৩৮ বৎসর অতিক্রান্ত বয়স

নজরুল ইসলামের ৩৮ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪৪ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৫মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪৫ বঙ্গাব্দ (মঙ্গলবার ২৪শে মে ১৯৩৮ খ্রিষ্টাব্দ)


২৫-৩১ মে ১৯৩৭ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪৪)
নজরুলের ৩৮ বৎসর অতিক্রান্ত বয়সের শুরুতে নতুন কোনো রচনার সন্ধান পাওয়া যায় না।

জুন ১৯৩৭ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৪)
এই মাসে বাতিলকৃত রেকর্ড জুলাই ১৯৩৭ (১৭ আষাঢ় -১৫ শ্রাবণ ১৩৪৪)
১ জুলাই (বৃহস্পতিবার ১৭ আষাঢ় ১৩৪৪), কলকাতার ১০৬, আপার চিৎপুর রোড গ্রামোফোন রিহার্সল রুমে নজরুল নার্গিসের একটি লেখা চিঠি পান। চিঠি প্রাপ্তির সময় সেখানে শৈলজানন্দ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। নজরুল তাঁকেই চিঠি পড়তে দেন। চিঠি পড়া শেষে শৈলজানন্দ নজরুলকে উত্তর লিখতে বলেন। এরপর নজরুল নার্গিস-কে চিঠি লেখেন।   
         [নার্গিস-কে লেখা পত্র]

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান এই মাসে বাতিলকৃত রেকর্ড এই মাসে রেকর্ডকোম্পানির সাথে চুক্তিকৃত গান
১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তির তালিকায় যে সকল গানের উল্লেখ পাওয়া যায়, সে গুলো হলো-
এই মাসে পত্রিকায় প্রকাশিত গান আগষ্ট ১৯৩৭ (১৬ শ্রাবণ-১৫ ভাদ্র ১৩৪৪)
এই মাসের ১৮ আগষ্ট শরদিন্দু বন্দ্যোপাধায়ের রচিত 'বন্ধু‌' নাটক মঞ্চস্থ হয়েছিল। এই নাটকের সঙ্গীত পরিচালনায় ছিলেন কৃষ্ণচন্দ্র দে কাজী নজরুল ইসলাম

এই মাসে প্রকাশিত রেকর্ডের তালিকা
 

সেপ্টেম্বর ১৯৩৭ (১৬ ভাদ্র -১৪ আশ্বিন ১৩৪৪)

এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা

  • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৬। বাংলার ছেলেমেয়ে
    • ওরে আয় অশুচি আয়রে পতিত [তথ্য]
    • প্রণমামী শ্রীদুর্গে নারায়ণী [তথ্য]
  • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৭। যূথিকা রায়
    • কেঁদো না কেঁদো না মাগো  [তথ্য
    • মায়ের চেয়েও শান্তিময়ী [তথ্য]
  • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৪৮। শিল্পী: কমলা পাট্টাদার
    • ব্রজপুর-চন্দ্র পরমসুন্দর [তথ্য]
  • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৪। খগেন্দ্রনাথ চক্রবর্তী (বাঞ্ছা বাবু)।
  • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৫। গ্রামোফোন ক্লাব [গিরীন চক্রবর্তী ও হরিমতি]
    • তুমি কি নিশীথ চাঁদ [তথ্য]
    • ফুল বীথি এলে অতিথি [তথ্য]
  • এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৭। এন ৯৯৫৬।  মহম্মদ কাসেম
    • কল্‌মা শাহাদতে আছে খোদার জ্যোতি [তথ্য]
    • দূর আজানের মধুর ধ্বনি বাজে [তথ্য]
  • টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২০৯৩।  মিস লক্ষ্মী
    • ওগো চৈতী রাতে চাঁদ, যেয়ো না [তথ্য]
  • টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২০৯৭। শিল্পী: মোহনলাল সুকুল (শুল্কা)। সুর: সুবল দাশগুপ্ত
    • অনাদরে স্বামী পড়ে আছি আমি [তথ্য]
    • প্রভু তোমারে খুঁজিয়া মরি ঘুরে ঘুরে বৃথা দূরে চেয়ে থাকি  [তথ্য]
  • টুইন। সেপ্টেম্বর ১৯৩৭। এফটি ১২১০০। আব্বাস উদ্দিন
    • ত্রাণ কর মওল মদিনার [তথ্য]
    • আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা [তথ্য]

১৭ সেপ্টেম্বর (শুক্রবার ১ আশ্বিন ১৩৪৪), শরৎচন্দ্রের জন্মদিনে অল ইন্ডিয়া রেডিও তাঁকে সংবর্ধনার জন্য বিশাল আয়োজন করা হয়েছিল। এই উৎসব উপলক্ষে কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত 'শরৎশর্বরী' অনুষ্ঠানে নজরুল স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

২১  সেপ্টেম্বর (মঙ্গলবার, ৫ আশ্বিন ১৩৪৪) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে নিম্নোক্ত গানের উল্লেখ ছিল।

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা অক্টোবর ১৯৩৭ (১৫ আশ্বিন- ১৪ কার্তিক ১৩৪৪)
এই মাসের ২৮ তারিখে (বৃহস্পতিবার ১১ কার্তিক ১৩৪৪), ৫৩-জি হরি ঘোষ স্ট্রিট, কলকাতা থেকে কুমুদরঞ্জন মল্লিককে চিঠি লেখেন। [কুমুদরঞ্জ মল্লিক-কে লেখা পত্র]

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত গান

নভেম্বর ১৯৩৭ (১৫ কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৪৪)

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে বাতিলকৃত রেকর্ড

ডিসেম্বর ১৯৩৭ (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪৪)
৪ ডিসেম্বর (শনিবার ১৮ পৌষ ১৩৪৪), দেবদত্ত শীলের মালিকানাধীন দেবদত্ত ফিল্মসের প্রযোজনায় এবং চারু রায়ের পরিচালনায় ছায়াছবি ' গ্রহের ফের'  কলকাতার রূপবাণী প্রেক্ষাগৃহের মুক্তি পায়। এই ছবিতে অজয় ভট্টাচার্যের রচিত ৬টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলোর সুরকার ছিলেন নজরুল। গানগুলো হলো- এই মাসে গিরিশচন্দ্র ঘোষের রচিত বিল্বমঙ্গল নাটকের রেকর্ড প্রকাশিত হয়েছিল। উল্লেখ, মূল নাটকের নাম ছিল 'বিল্বমঙ্গল ঠাকুর'। নাটকটি প্রথম স্টার থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল, বঙ্গাব্দের ১২৯৩ বঙ্গাব্দের ২০ আষাঢ়, (১২ জুন ১৮৮৬)। রেকর্ডে নাটকটি প্রচারের সময় এর নাম দেওয়া হয়েছিল 'বিল্বমঙ্গল'। এই নাটকে গানগুলো রচনা করেছিলেন গিরিশচন্দ্র। গিরিশ রচনাবলী চতুর্থ খণ্ডে [সাহিত্য সংসদ, ১৯৪৭] অন্তর্ভুক্ত 'বিল্বমঙ্গল ঠাকুর' নাটকে গানগুলোর অঙ্ক ও গর্ভাঙ্কের বিচারে নিচে তুলে ধরা হলো- ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি যখন গিরিশচন্দ্র ঘোষের রচিত 'বিল্বমঙ্গল ঠাকুর' নাটকটি অবলম্বনে 'বিল্বমঙ্গল' একটি রেকর্ড নাটক প্রকাশ করে, তখন তাতে গিরিশচন্দ্রের গান ছাড়াও আরও কিছু গান যুক্ত করেছিল। ব্রহ্মমোহন ঠাকুরের 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থ থেকে ৪টি গান নজরুলের রচিত বলে জানা যায়।  এই গান ৪টি হলো-

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত গান

জানুয়ারি ১৯৩৮ (১৭ পৌষ-১৭ মাঘ ১৩৪৪)

এই মাসের বাতিলকৃত রেকর্ড

বেতারে নজরুলের রচনা ফেব্রুয়ারি ১৯৩৮  (১৮ মাঘ -১৬ ফাল্গুন ১৩৪৪)

মার্চ ১৯৩৮ (১৭ ফাল্গুন- ১৭ চৈত্র ১৩৪৪)

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা এপ্রিল ১৯৩৮ (১৮ চৈত্র ১৩৪৪-১৭ বৈশাখ ১৩৪৫)

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
এই ছবিতে ব্যবহৃত গানের তালিকা।
  • মধুঋতু মধুকর পতি
  • আজু রজনী হম
  • সজল নয়ন করি
  • অব মথুরাপরে মাধব গেল
  • নব বৃন্দাবন নব নব তরুগণ
  • সখি হে হমর দুখক নহি ওরে রে
  • অঙ্গন আওব যব রসিয়া
  • রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায় [তথ্য]  [নজরুলের রচিত]
  • সখি কে বলে পীরিতি ভালো
  • ওরে রে সফল হবে সকল পূজা
  • আমার বাহির দুয়ার কপাট লেগেছে
  • ও তোর অভিনয় লগ্ন এলো [রচনা শৈলেন রায়]
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান এপ্রিল মাসের ৭-৮ তারিখে (২৪-২৫ চৈত্র ১৩৪৪), কলকাতায় বঙ্গীয় মুসলমান সাহিত্য-সম্মেলনের কাব্য শাখায় নজরুল সভাপতিত্ব করেন ও ভাষণ দেন।

২১ এপ্রিল (বৃহস্পতিবার ৮ বৈশাখ ১৩৪৫), নবেন্দুসুন্দর বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় কলকাতা থেকে প্রচারিত সান্ধ্য অনুষ্ঠানে নজরুল আবৃত্তি করেন।

২৩ এপ্রিল (শনিবার ১০ বৈশাখ ১৩৪৫), কলকাতা বেতরাএর সান্ধ্য অনুষ্ঠানে নজরুল আধুনিক বাংলা গানের গতি-প্রকৃতি সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল  (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানগুলোর উল্লেখ ছিল। ১-২৪ মে ১৯৩৮ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ)
১২ মে (বৃহস্পতিবার ২৯ বৈশাখ ১৩৪৫) কলকাতা বেতারের সান্ধ্য অনুষ্ঠান নজরুল 'গান রচনা' বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা