাম মোর জপমালা নিশিদিন [তথ্য]
এইচএমভি। এন ৯৭৮০। ধীরেন দাস- আমায় যারা দেয় মা ব্যথা [তথ্য]
এইচএমভি। এন ৯৭৮১। মৃণালকান্তি ঘোষ- কোথায় গেলি মাগো আমার [তথ্য]
এইচএমভি। এন ৯৭৮১। মৃণালকান্তি ঘোষ- কলির রাই কিশোরী [তথ্য]
এইচএমভি। এন ৯৭৮২। রঞ্জিত রায়- পাঁচ-মিশালী শালীর পাল [তথ্য]
এইচএমভি। এন ৯৭৮২। রঞ্জিত রায়
১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিপত্রে যে সকল নতুন গানের উল্লেখ ছিল, সেগুলো হলো-- তব চঞ্চল আঁখি কেন [তথ্য]
- তোমার প্রেমে সন্দেহ মোর [তথ্য]
- পালিয়ে তুমি বেড়াবে কি [তথ্য]
১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩) তারিখে এইচএমভি রেকর্ড কোম্পানির সঙ্গে কবির চুক্তিপত্র হয়। ধারণা করা হয়, চুক্তিপত্রে উল্লিখিত নতুন গানগুলো এই সময়ের কিছু আগে রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের ৩৭ বৎসর ৩ মাস ।- আজি আকাশ মধুর [তথ্য]
- আমি পথ-ভোলা ভিনদেশি গানের পাখি [তথ্য]
- আমি যদি আরব হ'তাম [তথ্য]
- জপ্ লে রে মন মেরা প্রভুকে [তথ্য]
- তুমি আনন্দ ঘন-শ্যাম [তথ্য]
- মুক্তি মুজকো দিনু হে নাথ [তথ্য]
- মেরে মন মন্দির মে [তথ্য]
- রাধাকে প্রাণ আঁধার [তথ্য]
- সকাল সাঁঝে প্রভু সকল কাজে [তথ্য]
- শোক দিয়া হ্যায় তুমহিনে [তথ্য]
- হে ব্রজবল্লভ [তথ্য]
১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে প্রকাশিত নতুন গানের তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
- আঁধার ভীত এ চিত যাচে [তথ্য]
এইচএমভি। এইচটি ৭৬। বাংলার ছেলেমেয়ে (ধীরেন দাস, সিদ্ধেশ্বরী মুখোপাধ্যায় ও সুধীরা সেনগুপ্ত)- মা এলো রে মা এলো [তথ্য]
এইচএমভি। এইচটি ৭৬। বাংলার ছেলেমেয়ে (ধীরেন দাস, সিদ্ধেশ্বরী মুখোপাধ্যায় ও সুধীরা সেনগুপ্ত)- কত যুগ পাই নাই তোমার দেখা [তথ্য]
টুইন। অক্টোবর ১৯৩৬। এফটি ৪৬০৫। পদ্মরাণী- জগতের নাথ তুমি, তুমি প্রভু প্রেমময় [তথ্য]
টুইন। অক্টোবর ১৯৩৬। এফটি ৪৬০৭। আশুতোষ মুখোপাধ্যায়- মা কবে তোরে পারবো দিতে [তথ্য]
টুইন। অক্টোবর ১৯৩৬। এফটি ৪৬০৭। আশুতোষ মুখোপাধ্যায়- পরি' জাফরানী ঘাগরি [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৮৭। অনিমা বাদল- রেশমি রুমালে কবরী বাঁধি [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৮৭। অনিমা বাদল- ওরে নীল যমুনার জল [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৮৮। যূথিকা রায়- তোমার কালো রূপে যাক না ডুবে [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৮৮। যূথিকা রায়- থাক্ এ গৃহ ঘিরিয়া সদা মঙ্গল কল্যাণ [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৮৯। কুমারী পারুল সেন- ব্যথিত প্রাণে দানো শান্তি [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৮৯। কুমারী পারুল সেন- হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৯৩। শিল্পী: রৌশন আরা বেগম। সুর: কমল দাশগুপ্ত- হে প্রিয় নবী রসুল আমার [তথ্য]
এইচএমভি। অক্টোবর ১৯৩৬। এন ৯৭৯৩। শিল্পী: রৌশন আরা বেগম। সুর: কমল দাশগুপ্তবুলবুল পত্রিকার কার্তিক ১৩৪৩ (অক্টোবর-নভেম্বর ১৯৩৬) সংখ্যায় নিম্নোক্ত গানটি প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
- ভেসে আসে সুদূর স্মৃতি [তথ্য]
বুলবুল। কার্তিক ১৩৪৩ (অক্টোবর-নভেম্বর ১৯৩৬)।পত্রিকায় গানটির স্থায়ী ছাপা হয়েছিল- 'ভেসে আসে সুদূর স্মৃতির ম্লান সুরভি'।
১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে, রেকর্ডে প্রকাশিত যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।- কালী কালী মন্ত্র জপি [তথ্য]
টুইন। এফটি ৪৬৪৯। শিল্পী: ইন্দু সেন- কে নিবি মালিকা এ মধুযামিনী [তথ্য]
এইচএমভি। এন ৯৭৯৯। মিস হরিমতী- বাঁশীর কিশোর লুকায়ে হেরেছি [তথ্য]
এইচএমভি। এন ৯৭৯৯। মিস হরিমতী- ওরে বনের ময়ূর কোথায় পেলি [তথ্য]
এইচএমভি। এন ৯৮০০। মিস প্রমোদা- মোর ঘন শ্যাম এলে কি আজ [তথ্য]
এইচএমভি। এন ৯৮০০। মিস প্রমোদা- এলো এলো শবেরাত [তথ্য]
এইচএমভি। এন ৯৮০৬। সাকিনা বেগম (আশ্চর্যময়ী)- ভক্তি ভরে পড়্ রে তোরা [তথ্য]
এইচএমভি। এন ৯৮০৬। সাকিনা বেগম (আশ্চর্যময়ী)
১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে, রেকর্ডে মন্মথ রায়ের রচিত 'সুরথ উদ্ধার' নাটক প্রকাশিত হয়েছিল। 'হিজ মাস্টার্স ভয়েস'-এর প্রচার পুস্তিকায় এই নাটকের গানের বাণী মুদ্রিত হয়েছিল। এই পুস্তিকা অনুসারে গন পাওয়া যায় ৮টি। এই গানগুলো হলো-
- আজ শরতে আনন্দ ধরে না ধরণীতে-১। এন ৯৮০৭। পুরবাসীগণের গান। [তথ্য]
- হেথা নাহি কল্যাণ-২। এন ৯৮০৮ রাজলক্ষ্মীর গান। [তথ্য]
- বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল-৩। এন ৯৮০৯। নর্তকীগণের গান] [তথ্য]
- অন্নপূর্ণা মা এসেছে -৪। এন ৯৮১০। সমবেত কণ্ঠের গান। [তথ্য]
- আয় রণজয়ী পাহাড়ী দল-৫। এন ৯৮১১। পাহাড়ি নর-নারীগণের গান। [তথ্য]
- তোরা মা বলে ডাক -৬। এন ৯৮১২। ভৈরবের গান। [তথ্য]
- পুণ্য মোদের মায়ের আসন-৭। এন ৯৮১৩। প্রজাগণের গান [তথ্য]
- এসেছে রে অধর্মের আজ-৮। এন ৯৮১৪। সমবেত কণ্ঠের গান। [তথ্য]
এছাড়া ব্রহ্মমোহন ঠাকুরের 'নজরুল সঙ্গীত' নির্দেশিকা গ্রন্থে- সুরথ-উদ্ধারের আরও দুটি গানের উল্লেখ রয়েছে। এই গান দুটি হলো-
- হোক প্রবুদ্ধ সঙ্ঘবদ্ধ। এন ৯৮১২। মুনি বালকগণের গীত [তথ্য]
- মাগো মহিষাসুর সংহারিণী এন ৯৮১৪। মল্লিকার গান। [তথ্য]।
বুলবুল পত্রিকার অগ্রহায়ণ ১৩৪৩ (নভেম্বর-ডিসেন্বর ১৯৩৬) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- জানি আমার সাধনা নাই [তথ্য]
১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে, রেকর্ডে প্রকাশিত যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।- স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে [তথ্য]
টুইন। ডিসেম্বর ১৯৩৬। এফটি ৪৭১১। শিল্পী: অমরেন্দ্র ঘোষ- বিদায় বেলায় করুণ সুর [তথ্য]
টুইন। ডিসেম্বর ১৯৩৬। এফটি ৪৭১২। শিল্পী: কার্তিকচন্দ্র দাস- খয়বর জয়ী আলী হায়দর [তথ্য]
টুইন। ডিসেম্বর ১৯৩৬। এফটি ৪৭১৫। শিল্পী: আব্বাস উদ্দিন- নাম মোহাম্মদ বোল্ রে মন [তথ্য]
টুইন। ডিসেম্বর ১৯৩৬। এফটি ৪৭১৫। শিল্পী: আব্বাস উদ্দিন- আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮১৫। নিতাই ঘটক- জাগো কৃষ্ণকলি,জাগো কৃষ্ণকলি [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮১৫। নিতাই ঘটক- কলঙ্কে মোর সকল দেহ [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮১৭। শ্রীমতী বীণাপাণি মুখোপাধ্যায় (মধুপুর)- ললাটে মোর তিলক এঁকো [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮১৭। শ্রীমতী বীণাপাণি মুখোপাধ্যায় (মধুপুর)- এসো চির-জনমের সাথি [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮২১। গিরীন চক্রবর্তী- এলো রমজানেরি চাঁদ [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮২২। রাবেয়া খাতুন- নতুন করে রে জাওয়ান জিন্নত সাজায় [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮২২। রাবেয়া খাতুন
এইচএমভি। ঈদল ফেতর। এইচএমভি দুইটি রেকরডে এই নাটিকাটি প্রকাশ করেছিল। এর রেকর্ড নম্বর ছিল- যথাক্রমে এন ৯৮২৩ এবং ৯৮২৪। নাটিকাটির চরিত্রগুলো ছিল- ফকির জমিদার, ইমতাজ, বদনার মা ও পথচারী। নাটিকাটিতে মোট তিনটি গান ব্যবহার করা হয়েছিল। গানগুলো হলো-- ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস [তথ্য] [শ্রবণ নমুনা]
এন ৯৮২৩। শিল্পী: ধীরেন দাস। চরিত্র: ফকির।- ঈদের খুশির তুফানে আজ [তথ্য]
এন ৯৮২৪। শিল্পী: দলগত গান। কোরাস (মহিলা কণ্ঠ)- প্রাণের প্রিয়তম ঠাকুর [তথ্য]
এন ৯৮২৪। শিল্পী: ধীরেন দাস। চরিত্র: ফকির।
এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত অন্যান্য রেকর্ডের গান- ঈদ মোবারক হোক আজি ঈদ [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮২৫। শিল্পী: লুৎফুন্নেসা- ফিরদৌসের শিরনি এলো [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮২৫। শিল্পী: লুৎফুন্নেসা- হে প্রিয় আমারে দিব না ভুলিতে [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮৩৬ কুমারী বিজন ঘোষ- এ কি অসীম পিয়াসা [তথ্য]
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬। এন ৯৮৩৬ কুমারী বিজন ঘোষ
১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) মাসে বাতিলকৃত রেকর্ডে নতুন গান।
- যেন ভোরে জাগি তব নাম গেয়ে [তথ্য]
এইচএমভি। রবীন্দ্রনাথ বসু (মুল্লুক)
১৯৩৬ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি (রবিবার ২৬ পৌষ ১৩৪৩), কলকাতার ধর্মতলার ওয়ালেস মোল্লা ম্যানসনে ঈদ প্রীতি সম্মেলন হয়। ওই সম্মেলনে সাহিত্যিক ও গুণীজনরা মিলিত হয়েছিলেন। এই সম্মেলনে যোগদান করেছিলেন, তৎকালীন প্রখ্যাত মার্কসবাদী নেতা মানবেন্দ্র রায় এবং তাঁর স্ত্রী এলেন রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দি, খান বাহাদুর তসদ্দুক আহম্মদ, খান বাহাদুর আব্দুর রহমান. মোহাম্মদ বরকতুল্লাহ, গোলাম মোস্তফা, অধ্যক্ষ সুরেশ মৈত্র, মনোজ বসু, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম শামসুদ্দীন, হবীবুল্লাহ বাহার, সুফি জুলফিকার হায়দার প্রমুখ। এ্ই অনুষ্ঠানে নজরুল ও আব্বাস উদ্দীনের এই গানটি পরিবেশন করেছিলেন। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে রিগ্যাল রেকর্ড কোম্পানি গানটি প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- ঈদ মোবারক হো [তথ্য]
১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে, রেকর্ডে প্রকাশিত যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।- নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর [তথ্য]
টুইন। এফটি ৪৭৪৫। ধরিত্রী মুখোপাধ্যায়- আমি বাউল হ'লাম ধূলির পথে [তথ্য]
টুইন। এফটি ৪৭৪৭। শান্তা বসু- সখি কেন এত সাজিলাম যতন করি [তথ্য]
টুইন। এফটি ৪৭৪৭। শান্তা বসু- আয় নেচে নেচে আয় রে বুকে [তথ্য]
টুইন। এফটি ৪৭৪৮। আশুতোষ মুখোপাধ্যায়'- কৃষ্ণ কৃষ্ণ বোল রে মন [তথ্য]
টুইন। এফটি ৪৭৪৮। আশুতোষ মুখোপাধ্যায়'- মুক্তি আমায় দিলে হে নাথ [তথ্য]
এইচএমভি। এন ৯৮৪২। মৃণালকান্তি ঘোষ।- শোক দিয়েছ তুমি হে নাথ [তথ্য]
এইচএমভি। এন ৯৮৪২। মৃণালকান্তি ঘোষ।- আমিনা-দুলাল নাচে হালিমার কোলে [তথ্য]
এইচএমভি। এন ৯৮৪৪। কাশেম মল্লিক
১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসের বাতিলকৃত রেকর্ডে নতুন গান।
- মোরে ভালবাসায় ভুলিও না [তথ্য]
এইচএমভি। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] এইচএমভি কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই সময় নজরুলের বয়স ছিল- ৩৭ বৎসর ৮ মাস।
- জগৎ জুড়ে জাল ফেলেছিস মা [তথ্য]
- বিদায় প্রিয়তম হে [তথ্য]
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারি [মঙ্গলবার, ১৩ মাঘ ১৩৪৩] এইচএমভি কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই সময় নজরুলের বয়স ছিল- ৩৭ বৎসর ৮ মাস।
- এসো মাধব এসে পিও মধু [তথ্য]
- দিও বর হে মোর স্বামী [তথ্য]
- ফুটল যেদিন ফাল্গুনে হায় প্রথম গোলাপ কলি [তথ্য]
- সখি ডরতি হুঁ [তথ্য]
- স্বপন যখন ভাঙবে তোমার [তথ্য]
১৯৩৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৩) মাসে, রেকর্ডে প্রকাশিত যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।- ওগো অন্তরর্যামী ভক্তের তব শোন নিবেদন [তথ্য]
এইচএমভি। এন ৯৮৫২। কে মল্লিক- দিও বর হে মোর স্বামী [তথ্য]
ওগো অন্তরর্যামী ভক্তের তব শোন নিবেদন [তথ্য]- আদরিণী মোর কালো মেয়ে রে [তথ্য]
এইচএমভি। এন ৯৮৫৩। নীলমণি সিংহ- শ্যামা তোর নাম যার জপমালা [তথ্য]
এইচএমভি। এন ৯৮৫৩। নীলমণি সিংহ- কেন তুমি কাঁদাও মোরে [তথ্য]
এইচএমভি। এন ৯৮৫৬। সাকিনা বেগম (হরিমতী)- জানি আমার সাধনা নাই [তথ্য]
টুইন। এফটি ৪৭৭৪। কুমারী মাধবী দাসগুপ্ত- তুমি সুন্দর কপট হে নাথ [তথ্য]
টুইন। এফটি ৪৭৭৫। আব্দুল লতিফ- পাপে তাপে মগ্ন আমি [তথ্য]
টুইন। এফটি ৪৭৭৫। আব্দুল লতিফ- বছর ফিরল ফিরল না বউ [তথ্য]
টুইন। এফটি ৪৭৭৬। চিন্তাহরণ মুখোপাধ্যায়- বসন্ত এলো এলো এলো রে [তথ্য]
টুইন। এফটি ৪৭৮২। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়
১৯৩৭ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩) মাসে, রেকর্ডে প্রকাশিত যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৯ মাস।- আও জীবন মরণ সাথী [তথ্য]
এইচএমভি। মার্চ ১৯৩৭। এন ৯৮৬১। গিরীন চক্রবর্তী- আজি মধুর গগন মধুর পবন [তথ্য]
এইচএমভি। মার্চ ১৯৩৭। এন ৯৮৬১। গিরীন চক্রবর্তী- বেণুকার বনে কাঁদে [তথ্য]
এইচএমভি। মার্চ ১৯৩৭। এন ৯৮৬৫। আব্বাস উদ্দীন- ভুলে যেও,ভুলে যেও [তথ্য]
এইচএমভি। মার্চ ১৯৩৭। এন ৯৮৬৫। আব্বাস উদ্দীন- অসীম বেদনায় কাঁদে [গান-১০১৮] [তথ্য]
এইচএমভি। এন ৯৮৭২। শিল্পী: মুসলিম বন্ধুদ্বয়। সুর: মুসলিম বন্ধুদ্বয়- মরুর ফুল ঝরিল অবেলাতে [তথ্য]
এইচএমভি। এন ৯৮৭২। শিল্পী: মুসলিম বন্ধুদ্বয়। সুর:মুসলিম বন্ধুদ্বয়- একেলা ঢুলিয়া ঢুলিয়া কে যায় [তথ্য]
এইচএমভির সাথে নজরুলের একটি চুক্তিপত্র হয়েছিল ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৫ মার্চ ১৯৩৭ (শুক্রবার, ২১ ফাল্গুন ১৩৪৩)। এই চুক্তি মোতাবেক গানটি ইন্দুবালার কণ্ঠে ধারণ করা হয়েছিল। পরে রেকর্ডটি প্রকাশিত হয় নি।
১৯৪৩ খ্রিষ্টাব্দে চৈত্র (মার্চ-এপ্রিল ১৩৪৩) পত্রিকান্তরে যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।- মুখের কথায় নাই জানালে [তথ্য]
বুলবুল। চৈত্র ১৯৪৩- সেদিন অভাব ঘুচবে কি মোর [তথ্য]
ভারতবর্ষ। চৈত্র ১৩৪৩। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপি: জগৎ ঘটক- সদা হরিরস-মদিরায় [তথ্য]
প্রবর্তক। চৈত্র ১৩৪৩
১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে, রেকর্ডে প্রকাশিত যে সকল নতুন গান প্রকাশিত হয়েছিল, তার তালিকা। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- খুলেছে আজ রঙের দোকান [তথ্য]
টুইন। এফটি ৪৮৪৪। বীণাপাণি (খেঁদি)- আমার কালো মেয়ে পালিয়ে [তথ্য]
এইচএমভি। এন ৯৮৭৭। কুমারী বিজনবালা ঘোষ (কালী)- আমি নামের নেশায় শিশুর মত [তথ্য]
এইচএমভি। এন ৯৮৭৭। কুমারী বিজনবালা ঘোষ (কালী)- তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি [তথ্য]
এইচএমভি। এন ৯৮৮১। মিস প্রমোদা- রাঙা মাটির পথে লো [তথ্য]
এইচএমভি। এন ৯৮৮১। মিস প্রমোদা- ভোর হোল ওঠ্ জাগ্ মুসাফির আল্লা-রসুল বোল্ [তথ্য]
এইচএমভি। এন ৯৮৮৬। মহম্মদ কাসেম- হে মদিনার নাইয়া! [তথ্য]
এইচএমভি। এন ৯৮৮৬। মহম্মদ কাসেম
১৯৩৭ খ্রিষ্টাব্দে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়। যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৮৩৬ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি (বুধবার, ৬ ফাল্গুন ১২৪২)। কিন্তু আয়োজকরা এই অনুষ্ঠান করেছিলেন, ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৩ মার্চ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশতবার্ষিকী পালিত হয়। এই উৎসবের জন্য এইচএমভি রামকৃষ্ণ সম্পর্কিত একটি গানের রেকর্ড প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিলে। এই রেকর্ডে নজরুলের রচিত এই গানটি প্রকাশিত হয়েছিল। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১০ মাস।
- পরম পুরুষ সিদ্ধ যোগী [তথ্য]
এন ৯৮৮৭। যূথিকা রায় ও কমল দাশগুপ্ত।- জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর [তথ্য]
এন ৯৮৮৭। যূথিকা রায় ও কমল দাশগুপ্ত।
এই মাসের বাতিলকৃত রেকর্ড
- মেঘ-বরণ কন্যা থাকে মেঘলামতীর দেশে (রে) [তথ্য]
শিল্পী: আব্বাস উদ্দীন। রেকর্ডটি বাতিল হয়ে গিয়েছিল- এসো প্রিয়তম এসো প্রাণে [তথ্য]
ব্রহ্মমোহন ঠাকুরের 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে [পৃষ্ঠা: ১৩৪-১৩৫] এই গানটির রেকর্ড সম্পর্কে লিখেছেন- '... মিস প্রমোদার কণ্ঠে ২০.৪.১৯৩৭ তারিখে রেকর্ড হয় কিন্তু রেকর্ডটি প্রকাশিত হয় নি। (সূত্র: নিতাই ঘটকের ব্যক্তিগত রেকর্ড রেজিস্টার্ড)।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪), কলকাতার নাট্যনিকেতন মঞ্চে অভিনীত হয়েছিল- মন্মথ রায়ের রচিত নাটক ' সতী মঞ্চস্থ হয়। এই নাটকে নজরুলের রচিত ১১টি গানই ছিল। এই গানগুলো হলো-
- একদা সব সুরাসুরের খেয়াল হল [তথ্য]
চরিত্র: কথক। শিল্পী: রাধাচরণ ভট্টাচার্য- ত্রিভুবনবাসী যুগল মিলন [তথ্য]
চরিত্র: কৈলাসবাসীদের গান।]- দেব আর্শীবাদ- লহ সতী পুণ্যবতী [তথ্য]
চরিত্র: সখীদের গান]- দেবী তোমার চরণ কমল [তথ্য]
চরিত্র: বিজয়ার গান। শিল্পী: দুর্গারাণী- পাষাণী মেয়ে! আয়, আয় বুকে আয় [তথ্য]
চরিত্র: বৈতালিক। শিল্পী: রাধাচরণ ভট্টাচার্য।- বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো [তথ্য]
চরিত্র: সখীদের গান।- বাবার হলো বিয়ে [তথ্য]
চরিত্র: ভৃঙ্গীর গান। শিল্পী: মণি ঘোষ ও পঞ্চানন বন্দ্যোপাধ্যায়।- বিরূপ আঁখির কি রূপই তুই আঁকলি [তথ্য]
চরিত্র: বিজয়া। শিল্পী: দুর্গারাণী।- যদি বুদ্ধির শ্রীবৃদ্ধি চাও [তথ্য]
চরিত্র: কৈলাসবাসীদের গান- সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো [তথ্য]
বিজয়ার গান। শিল্পী: দুর্গারাণী।
নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের (১-২৪ মে ১৯৩৭ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ) শেষ কয়েকদিনে রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত রচনাসমূহ।
রেকর্ডে প্রকাশিত নতুন গান।
- গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৪। শিল্পী: রাধারাণী- শ্রান্ত বাঁশরি সকরুণ সুরে কাঁদে যবে [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৪। শিল্পী: রাধারাণী- মোর শ্যাম সুন্দর এসো [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৫। শিল্পী: কে মল্লিক- সুবল সখা! এই দেখ্ [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৫। শিল্পী: কে মল্লিক- মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৬। মৃণালকান্তি ঘোষ- (তুই) মা হ'বি না মেয়ে হ'বি [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৬। মৃণালকান্তি ঘোষ- নূরের দরিয়ায় সিনান করিয়া [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৯। আব্বাসউদ্দিন ও কাশেম মল্লিক- সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ এসেছে ফিরে [তথ্য]
এইচএমভি। মে ১৯৩৭। এন ৯৮৯৯। আব্বাসউদ্দিন ও কাশেম মল্লিক- প্রেম অনুরাগে শ্রী-মুখ উজ্জ্বল [তথ্য]
টুইন। এফটি ৪৮৮০। আশুতোষ মুখোপাধ্যায়- হারিয়ে গেছে ব্রজের কানাই [তথ্য]
টুইন। এফটি ৪৮৮০। আশুতোষ মুখোপাধ্যায়- যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল [তথ্য]
টুইন। এফটি ৪৮৮৪। আব্দুল লতিফ ও তার সঙ্গীরা- আজি আল কোরায়শী প্রিয় নবী [তথ্য]
টুইন। এফটি ৪৮৮৪। আব্দুল লতিফ ও তার সঙ্গীরা
এই মাসের বাতিলকৃত রেকর্ড
নিম্নোক্ত দুটি গান গেয়েছিলেন ফণিবাবু। এইচএমভি কোম্পানি শ্রবণ নমুনা নিয়েছিল ৭ মে ১৯৩৭ (শুক্রবার, ২৪ বৈশাখ ১৩৪৪)। রেকর্ডিটি পরে বাতিল হয়ে গিয়েছিল।
- যে নামে মা ডেকেছিল [তথ্য]
- দুর্গতি -নাশিনী আমার [তথ্য] নিম্নোক্ত গানটি ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২০ মে (বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৩৪৪) এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এর মাদার কাস্ট নম্বর ও.এম.সি ৭০২৮। শিল্পী নীলমণি সিংহ। সুর: নজরুল ইসলাম। রেকর্ডি পরে বাতিল হয়ে গিয়েছিল।
- যমুনাকে তীরপে স্যখিরি সুনি ম্যায় [তথ্য]