৩৪ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৩৪বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪০ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫মে ১৯৩৩ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল  ১০ জ্যৈষ্ঠ ১৩৪১ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৪শে মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ)


এই বছরে রচিত নতুন গান ছিল ২৪৩টি। ৩৪ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ৮২৫টি।

২৫-৩১ মে ১৯৩৩ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪০)
মে মাসের শেষ কয়েকদিনে নজরুলের কোনো নতুন রচনা প্রকাশিত হয় নি। তবে ব্রহ্মমোহন ঠাকুরের নজরুল সঙ্গীত নির্দেশিকা গ্রন্থ থেকে জানা যায়- ২৯ মে (সোমবার ১৫ জ্যৈষ্ঠ) নজরুলের সাথে এইচএমভি‌র একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিতে ৩টি গানের উল্লেখ পাওয়া যায়। গানগুলো হলো-

  1. খোদার হবীব হলেন নাজেল [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  চুক্তি, এইচএমভি [২৯ মে ১৯৩৩ (সোমবার ১৫ জ্যৈষ্ঠ ১৩৪০)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  2. ওগো আমরা বাঙালী বাবু (নখ-দন্ত-বিহীন) [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  চুক্তি, এইচএমভি [২৯ মে ১৯৩৩ (সোমবার ১৫ জ্যৈষ্ঠ ১৩৪০)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  3. শুচিবাই  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  চুক্তি, এইচএমভি [২৯ মে ১৯৩৩ (সোমবার ১৫ জ্যৈষ্ঠ ১৩৪০)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।

    ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৭ জুন (মঙ্গলবার, ১৩ আষাঢ় ১৩৪০) নজরুল ইসলামের অষ্টম সঙ্গীত সংকলনগুলবাগিচা প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস। এই গ্রন্থের মোট ৮৭টি গান অন্তর্ভুক্ত হয়েছিল। এর ভিতরে নতুন গান ছিল ৬৪টি। গানগুলো হলো-
     
  4. অচেনা সুরে অজানা পথিক [গুল-বাগিচা-৩০] [তথ্য]
  5. অঝোর ধারায় বর্ষা ঝরে [গুল-বাগিচা-৩৪] [তথ্য]
  6. আঁখি-বারি আঁখিতে থাক [গুল-বাগিচা-৪] [তথ্য]
  7. আঁচলে হংস-মিথুন আঁকা [গুল-বাগিচা-২৯] [তথ্য]
  8. আজি এ বাদল দিনে [গুল-বাগিচা-২৫] [তথ্য]
  9. আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে [গুল-বাগিচা-৪৪] [তথ্য]
  10. আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে [গুল-বাগিচা-৫৮] [তথ্য]
  11. আসিলে কে গো বিদেশী [গুল-বাগিচা-২১] [তথ্য]
  12. আসে রজনী সন্ধ্যামণির প্রদীপ জ্বলে [গুল-বাগিচা-৪৩] [তথ্য]
  13. উম্মত আমি গুনাহ্‌গার [গুল-বাগিচা-৮০] [তথ্য]
  14. এ কুঞ্জে পথ ভুলি কোন্ ‌[গুল-বাগিচা-১৪] [তথ্য]
  15. এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি [গুল-বাগিচা-৬৬] [তথ্য]
  16. এই দেহেরই রঙমহলায় [গুল-বাগিচা-৬৩] [তথ্য]
  17. একলা ভাসাই গানের কমল [গুল-বাগিচা-৩৫] [তথ্য]
  18. এসো বঁধু ফিরে এসো [গুল-বাগিচা-২২[তথ্য]
  19. কত কথা ছিল তোমায় বলিতে [গুল-বাগিচা-৩২] [তথ্য]
  20. কত কথা ছিল বলিবার, বলা হলো না [গুল-বাগিচা-৯][তথ্য]
  21. কপোত কপোতী উড়িয়া বেড়াই [গুল-বাগিচা-৬৫] [তথ্য]
  22. কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ [গুল-বাগিচা-৪২]  [তথ্য]
  23. কেন ফোটে কেন কুসুম ঝরে যায় [গুল-বাগিচা-৭] [তথ্য]
  24. কোন্ কুসুমে তোমায় আমি [গুল-বাগিচা-১৫] [তথ্য]
  25. গুলবাগিচার বুলবুলি আমি  [গুল-বাগিচা-১] [তথ্য]
  26. চম্পক-বরণী টলমল তরণী [গুল-বাগিচা-৬৭] [তথ্য]
  27. চারু চপল পায়ে যায় যুবতী গোরী [গুল-বাগিচা-৫৬] [তথ্য]
  28. চোখের নেশার ভালোবাসা [গুল-বাগিচা-১৩]  [তথ্য]
  29.  জগতে আজিকে যারা (চল্‌ রে সুমুখে তোরা) [গুল-বাগিচা-৭২] [তথ্য]
  30. ঝুমকো লতার চিকন পাতায়  [গুল-বাগিচা-১৭] [তথ্য]
  31. তোমার কুসুম বনে আমি আসিয়াছি ভুলে [গুল-বাগিচা-৮] [তথ্য]
  32. দুপুর বেলাতে একলা পথে [গুল-বাগিচা-৫৩] [তথ্য]
  33. দুরন্ত দুর্মদ প্রাণ অফুরাণ [গুল-বাগিচা-৭১] [তথ্য]
  34. দুলবি কে আয় মেঘের দোলায় [গুল-বাগিচা-৩৭] [তথ্য]
  35. দোপাটি লো, লো করবী [গুল-বাগিচা-৪৫] [তথ্য]
  36. নাচে সুনীল দরিয়া [গুল-বাগিচা-৫১] [তথ্য]
  37. নাহি কেহ আমার ব্যথার সাথী [গুল-বাগিচা-২৩] [তথ্য]
  38. পথ চলিতে যদি চকিতে [গুল-বাগিচা-৬] [তথ্য]
  39. পরো পরো চৈতালী-সাঁঝে [গুল-বাগিচা-১৬] [তথ্য]
  40. পিয়া পাপিয়া পিয়া বোলে [গুল-বাগিচা-১২] [তথ্য]
  41. ফিরি পথে পথে মজনুঁ দীওয়ানা [গুল-বাগিচা-৮১] [তথ্য]
  42. বকুল চাঁপার বনে কে মোর [গুল-বাগিচা-৩]  [তথ্য]
  43. বনে চলে বনমালী [গুল-বাগিচা-৫৯] [তথ্য]
  44. বরষ মাস যায়-সে নাহি আসে [গুল-বাগিচা-১৮] [তথ্য]
  45. বাসন্তী রঙ শাড়ি পরো [গুল-বাগিচা-৪৬] [তথ্য]
  46. বৃথা তুই কাহার পরে করিস অভিমান [গুল-বাগিচা-১১] [তথ্য]
  47. ভুবন-জয়ী তোরা কি হায়  [গুল-বাগিচা-৮২] [তথ্য]
  48. ভেঙো না ভেঙো না বঁধু [গুল-বাগিচা-২০] [তথ্য]
  49. মদির আবেশে কে চলে ঢুলঢুল আঁখি [গুল-বাগিচা-৫০]  [তথ্য]
  50. মনে যে মোর মনের ঠাকুর [গুল-বাগিচা-৬২]  [তথ্য]
  51. মহুয়া ফুলের মদির ঘন সুবাসে [গুল-বাগিচা-৫২] [তথ্য]
  52. মাধবী-লতার আজি মিলন সখি [গুল-বাগিচা-২৪] [তথ্য]
  53. মার্‌হাবা সৈয়দে মক্কী-মদিনী [গুল-বাগিচা-৮৫]  [তথ্য]
  54. মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা [গুল-বাগিচা-২৭] [তথ্য]
  55. মোর পুষ্প-পাগল মাধবী-কুঞ্জে [গুল-বাগিচা-৬১] [তথ্য]
  56. যেন ফিরে না যায় এসে [গুল-বাগিচা-৪৯] [তথ্য]
  57. যৌবন সিন্ধু টলমল [গুল-বাগিচা-৫৫] [তথ্য]
  58. রিমি্‌ ঝিম্‌ রিমি ঝিম্‌ ঐ নামিল দেয়া [গুল-বাগিচা-৩৯] [তথ্য]
  59. সাধ জাগে মনে পরজীবনে [গুল-বাগিচা-২৮] [তথ্য]
  60. হেরি আজ শূন্য নিখিল [গুল-বাগিচা-৩১] [তথ্য]
  61. শিউলি তলায় ভোর বেলায় [গুল-বাগিচা-৫৪] [তথ্য]
  62. শিউলি ফুলের মালা দোলে [গুল-বাগিচা-৬৮] [তথ্য]
  63. শেষ হ'ল মোর এ জীবনে ফুল [গুল-বাগিচা-৪১] [তথ্য]
  64. সাহারাতে ডেকেছে আজ বান [গুল-বাগিচা-৭৯] [তথ্য]
  65. স্বদেশ আমার ! জানি না তোমার [গুল-বাগিচা-৬৯] [তথ্য]
  66. স্বপ্নে দেখেছি ভারত-জননী [গুল-বাগিচা-৭০] [তথ্য]
  67. হে চির সুন্দর বিশ্ব চরাচর [গুল-বাগিচা-৬৪] [তথ্য]

    ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ়) রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত নতুন গানগুলো হলো-
     

  68. সকরুণ নয়নে চাহ আজি মোর বিদায়-বেলা [[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  এইচএমভি। এন ৭১১৩। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  69. সেদিন প্রভাতে অরুণ শোভাতে[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  এইচএমভি। এন ৭১১৩। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  70. ধন নিয়ে সব ভালো ভালো  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  এইচএমভি । জেএনজি ৫৮। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়।
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  71. হয়ে গেছি জারক নেবু [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  এইচএমভি  [জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৫৮। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়।
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  72. আজো ফোটেনি কুঞ্জে মম [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  মেগাফোন। জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৬০। শিল্পী: মিস পটল।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১ মাস।
  73. একলা ভাসাই গানের কমল [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মোহাম্মদী [আষাঢ় ১৩৪০ (জুন-জুলাই ১৯৩৩)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১ মাস।

    ১৯৩৩ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪০) মাসে রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত নতুন গানগুলো হলো-
  74.  হায় ঝরে যায় মোর আশা-কুসুম [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  মেগাফোন [জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ্র ১৩৪০)]। জেএনজি ৬২। শিল্পী: ধীরেন দাস
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১ মাস।
  75. কুল রাখ না-রাখ [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  মেগাফোন জুলাই ১৯৩৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৪০)।জেএনজি ৬৪। শিল্পী: মিস মন্টি।

  76. নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  77. অসুর বাড়ির ফেরত এ মা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  টুইন [জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)। এফটি ২৮২১। শিল্পী: মাস্টার কমল
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  78. এ কি অপরূপ রূপে মা তোমায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:  টুইন [জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)। এফটি ২৮২১। শিল্পী: মাস্টার কমল
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  79. গগনে প্রলয় মেঘের মেলা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি।[ জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০)। এন ৭১২২। শিল্পী: ধীরেন্দ্রনাথ দাস
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  80. বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি।[ জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০)। এন ৭১২২। শিল্পী: ধীরেন্দ্রনাথ দাস
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১ মাস।
  81. এসো শারদ প্রাতের পথিক  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গুলিস্তাঁ। শ্রাবণ ১৩৪০ (জুলাই-আগষ্ট ১৯৩৩)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১ মাস।
  82. দেশপ্রিয় নাই শুনি ক্রন্দন [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৩ জুলাই (রবিবার ৭ শ্রাবণ ১৩৪০), কংগ্রেস নেতা এবং জাতীয়তাবাদী আইনজীবী দেশপ্রিয় যতীন্দ্রনাথ সেনগুপ্ত কারান্তরে মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে তিনি 'দেশপ্রিয় যতীন্দ্রমোহনের তিরোধানে' শীর্ষক কবিতাটি রচনা করেন।  পরে তিনি এই কবিতাটিকে গানে পরিণত করেছিলেন।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১ মাস।

    ১৯৩৩ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪০) মাসে রেকর্ড প্রকাশিত নতুন গানগুলো হলো-
     
  83. আজি মিলন বাসর প্রিয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:এইচএমভি। আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-আশ্বিন ১৩৪০)এন ৭১৩৩। ধীরেন দাস ও মিস্ বীণাপাণি।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ২ মাস।

  84. ধীরে যায় ফিরে ফিরে চায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:এইচএমভি। আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-আশ্বিন ১৩৪০)এন ৭১৩৩। ধীরেন দাস ও মিস্ বীণাপাণি।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ২ মাস।
  85. রিমি ঝিম রিমি ঝিম ঐ নামিল দেয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-আশ্বিন ১৩৪০)। জেএনজি ৭০। শিল্পী আভা সরকার

    ১৩৪০ বঙ্গাব্দের  ভাদ্র (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩) মাসে পত্রিকায় প্রকাশিত নতুন গানগুলো হলো-
     
  86. ছন্দের বন্যা হরিণী অরণ্যা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  87. তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  88. দূর বনান্তের পথ ভুলি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  89. তোমার বাণীরে করিনি গ্রহণ[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  90. কল কল্লোল ত্রিংশ কোটি কণ্ঠে উঠেছে গান [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:মোয়াজ্জিন। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  91. শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:মোয়াজ্জিন। ভাদ্র ১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।


  92. ১৯৩৩ বঙ্গাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৯৪০) মাসে রেকর্ডে প্রকাশিত নতুন গান। এই মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে যোগেশ চৌধুরী'র রচিত 'মীরাবাঈ'-এর রেকর্ড নাটক প্রকাশিত হয়েছিল। এই রেকর্ডে  নজরুলের দুটি গান প্রকাশিত হয়েছিল।
     
  93. আজো হেথা তেমনি ধারা বাজে শ্যামের বাঁশরি [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:এইচএমভি। এন ৭১৫৩। সমবেত কণ্ঠে গীত।
  94. কও কথা কও কথা হে দেবতা  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:এইচএমভি। এন ৭১৪৫। চরিত্র: মীরাবাঈ। নাট্যকার: যোগেশ চৌধুরী। শিল্পী: মিস প্রভা
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ৩ মাস।

  95.  
  96. হরি নাচত নন্দদুলাল (নাচত নন্দদুলাল ) [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। এন ৭১৪৭। চরিত্র মীরাবাঈ।  নাট্যকার: যোগেশ চৌধুরী। সুর ধীরেন দাস।  শিল্পী কমল ঝরিয়া।
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ৩ মাস।
  97.  

    অন্যান্য রেকর্ডে প্রকাশিত গান
     
  98.  ব্রজবাসী মোরা এসেছি মথুরা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। এইচটি ৫১। শিল্পী ধীরেন দাস ও ইন্দুবালা।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  99. জাগো জাগো, রে মুসাফির  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)]। এন ৭১৪১। শিল্পী: মাস্টার সুনীল।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  100. স্বপনের ফুলবনে যেদিন দেখিনু [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। এন ৭১৪১। শিল্পী মাস্টার সুনীল বসু। সুর নজরুল
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  101.  জাগো যোগমায়া জাগো [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)।এন ৭১৫৬। শিল্পী: কে মল্লিক
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  102. বিদেশী অতিথি সিন্ধুপারে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)।এন ৭১। শিল্পী: কে মল্লিক
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।
  103. আজ প্রভাতে বাহির পথে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। জেএনজি ৭৩। শিল্পী: নিমাইচন্দ্র চক্রবর্তী
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৩ মাস।

    ১৩৪০ বঙ্গাব্দের  আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩) মাসে পত্রিকায় প্রকাশিত নতুন গানগুলো হলো-
     
  104. চল্‌ রে চপল তরুণদল বাঁধন-হারা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মোয়াজ্জিন। আশ্বিন ১৩৪০ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।
  105. দূর প্রবাসে প্রাণ কাঁদে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মোয়াজ্জিন। আশ্বিন ১৩৪০ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।
  106. আর লুকাবি কোথা মা কালী [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: ভারতবর্ষ। আশ্বিন ১৩৪০ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৩)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।
  107. বহে বনে সমীরণ ফুল জাগানো  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি, চুক্তি।১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার ১৩ আশ্বিন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।
  108. উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি, চুক্তি।১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার ১৩ আশ্বিন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।

    অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০) মাসে রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত নতুন গান
     
  109. এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।
  110. দুষ্টু ছেলের গান  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মোয়াজ্জিন [কার্তিক ১৩৪০ (নভেম্বর-ডিসেম্বর ১৯৩৩)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৪ মাস।

    নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)মাসে রেকর্ডে প্রকাশিত নতুন গান
     
  111. সখি যায়নি ত শ্যাম মথুরায় আর [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)।।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।
  112. উচাটন মন ঘরে রয় না (পিয়া মোর) [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।
  113. ব্যথার আগুনে হৃদয় আমার [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।
  114. পিউ পিউ পিউ বোলে পাপিয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।
  115. রহি রহি কেন আজো সেই মুখ মনে পড়ে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।
  116. আবু আর হাবু দুই ভায়ে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।
  117. চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৫ মাস।


  118. ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০) পত্রিকা ও রেকর্ডে প্রকাশিত নতুন গান
     
  119. আমি রচিয়াছি নব ব্রজধাম  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  120. আমি ময়নামতীর শাড়ি দেব [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  121. এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  122. আমি অলস উদাস আন্‌মনা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  123. শূন্য এ-বুকে পাখী মোর আয় [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  124. স্নিগ্ধ-শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  125. বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  126. শুকনো পাতার নূপুর পায়ে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  127. চ'ম্‌কে চ'ম্‌কে ধীর (পল্লী বালিকা বনপথে)  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:এইচএমভি। ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  128. রাত্রি-শেষের যাত্রী আমি  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  129. ওহে রসিক রসাল কদলী[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।
  130. একদা এক হাড়ের গলা বাঘ ফুটিয়াছিল   [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ- পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৬ মাস।


  131. জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০) পত্রিকা ও রেকর্ডে প্রকাশিত নতুন গান

  132. জাগো ব্যথার ঠাকুর  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  133. অবিরত বাদর বরষিছে ঝরঝর [গান-১০১২] [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  134. চমকে চপলা মেঘে মগন গগন [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  135. ধূলার ঠাকুর ধূলার ঠাকুর [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  136. হরি নামের সুধায় ক্ষুধা তৃষ্ণা নিবারি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  137. আমি রাজার কুমার পথ ভোলা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  138. হে দুখ-হরণ ভক্তের শরণ  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  139. শিশু নটবর নেচে নেচে যায়  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  140. মধুর ছন্দে নাচে আনন্দে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  141. গহন বনে শ্রীহরি নামের [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  142. দাও দেখা দাও দেখা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  143. ফুটিল মানস-মাধবী-কুঞ্জে (মম মানস-মাধবীলতার)  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  144. হৃদি-পদ্মে চরণ রাখো [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  145. ফিরে আয় ওরে ফিরে আয় [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  146. নাচো বনমালী করতালি দিয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  147. জয় পীতাম্বর শ্যাম সুন্দর [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  148. কাঁদিস্‌নে আর কাঁদিস্‌নে মা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: 'ধ্রুব' । ১ জানুয়ারি ১৯৩৩ (১৮ পৌষ ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  149. এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। পৌষ ১৩৪০ (জানুয়ারি-এপ্রিল ১৯৩৪)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  150. ভূমিকম্পের প্রলয় লীলায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৫ জানুয়ারি (সোমবার ১ মাঘ ১৩৪০) বিহারের প্রবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতিতে স্থানীয় অনেক মানুষ নিঃস্ব হয়ে হয়ে পড়ে। এসব নিরাশ্রায়ী সহায়-সম্বলহীন মানুষের জন্য নজরুল এই গানটি রচনা করেছিলেন।
    প্রথম প্রকাশ:মোয়াজ্জিন [চৈত্র ১৩৪০ (মার্চ-এপ্রিল ১৯৩৪)।]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  151. আঁখি ঘুম ঘুম ঘুম [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:মেগাফোন  [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  152. বকুল তলে ব্যাকুল বাঁশী কে বাজায়  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  153. এ তো ঘুম নয় সই [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  154. গত রজনীর কথা পড়ে মনে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  155. তুমি নন্দন পথভোলা[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  156. জাগো দুস্তর পথের নব যাত্রী [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  157. ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  158. ভুলে যাও বলে জানাও মনে রাখার  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  159. ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  160. চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  161. নবীন বসন্তের রাণী তুমি  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  162. পরাণ হরিয়াছিলে পাশরিয়া  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  163. নবীর মাঝে রবির সম [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  164. ফুলে পুছিনু, বল বল (আল্লাহু! আল্লাহু) [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  165. গোধুলীর রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ গগনে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  166. ঘুমায়েছে ফুল পথের ধূলায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [ জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।
  167. কলঙ্ক আর জ্যোৎস্নায় মেশা তুমি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: ছায়াবীথি। মাঘ ১৩৪০ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৪)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৭ মাস।

    ফেব্রুয়ারি ১৯৩৪  (মাঘ-ফাল্গুন ১৩৪০) পত্রিকা ও রেকর্ডে প্রকাশিত নতুন গান
  168. মণি-মঞ্জির বাজে অরুণিত চরণে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  169. মোর মাধব-শূন্য-মাধবী -কুঞ্জে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  170. ফিরে গেছে সই এসে (নন্দকুমার)তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  171. হোরির রঙ লাগে আজি  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  172. রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ দিও না [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  173. হোরি খেলে নন্দলালা [তথ্য] 
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর৮ মাস।
  174. ভেঙো ভেঙো না ভুল[তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৮ মাস।
  175.  বুনো ফুলের করুণ সুবাস ঝুরে[তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: ছায়াবীথি [ফাল্গুন ১৩৪০ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।

    মার্চ ১৯৩৪ (১৭ ফাল্গুন- ১৭ চৈত্র ১৩৪০) মাসে পত্রিকা ও রেকর্ডে প্রকাশিত নতুন গান।
     
  176. ব্রজের দুলাল ব্রজের আবার [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: মেগাফোন[ মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
     
  177. মেষ চারণে যায় নবী কিশোর রাখাল [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  178. সবুজ শোভার ঢেউ খেলে যায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  179. নব-কিশলয় রাঙা শয্যা পাতিয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  180. বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  181. আমার ঠনঠনিয়ার চটি (ওরে আমার চটি) [ তথ্য])
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  182. আমার দেওয়া ব্যথা [ তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  183. মালঞ্চে আজ কাহার যাওয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  184. মদিনায় ডেকেছে বান [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  185. তোমার বুকের ফুলদানিতে[তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: এইচএমভি [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  186. চাঁদের পিয়ালাতে আজি জোছনা সিরাজী [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  187. ডেকো না আর দূরের প্রিয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: টুইন [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ৯ মাস।
  188. ভুল করিলে বনমালী এসে বনে [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  189. গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ [তথ্য]
    রচনার স্থান ও কাল:অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  190. ফুটলো সন্ধ্যামণির ফুল [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  191. চন্দ্রমল্লিকা,চন্দ্রমল্লিকা (চাঁদের দেশের) [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  192. ঝরল যে ফুল ফোটার আগে [গান-১৪২৪] [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  193. যাও হেলে এলোচুলে কে গো বিদেশিনী [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  194. হাওয়াতে নেচে নেচে যায়
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।


    এপ্রিল ১৯৩৪ (১৮ চৈত্র ১৩৪০-১৭ বৈশাখ ১৩৪১)
    এই মাসে প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের নবম সঙ্গীতগ্রন্থ'গীতি-শতদল'।  গ্রন্থটি ১০১টি গান অন্তর্ভুক্ত হয়েছিল। এর ভিতরে নতুন গানগুলো ছিল-
     

  195. অবুঝ মোর আখিঁ-বারি[তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৩৫ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪
  196. আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে (প্রথম মাধবী) [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৮৩ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  197. আনন্দ-দুলালী ব্রজ-বালার সনে [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৮৩ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  198. আমি যেদিন রইব না গো  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৪৯ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  199. একে একে সব মেরেছিস [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ১০১ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  200. এসো বসন্তের রাজা হে আমার [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৫ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  201. কত জনম যাবে তোমার বিরহে [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৪৪ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  202. গান গাহে মিসি বাবা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৯৭ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  203. চির কিশোর মুরালীধর কুঞ্জবন-চার [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৫৪ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  204. ছাড় ছাড় আঁচল বঁধু [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৩৮ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  205. তোমার ফুলের মতন মন [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৭ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  206. দিও ফুলদল বিছায়ে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৩৪ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  207. নমো নটনাথ! এ নাট -দেউলে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৭৯ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  208. পলাশ ফুলের গেলাস ভরি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ১১ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  209. পলাশ ফুলের মউ পিয়ে ঐ  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৪ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  210. পলাশ-মঞ্জরি পরায়ে দে লো মঞ্জুলিকা [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৩২ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  211. পিউ পিউ বোলে পাপিয়া  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ১৩ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  212. পিয়াসি প্রাণ তারে চায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২৭ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  213. ফিরিয়া এসো, এসো হে ফিরে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৪০ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  214. ফিরে যা সখি ফিরে যা ঘরে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৭৩ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  215. বন-হরিণীরে তব বাঁকা আঁখির [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২৩ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  216. বাজিছে বাঁশরি কার অজানা সুরে [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২২ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  217. বেলা পড়ে এলো জল্‌কে সই চল্‌ চল্ [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২৮ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  218. ভবের এই পাশা খেলায় ‌[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৮০ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  219. ভুল করে আসিয়াছি  ‌[তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৪৭ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  220. ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৮১ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স:৩৪ বৎসর ১১ মাস।
  221. ভোলো প্রিয় ভোলো ভোলো আমার স্মৃতি [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৪৮ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  222. রাস-মঞ্চোপরি দোলে মুরালীধারী [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৫৮ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  223. রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২৪ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  224. শোনো লো বাঁশিতে ডাকে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৭০ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  225. সেই পুরানো সুরে আবার গান  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২৫ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  226. হুল ফুটিয়ে গেলে শুধু [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ২৫ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  227. হেসে হেসে কলসি নাচাইয়া [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: গীতি-শতদল, গান সংখ্যা ৮ [বৈশাখ ১৩৪১ (এপ্রিল ১৯৩৪)
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  228. আধো আধো বোল্‌ লাজে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: 
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: বুলবুল। [বৈশাখ ১৩৪১  (এপ্রিল ১৯৩৪)]
    নজরুলের বয়স: ৩৪ বৎসর ১১ মাস।
  229. যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়  [তথ্য]
    রচনার স্থান ও কাল:অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    বুলবুল। [বৈশাখ ১৩৪১  (এপ্রিল ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  230. ঐ কাজল-কালো চোখ [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    বুলবুল। [বৈশাখ ১৩৪১  (এপ্রিল ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  231. চিকন কালো ভুরুর তলে [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ: ছায়াবীথি।
    [বৈশাখ ১৩৪১  (এপ্রিল ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  232. বল্‌ রে তোরা বল্‌ ওরে ও আকাশ [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    মোহাম্মদী। [বৈশাখ ১৩৪১  (এপ্রিল ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  233. কে তোরে কি বলেছে মা [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা পত্রিকা। [বৈশাখ ১৩৪১  (এপ্রিল ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  234. চাঁপার কলির তুলিকায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  235. এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে [গান-৪১৬] [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।

    ১-২৪ মে ১৯৩৪ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪১)
    নজরুলের ৩৪ বৎসর অতিক্রান্ত শেষের কয়েকদিন পত্রিকা ও রেকর্ডে যে সকল রচনা প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-

     
  236. ভুল করে যদি ভালোবেসে থাকি [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    মোহাম্মদী [জ্যৈষ্ঠ ১৩৪১ (মে-জুন ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  237. বল্‌ রে তোরা বল্‌ ওরে ও আকাশ [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    মোহাম্মদী [জ্যৈষ্ঠ ১৩৪১ (মে-জুন ১৯৩৪)]
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  238. শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    ভারতবর্ষ [জ্যৈষ্ঠ ১৩৪১ (মে-জুন ১৯৩৪)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  239. যাবার বেলায় ফেলে যেও  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  240. এলো ফুল-দোল ওরে [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  241. ব্যথার উপরে বঁধু ব্যথা দিও না [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  242. সখি কই গোপী বল্লভ শ্যামল পল্লব কান্তি  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  243. প্রাণ নিয়ে নিঠুর [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  244. বকুল ছায়ে ছিনু ঘুমায়ে   [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  245. চাঁদের নেশা লেগে ঢুলে [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  246. ফুল চাই -চাই ফুল টগর চম্পা  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  247. এলো এলো রে বৈশাখী ঝড় [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  248. গ্রহণী-রোগ-সমা গৃহিণী প্রিয়তমা [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  249. নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে  [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  250. চাঁপার কলির তুলিকায় [তথ্য]
    রচনার স্থান ও কাল: অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।
  251. এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে [তথ্য]
    রচনার স্থান ও কাল:
    অজ্ঞাত
    প্রথম প্রকাশ:
    এইচএমভি। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)।
    নজরুলের বয়স:
    ৩৪ বৎসর ১১ মাস।