৩৫
বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ৩৫বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ
১৩৪১ বঙ্গাব্দ (বৃহস্পতিবার ২৫মে ১৯৩৪ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৪২
বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩৫ খ্রিষ্টাব্দ)
২৫-৩১ মে ১৯৩৪ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪১)
মে মাসের শেষ কয়েকদিনে নজরুলের কোনো নতুন রচনা প্রকাশিত হয় নি।
একটি গান প্রকাশিত হয়েছিল ছোটদের মধুচক্র পত্রিকার (সম্পাদক অখিল নিয়োগী) ১৩৪১ সংখ্যায় । গানটি হলো-
- একদা তুমি আগা দৌড় কে ভাগা [তথ্য]
সূত্র: নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর
জুন ১৯৩৪ (১৮ জ্যৈষ্ঠ-১৫ আষাঢ় ১৩৪১)
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- মোহাম্মদী। আষাঢ় ১৩৪১
- না-ই পরিলে নোটন খোঁপায়
[তথ্য]
- সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। আষাঢ় ১৩৪১
- আমি প্রভাতী তারা পূর্বাচলে
[তথ্য]
জগৎ-ঘটক-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
[নমুনা]
- পূর্বাচল। আষাঢ় ১৩৪১
- ভোরে স্বপনে কে তুমি দিয়ে দেখা, লুকালে সহসা
[তথ্য]
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- টুইন। জুন ১৯৩৪। এফটি ৩৩২৮। শিল্পী মিস আশালতা
- যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
[তথ্য]
- টুইন। জুন ১৯৩৪। এফটি ৩৩৩৫। শিল্পী: আঙুরবালা। সুর:
নজরুল ইসলাম
- গানগুলি মোর আহত পাখির সম [তথ্য]
- নিশি ভোর হল জাগিয়া
[তথ্য]
- মেগাফোন। জুন ১৯৩৪। জেএনজি
১২০। প্রতিভা সেন
- ব্রজের দুলাল ব্রজে আবার আসবে
[তথ্য]
- মেগাফোন। জুন ১৯৩৪। জেএনজি
১২০। প্রতিভা সেন
- অঝোর ধারায় বর্ষা ঝরে [তথ্য]
- ফিরে যা সখি ফিরে যা ঘরে
[তথ্য]
- এইচএমভি। জুন ১৯৩৪। এন ৭২৪২। শিল্পী: আঙুরবালা ও ধীরেন দাস
- হের আহিরিণী মানস-গঙ্গা দুকূল পাথার [তথ্য]
শিল্পী: আঙুরবালা ও ধীরেন দাস
- ঐ শ্যাম মুরলী বাজায়
[তথ্য]
শিল্পী: আঙুরবালা
- এইচএমভি। জুন ১৯৩৪। এন ৭২৪৪। শিল্পী: গণি মিঞা (ধীরেন দাস)। সুরকার: ধীরেন দাস।
- অকূল তুফানে নাইয়া কর পার
[তথ্য]
- এসেছি তব দ্বারে
[তথ্য]
জুলাই ১৯৩৪ (১৬ আষাঢ়-১৫ শ্রাবণ ১৩৪১)
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৫ জুন (শুক্রবার, ৩২ জ্যৈষ্ঠ ১৩৪১)
শান্তিপুর
নিবাসী খান বাহাদুর মোহাম্মদ আজিজুল হক শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এই কারণে তাঁকে
একটি সম্বর্ধনা দেওয়া হয়, ২২শে জুলাই (শুক্রবার, ৭ আষাঢ় ১৩৪১)। এই অনুষ্ঠানে নজরুল
আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দেন। এই অনুষ্ঠান উপলক্ষের রচিত একটি গান তিনি স্বকণ্ঠে
পরিবেশন করেছিলেন। গানটি হলো-
-
শুধু নদীয়ার নহ তুমি [তথ্য]
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
-
মেগাফোন। জুলাই ১৯৩৪। জেএনজি ১২৪। শেখ মোহন
- উম্মত আমি গুনাহ্গার [তথ্য]
- ভুবন-জয়ী তোরা কি হায় [তথ্য]
- মেগাফোন। জুলাই ১৯৩৪। জেএনজি ১২৫। মিস তারা
- মেগাফোন। জুলাই ১৯৩৪। জেএনজি ১২৬। মিস রাজলক্ষ্ম (ছোট)
- ছাড় ছাড় আঁচল বঁধু [তথ্য]
- রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে [তথ্য]
- টুইন রেকর্ড। জুলাই ১৯৩৪। এফটি ৩৩৯৯। শিল্পী: আব্বাসউদ্দিন
- তোমার আকাশে উঠেছিনু চাঁদ
[তথ্য]
-
সাধ জাগে মনে পরজীবনে
[তথ্য]
- এইচএমভি। জুলাই ১৯৩৪। এন ৭২৪৮। শিল্পী: ধীরেন দাস।
- একলা ভাসাই গানের কমল
[তথ্য]
- এইচএমভি। জুলাই ১৯৩৪। এন ৭২৪৯। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়।
- পোড়া দেশের পায়ে নমস্কার
[তথ্য]
- আমার বুকের ভেতর (আগুন! আগুন! ওরে না, না)
[তথ্য]
- এইচএমভি। জুলাই ১৯৩৪। এন ৭২৫০। শিল্পী: সুধীর দত্ত।
- সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
[তথ্য]
- এলো শ্যামল কিশোর
[তথ্য]
- এইচএমভি। জুলাই ১৯৩৪। এন ৭২৫১। শিল্পী: শঙ্কর মিশ্র (কে মল্লিক)
- অম্বরে মেঘ-মৃদঙ্ বাজে
[তথ্য]
- এইচএমভি। জুলাই ১৯৩৪। পি ১১৭৮৯। শিল্পী: আঙুরবালা
- তরুণ অশান্ত কে বিরহী
[তথ্য]
- বরষা ঐ এলো বরষা [তথ্য]
এই মাসে
রেকরডটি বাতিল হয়েছিল
- এইচএমভি। জুলাই ১৯৩৪।
শিল্পী: মিস আঙ্গুরবালা (টেঁপি)।
সেই পুরানো সুরে আবার গান [তথ্য]
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- সবুজ বাংলা। শ্রাবণ ১৩৪১
- জ্ঞান-বোস্তান গেরত এলো
- কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ [তথ্য]
- ছায়াবীথি। শ্রাবণ ১৩৪১
- আমি ময়নামতীর শাড়ি দেব [তথ্য]
- ঝরলো যে ফুল ফোটার আগেই [তথ্য]
- বুলবুল (শ্রাবণ-আশ্বিন ১৩৪১)
- আধো আধো বোল্ লাজে [তথ্য]
- সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। শ্রাবণ ১৩৪১
আগষ্ট ১৯৩৪ (১৬ শ্রাবণ-১৫ ভাদ্র ১৩৪১)
৭ আগষ্ট (মঙ্গলবার ২২ শ্রাবণ ১৩৪২) রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি
সাক্ষরিত হয়। এই চুক্তিতে নিম্নোক্ত গানগুলো ছিল।
- এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে [তথ্য]
-
কাজরী গাহিয়া চল (কাজরী গাহিয়া এসো)
[তথ্য]
- চাঁদের নেশা লেগে ঢুলে [তথ্য]
- ফুল চাই -চাই ফুল টগর চম্পা [তথ্য]
১৬ তারিখে (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২) নজরুলের গানের স্বরলিপি
গ্রন্থ 'সুরলিপি' প্রকাশিত হয়। প্রকাশক: গোবিন্দপদ ভট্টাচার্য, গুরুদাস চ্যাটার্জী
এ্যান্ড সন্স ২০৩/১/১ কর্নওয়ালিস স্ট্রিট, কলকাতা। মুদ্রাকর: গোবিন্দপদ ভট্টাচার্য,
ভারতবর্ষ প্রিন্টিং ওয়ার্কস, ২০৩/১/১ কর্নওয়ালিস স্ট্রিট, কলকাতা। পৃষ্ঠা: ২+২+৭৯।
মূল্য: দেড় টাকা। এই গ্রন্থে জগৎঘটক-কৃত ৩১টি গানের স্বরলিপি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই স্বরলিপিগুলো হলো-
- আজি নন্দদুলালের সাথে
[তথ্য]
- আধো আধো বোল্ লাজে [তথ্য]
- আমার কালো মেয়ের পায়ের তলায় [তথ্য]
- আমার নয়নে কৃষ্ণ-নয়নতারা [তথ্য]
- উচাটন মন ঘরে রয় না (পিয়া মোর)
[তথ্য]
- এ কি অপরূপ রূপে মা তোমায় [তথ্য]
- এলো শ্যামল কিশোর
[তথ্য]
- কাজরী গাহিয়া চল (কাজরী গাহিয়া এসো)
[তথ্য]
- কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি
[তথ্য]
- কোন্ দূরে ও কে যায় চলে যায়
[তথ্য]
- গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
[তথ্য]
- জাগো জাগো, রে মুসাফির
[তথ্য]
- জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
[তথ্য]
- তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে
[তথ্য]
- তোমায় কূলে তুলে বন্ধু
[তথ্য]
- দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী
[তথ্য]
- দুধে আলতায় রঙ যেন তার
[তথ্য]
- দোপাটি লো, লো করবী
[তথ্য]
- না মিটিতে সাধ মোর নিশি পোহায়
[তথ্য]
- নিশি না পোহাতে যেয়ো না
[তথ্য]
- পানসে জোছ্নাতে কে চল
[তথ্য]
- পিউ পিউ পিউ বোলে পাপিয়া
[তথ্য]
- ব'লো না ব'লো না ওলো সই
[তথ্য]
- বাসন্তী রঙ শাড়ি পরো
[তথ্য]
- মরম-কথা গেল সই মরমে মরে
[তথ্য]
- মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা
[তথ্য]
- ভারত-লক্ষী মা আয় ফিরে এ ভারতে
[তথ্য]
- রঙিলা আপনি রাধা
[তথ্য]
- শুকনো পাতার নূপুর পায়ে
[তথ্য]
- শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল
[তথ্য]
এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা
- টুইন। আগষ্ট ১৯৩৪। এফটি ৩৪৩৭। শিল্পী: সুধীর দাশগুপ্ত
- এইচএমভি। আগষ্ট ১৯৩৪। এন ৭২৫৯। শিল্পী: মিস মানদা
- তরুণ-তমাল-বরণ এসো শ্যামল
[তথ্য]
- কত সে জনম যাবে তোমার বিরহে
[তথ্য]
- এইচএমভি। আগষ্ট ১৯৩৪। এন ৭২৬১। শিল্পী: গোপাল সেন
- ও কূল-ভাঙা নদী রে [তথ্য]
- গেরুয়া-রঙ মেঠো পথে [তথ্য]
- এইচএমভি। আগষ্ট ১৯৩৪। এন ৭২৬৪। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী
- যাহা কিছু মম আছে প্রিয়তম
[তথ্য]
- শূন্য এ বুকে পাখি মোর আয় [তথ্য]
- এইচএমভি। আগষ্ট ১৯৩৪। এন ৭২৬৫। শিল্পী: মৃণালকান্তি ঘোষ
- জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী, জাগো শ্রীকৃষ্ণ
[তথ্য]
- লুকোচুরি খেলতে হরি
[তথ্য]
- এইচএমভি। জুলাই ১৯৩৪। পি ১১৭৯০। শিল্পী: ইন্দুবালা
- এখনো মেটেনি আশা
[তথ্য]
- তুই কে ছিলি বল
[তথ্য]
- মেগাফোন। আগষ্ট ১৯৩৪। শিল্পী:
ভবানী দাস। নম্বর: জেএনজি ১২৯।
রাগ- জৌনপুরী।
- বৃথা তুই কাহার, পরে করিস অভিমান
[তথ্য]
- মেগাফোন।
আগষ্ট ১৯৩৪। শিল্পী:
সুহাসিনী দেবী।
নম্বর: জেএনজি ১৩১।
নৃত্যসম্বলিত
- চারু চপল পায়ে যায় যুবতী গোরী
[তথ্য]
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- মোহাম্মদী। ভাদ্র ১৩৪১
- বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল [তথ্য]
- সবুজ বাংলা। ভাদ্র ১৩৪১
- ছায়াপথ। ভাদ্র ১৩৪১
- আঁধার রাতের তিমির দুলে
[তথ্য]
সেপ্টেম্বর ১৯৩৪ (১৫ ভাদ্র-১৩ আশ্বিন ১৩৪১)
এই মাসে রেকর্ডে প্রকাশিত রচনা
- মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩৪।
জেএনজি ১২৯। শিল্পী: ভবানীচরণ দাস
- কেন ফোটে কেন কুসুম ঝরে যায় [তথ্য]
- বৃথা তুই কাহার পরে করিস অভিমান [তথ্য]
- এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৪। এন ৭২৬৮। শিল্পী: ইন্দুবালা
- নতুন নেশায় আমার এ মদ
[তথ্য]
- সখি ব'লো বধুঁয়ারে নিরজনে (ব'লো বঁধুয়া রে)
[তথ্য]
- এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৪। এন ৭২৭৩। শিল্পী: কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত,
সুধীরা দাশগুপ্ত ও ইন্দিরা দাশগুপ্ত (বাংলার ছেলেমেয়ে)
- আনন্দ রে আনন্দ
[তথ্য]
- মা এসেছে মা এসেছে
[তথ্য]
- এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৪। এন ৭২৭৫।
হাস্যকৌতুক
(Comic Song) ।
শিরোনাম: বিয়ের আগে। শিল্পী: বিমল গুপ্ত।
- ওহো আজকে হইব মোর বিয়া
[তথ্য]
- আদায় আর কাঁচকলায় মিলন
[তথ্য]
এইচএমভি রেকর্ড কোম্পানি, যোগেশচন্দ্র চৌধুরীর রচিত প্রতাপাদিত্য নাটকের
রেকর্ড প্রকাশ করে এন ৭২৭৬-৭২৭৮। এই রেকর্ডগুলোতে নজরুলের যে গানগুলো
প্রকাশিত হয়েছিল।
- এন ৭২৭৬। ধীরেন দাস ও অন্যান্য
- এই আমাদের বাংলাদেশ [তথ্য]
- এন ৭২৭৭। গোপাল সেন
- এন ৭২৮১। নেপথ্যে সঙ্গীত
- জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত [তথ্য]
- এন ৭২৮৩। গোপাল সেন
- ভয় নাই ভয় নাই হে বিজয়ী
[তথ্য]
- এন ৭২৮৭। ধীরেন দাস
- সেই আমাদের বাংলাদেশ [তথ্য]
টুইন। সেপ্টেম্বর ১৯৩৪। এফটি ৩৫০৪। শিল্পী: রঞ্জিত মণ্ডল
- দেখে যা রে রুদ্রাণী মা সেজেছে
[তথ্য]
- মাতল গগন অঙ্গনে
এই মাসে বাতিলকৃত রেকর্ড
- ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [তথ্য]
এইচএমভি এই গানটির রেকর্ড করেছিল। শিল্পী ছিলেন সুধীর দত্ত। পরে রেকর্ডটি বাতিল
করা হয়েছিল।
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- ভারতবর্ষ। আশ্বিন ১৩৪১
- আসে রজনী সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
[তথ্য]
- ছায়াপথ। আশ্বিন ১৩৪১
- শিউলি ফুলের মালা দোলে [তথ্য]
- মোহাম্মদী। আশ্বিন ১৩৪১
- আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি [তথ্য]
- সঙ্গীতবিজ্ঞান পত্রিকা। আশ্বিন ১৩৪১
- মৌন আরতি তব বাজে নিশিদিন
[তথ্য]
- পূর্বাচল। আশ্বিন ১৩৪১
- দিনগুলি মোর পদ্মেরি দল
[তথ্য]
অক্টোবর ১৯৩৪ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৪১)
এই মাসের ৪ তারিখে (বৃহস্পতিবার ১৭ আশ্বিন ১৩৪১) নজরুলের দ্বিতীয় স্বরলিপি গ্রন্থ 'সুরমুকুর'
প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ভাদ্র, ১৪১০
বঙ্গাব্দ/ আগষ্ট, ২০০৩ খ্রিষ্টাব্দে।
নজরুল-স্বরলিপি -গ্রন্থের সমুদয় গানের কথা ও সুর করেছেন কাজী নজরুল ইসলাম।
স্বরলিপি করেছেন নলিনীকান্ত সরকার। গ্রন্থটিতে মোট ২৮টি গানের স্বরলিপি
মুদ্রিত আছে।
- আজ বাদল ঝরে (আজি বাদল ঝরে)
[তথ্য]
নমুনা]
- আমরা শক্তি আমরা বল
[তথ্য]
নমুনা]
-
আমার সাম্পান যাত্রী না লয়
[তথ্য]
[নমুনা]
-
এ আঁখিজল মোছ পিয়া [তথ্য]
নমুনা]
-
এ নহে বিলাস বন্ধু [তথ্য]
নমুনা]
-
এত জল ও কাজল চোখে [তথ্য]
[নমুনা]
-
করুণ কেন অরুণ আঁখি [তথ্য]
[নমুনা]
-
কেন দিলে এ কাঁটা যদি গো [তথ্য]
[নমুনা]
-
কেমনে রাখি আঁখিবারি [তথ্য]
[নমুনা]
-
কোথা চাঁদ আমার [তথ্য]
নমুনা]
-
কোন সুদূরের চেনা বাঁশীর [তথ্য]
নমুনা]
- ছাড়িতে পরান নাহি চায়
[তথ্য]
[নমুনা]
-
ডুবু ডুবু ধর্ম-তরী [তথ্য]
[নমুনা]
-
তরুণ প্রেমিক! প্রণয়-বেদন [তথ্য]
[নমুনা]
-
দুরন্ত বায়ু পূরবইয়াঁ [তথ্য]
[নমুনা]
-
দুর্গম গিরি, কান্তার, মরু [তথ্য]
[নমুনা]
-
নিশি ভোর হ'ল জাগিয়া [তথ্য]
নমুনা]
-
পথিক ওগো চলতে পথে [তথ্য]
[নমুনা]
-
পরজনমে দেখা হবে প্রিয়
[তথ্য]
[নমুনা]
-
বউ কথা কও, বউ কথা কও [তথ্য]
নমুনা]
-
বসিয়া বিজনে কেন একা মনে [তথ্য]
নমুনা]
-
বেসুর বীণার ব্যথার সুরে [তথ্য]
নমুনা]
-
ভুলি কেমনে [তথ্য]
নমুনা]
-
মুসাফির, মোছ্ রে আঁখি
-জল [তথ্য]
[নমুনা]
-
মোরা ছিনু একেলা [তথ্য][নমুনা]
-
রে অবোধ! শূন্য শুধু [তথ্য]
[নমুনা]
-
সখি বোলো বঁধুয়ারে [তথ্য]
[নমুনা]
-
সাজিয়াছ যোগী বল কার লাগ [তথ্য]
[নমুনা]
- গানের মালা
এই মাসের ২৩ তারিখে (মঙ্গলবার ৬ কার্তিক ১৩৪১), নজরুলের দশম সঙ্গীত-সংকলন 'গানের
মালা' প্রকাশিত হয়েছিল। প্রকাশক: গোবিন্দপদ ভট্টাচার্য।
গুরুদাস চট্টোপাধ্যায়। এ্যান্ড সন্স, ২০৩/১/১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। ভারতবর্ষ
প্রিন্টিং ওয়ার্কস ২০৩/১/১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা
থেকে শ্রীগোবিন্দচন্দ্র ভট্টাচার্য দ্বারা আর্ট কাগজে সবুজাভ রেখাচিত্রের ভিত্তির
উপর মুদ্রিত। পৃষ্ঠা: ৪+৯৬। দাম: দেড় টাকা। নজরুল-সঙ্গীতের একটি সংকলন। এই গ্রন্থের মোট গানের সংখ্যা ৯৫টি।
উৎসর্গ
সূচি
- অয়ি চঞ্চল লীলায়িত দেহা [গানের মালা-৪]
[তথ্য]
- আঁখি তোলা দানো করুণা [গানের মালা-২১]
[তথ্য]
- আঁধার রাতের তিমির দুলে [গানের মালা-৬৮]
[তথ্য]
- আজ নিশীথে অভিসার [গানের মালা-৮]
[তথ্য]
- আগের মত আমের ডালে [গানের মালা-৭৩]
[তথ্য]
- আধখানা চাঁদ হাসিছে আকাশে [গানের মালা-১৯]
[তথ্য]
- আধো আধো বোল্ লাজে [গানের মালা -২]
[তথ্য]
- আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায় [গানের মালা -৭৬]
[তথ্য]
- আমি অলস উদাস আন্মনা [গানের মালা-৩২]
[তথ্য]
- আমি ময়নামতীর শাড়ি দেব [গানের মালা -২৯]
[তথ্য]
- আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি [গানের মালা-১]
[তথ্য]
- উত্তরীয় লুটায় আমার [গানের মালা -৫৬]
[তথ্য]
-
এ কি অপরূপ রূপে মা তোমায় [গানের মালা -৩৭]
[তথ্য]
- এলো এলো রে বৈশাখী ঝড় [গানের মালা -৬০]
[তথ্য]
- এলো ঐ বনান্তে পাগল বসন্ত [গানের মালা -৭৭]
[তথ্য]
- এলো ফুল-দোল ওরে [গানের মালা -৮৪]
[তথ্য]
- এলো শ্যামল কিশোর [গানের মালা -৫৯]
[তথ্য]
- এসো কল্যাণী চির-আয়ুষ্মতী [গানের মালা -৭৯]
[তথ্য]
- ঐ কাজল-কালো চোখ [গানের মালা -৭১]
[তথ্য]
- ও কালো বউ! যেয়ো না আর [গানের মালা -৭২]
[তথ্য]
- ওরে ও-স্রোতের ফুল [গানের মালা -৫৭]
[তথ্য]
- কলঙ্ক আর জোছনায় মেশা [গানের মালা -৬২]
[তথ্য]
- কাজরী গাহিয়া চল (কাজরী গাহিয়া এসো) [গানের মালা -৯৪]
[তথ্য]
- কার মঞ্জির রিনিঝিনি বাজে [গানের মালা -৯]
[তথ্য]
- কুঙ্কুম আবির ফাগের [গানের মালা -৮৩]
[তথ্য]
- কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি [গানের মালা -৩৬]
[তথ্য]
- কে পরালো মণ্ডু-মালা [গানের মালা -৪৫]
[তথ্য]
- কোয়েলা কুহু কুহু ডাকে [গানের মালা -৩৩]
[তথ্য]
- খর রৌদ্রের হোমানল জ্বালি [গানের মালা -৫৩]
[তথ্য]
- ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [গানের মালা -৬১]
[তথ্য]
- চম্পা পারুল যূথী টগর চামেলা [গানের মালা-১৪]
[তথ্য]
- চল্ রে চপল তরুণদল বাঁধন-হারা [গানের মালা-৪২]
[তথ্য]
- চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা [গানের মালা-৮১]
[তথ্য]
- জননী মোর জন্মভূমি [গানের মালা-৪৪]
[তথ্য]
- জাগো জাগো শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধারী,জাগো শ্রীকৃষ্ণ [গানের মালা-৫১]
[তথ্য]
- জাগো দুস্তর পথের নবযাত্রী [গানের মালা-৮৬]
[তথ্য]
- ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান [গানের মালা-৭৫]
[তথ্য]
- ঝরা ফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী [গানের মালা-৬]
[তথ্য]
- ঝরে বারি গগনে ঝুরু ঝুরু [গানের মালা-২৮]
[তথ্য]
- ডেকো না আর দূরের প্রিয়া [গানের মালা-৮৭]
তথ্য]
- তব যাবার বেলা বলে যাও [গানের মালা-২৫]
[তথ্য]
- তরুণ অশান্ত কে বিরহী [গানের মালা-২৬]
[তথ্য]
- তরুণ-তমাল-বরণ এসো শ্যামল [গানের মালা-৯৫]
[তথ্য]
- তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে [গানের মালা-৬৪]
[তথ্য]
- তোমার হাতের সোনার রাখী [গানের মালা-৩৪]
[তথ্য]
- তোর রূপে সই গাহন ক'রে [গানের মালা-৭৪]
[তথ্য]
- দশ হাতে ঐ দশ দিকে মা (আনন্দ
রে আনন্দ)[গানের
মালা-৬৯] [তথ্য]
- দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ [গানের মালা-৮০]
[তথ্য]
- দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি [গানের মালা-১৫]
[তথ্য]
- দূর প্রবাসে প্রাণ কাঁদে [গানের মালা-৩৮]
[তথ্য]
- দেখে যা রে রুদ্রাণী মা [গানের মালা-৪৮]
[তথ্য]
- দোলে প্রাণের কোলে [গানের মালা-৪০]
[তথ্য]
- না-ই পরিলে নোটন খোঁপায় [গানের মালা-৩]
[তথ্য]
- নাচে নাচে রে মোর কালো মেয়ে [গানের মালা-৪৬]
[তথ্য]
- নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই [গানের মালা-১০]
[তথ্য]
- নিশি না পোহাতে যেয়ো না [গানের মালা-১৩]
[তথ্য]
- প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই [গানের মালা-৭]
[তথ্য]
- ফিরে ফিরে কেন তারই স্মৃতি [গানের মালা-৬৭]
[তথ্য]
- ফুলের মতন ফুল্ল মুখে [গানের মালা-৬৬]
[তথ্য]
- বকুল বনের পাখি [গানের মালা-১৭]
[তথ্য]
- বনে মোর ফুল ঝরার বেলা [গানের মালা-৯১]
[তথ্য]
- বরষা ঐ এলো বরষা [গানের মালা-২৭]
[তথ্য]
- বল্ রে তোরা বল্ ওরে ও আকাশ [গানের মালা-১১]
[তথ্য]
- বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল্ [গানের মালা-১২]
[তথ্য]
- বল্লরী-ভুজ-বন্ধন খোলো [গানের মালা-২৪]
[তথ্য]
- বাদল-মেঘের মাদল তালে [গানের মালা-৩৫]
[তথ্য]
- বীরদল আগে চল্ কাঁপাইয়া [গানের মালা-৪৩]
[তথ্য]
- বুনো ফুলের করুণ সুবাস ঝুরে [গানের মালা-৫৮]
[তথ্য]
- ভুল করে যদি ভালোবেসে থাকি [গানের মালা-৫]
[তথ্য]
- ভেঙো না ভেঙো না ধ্যান [গানের মালা-৮৮]
[তথ্য]
- মনের রঙ লেগেছে [গানের মালা-১৮]
[তথ্য]
- মদির স্বপনে মম বন -ভবনে [গানের মালা-২২]
[তথ্য]
- মম আগমনে বাজে আগমনীর সানাই [গানের মালা-৫৫]
[তথ্য]
- মহাকালের কোলে এসে [গানের মালা-৪৯]
[তথ্য]
- মা এসেছে মা এসেছে [গানের মালা-৭০]
[তথ্য]
- মাত্ল গগন অঙ্গনে ঐ [গানের মালা-৪৭]
[তথ্য]
- মিলন রাতের মালা হব [গানের মালা-৯২]
[তথ্য]
- মুঠি মুঠি আবীর ও কে কাননে ছড়ায় [গানের মালা-২৩]
[তথ্য]
- মেঘ-মেদুর গগন কাঁদে হুতাস পবন [গানের মালা-৩১]
[তথ্য]
- মোর বুক ভরা ছিল আশা [গানের মালা-৯০]
[তথ্য]
- মোমের পুতুল মমীর দেশের মেয়ে [গানের মালা-১৬]
[তথ্য]
- যবে সন্ধ্যা-বেলায় তুলসী-তলায় [গানের মালা-২০]
[তথ্য]
- যাবার বেলায় ফেলে যেও [গানের মালা-৮৫]
[তথ্য]
- যায় ঝিল্মিল্ ঝিল্মিল্ ঢেউ তুলে [গান-৯৩]
[তথ্য]
- যাহা কিছু মম আছে প্রিয়তম [গানের মালা-৮৯]
[তথ্য]
- রঙিলা আপনি রাধা [গানের মালা-৮২]
[তথ্য]
- রাত্রী-শেষের যাত্রী আমি [গানের মালা-৬৫]
[তথ্য]
- লুকোচুরি খেলতে হরি [গানের মালা-৫২]
[তথ্য]
- শঙ্কাশূন্য লক্ষ কন্ঠে বাজিছে শঙ্খ ঐ [গানের মালা-৪১]
[তথ্য]
- শুভ্র সমুজ্জ্বল হে চির-নির্মল [গানের মালা-৩৯]
[তথ্য]
- শূন্য এ বুকে পাখি মোর আয় [গানের মালা-৬৩]
[তথ্য]
- শ্মশান কালীর নাম শুনে রে [গানের মালা-৫০]
[তথ্য]
- শ্যামা তন্বী আমি মেঘ-বরণা [গানের মালা-৫৪]
[তথ্য]
- সহসা কি গোল বাধালো [গানের মালা-৭৮]
[তথ্য]
- স্নিগ্ধ শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা [গানের মালা-৩০]
[তথ্য]
- এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- টুইন। এফটি ৩৪৩৬। শিল্পী: মিস সত্যবতী (পটল)
- পলাশ ফুলের গেলাস ভরি [তথ্য]
- মোর বুক ছিল আশা [তথ্য]
- টুইন। এফটি ৩৪৩৭। শিল্পী: সুধীর দাশগুপ্ত
- টুইন। এফটি ৩৪৩৮। শিল্পী: মাস্টার কমল দাশগুপ্ত
- এইচএমভি। এন ৭২৭৯। শিল্পী: ধীরেন দাস ও আঙুরবালা
- দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ
[তথ্য]
- শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল[তথ্য]
- এইচএমভি। এন ৭২৯১। শিল্পী: অনিমা বাদল
-
দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি
[তথ্য]
- মোমের পুতুল মমীর দেশের মেয়ে
[তথ্য]
- এইচএমভি। এন ৭২৯৩। শিল্পী: অনিমা বাদল
- আজ নিশীথে অভিসার
[তথ্য]
- প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
[তথ্য]
- এইচএমভি। এন ৭২৯৪ (শারদীয়া রেকর্ড)। শিল্পী: ধীরেন দাস।
- বনে যায় আনন্দ দুলাল
[তথ্য]
- বাঁশী বাজাবে কবে আবার বাঁশরীওয়ালা
[তথ্য]
[নমুনা]
- এইচএমভি। এন ৭২৯৫। শিল্পী: মৃণাল ঘোষ
- মৌন আরতি তব বাজে নিশিদিন [তথ্য]
- হে পার্থসারথী [তথ্য]
- এইচএমভি। এন ৭২৯৬। শিল্পী: রঞ্জিত রায়
- আমার খোকার মাসী [তথ্য]
- মট্কু মাইতি বাঁট্কুল রায়
[তথ্য]
- এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- বেতার জগৎ। ১ অক্টোবর ১৯৩৪
- দোলা লাগিল দখিনার বনে বনে
[তথ্য]
- নব্য-বাংলা। ৪ কার্তিক
- কবিতা। বন্ধন
- কবিতা। আসিল আবার সৌরাশ্বিন
- পূর্বাচল। কার্তিক ১৩৪১
- গান। আমার গানের মালা আমি করব কারে দান
[তথ্য]
- নবারুণ। কার্তিক ১৩৪১
- বিচিত্রা। কার্তিক ১৩৪১
- সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। কার্তিক ১৩৪১
নভেম্বর ১৯৩৪ (১৫ কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৪১)
এই মাসের ২৩ তারিখে (শুক্রবার ৭
অগ্রহায়ণ ১৩৪১) নাট্যনিকেতন মঞ্চে 'চক্রব্যূহ' নাটক মঞ্চস্থ হয়েছিল।এতে
ব্যবহৃত হয়েছিল নিম্নোক্ত গানটি।
- জাগো ভূপতি শুভ্রজ্যোতি
[তথ্য]
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। মাঙ্গলিক যাত্রীদের গান।
- কিশোরী মিলন বাঁশরি
[তথ্য]
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অভিমন্যু, প্রতিবিন্ধ্য, সুতসোম প্রভৃতি,
দ্রৌপদীর পঞ্চপুত্র, উত্তরা, বিরাটপূরকন্যা ও লক্ষণের নৃত্যগীত।
- রাসমঞ্চে দোল-দোল লাগে রে
[তথ্য]
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। রাসনৃত্য।
- নম নারায়ণ অনন্তলীলা নমো
[তথ্য]
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অনেকের গান
- শোনালো শ্রবণে শ্যাম শ্যাম নাম
[তথ্য]
দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। উত্তরা'র গান ।
- গাও দেহ মন শুক-শারি
[তথ্য]
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। বিদূরের গান
- বিধুর তব অধর-কোণে
[তথ্য]
চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য। অভিমুন্যের গান।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- এইচএমভি। এন ৭৩০১। শিল্পী: কমল দাশগুপ্ত
- চম্পা পারুল যূথী টগর চামেলা
[তথ্য]
- আধো আধো বোল্ লাজে
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩০২। শিল্পী: মৃণালকান্তি ঘোষ
- কে পরালো মণ্ডু-মালা
[তথ্য]
- নাচে নাচে রে মোর কালো মেয়ে
[তথ্য]
এই মাসে পত্রিকায় প্রকাশিত অন্যান্য কবিতা ও গান
- নাগরিক। ২১ কার্তিক ১৩৪১
- কবিতা। কৌতুল। ভূঁড়ি (দয়া করে দয়াময়ী ফাঁসিয়ে দে)
- নাগরিক। ১২ অগ্রহায়ণ ১৩৪১
- কবিতা। নামান্বিতা (কোন নামে হায় ডাকব তোমায়)
- সবুজ বাংলা। অগ্রহায়ণ ১৩৪১
- দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ
[তথ্য]
ডিসেম্বর ১৯৩৪ (১৫ অগ্রহায়ণ-১৬ পৌষ ১৩৪১)
- এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- নাগরিক। ৯ পৌষ ১৩৪১।
- কুমারী রাধিকার প্রতি দিদিমা (মাথা খাস রাধে কথ শোন)
- হানাফি। ১৫ পৌষ ১৩৪১।
- গুণে গরিমায় আমাদের নারী। ডিসেম্বর মাসের ৩১ তারিখে (সোমবার ১৬
পৌষ ১৩৪১), তুরস্কের নারী আন্দোলনের অন্যতম নেত্রী খালেদা এদিব হানুম
কলকাতায় আসেন। তাঁর সম্বর্ধনায় কারমাইকেল হোস্টেলের ছাত্ররা এক
অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান উপলক্ষে নজরুল 'গুণে গরিমায় আমাদের
নারী' [তথ্য] গানটি রচনা করেন। এই গানটি এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
- ধর্মের পথে শহীদ যাহারা
[তথ্য]
-
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। পৌষ ১৩৪১।
ডিসেম্বর ১৯৩৪-জানুয়ারি ১৯৩৫।
- ছায়াবীথি। পৌষ ১৩৪১
- গত রজনীর কথা পড়ে মনে
[তথ্য]
- হাওয়াতে নেচে 'নেচে'যায়
[তথ্য]
- পুষ্পপত্র। পৌষ ১৩৪১
- বিজন গোঠে কে রাখাল
[তথ্য]
- এই মাসে রেকর্ডের প্রকাশিত গান
- টুইন। এফটি ৩৫৫০। শিল্পী: সমর রায়
- মোরে রাখিস নে আর
[তথ্য]
- ও সে বাঁশরি বাজায় [তথ্য]
- টুইন। এফটি ৩৬৬৯।
- অন্ধকারে দেখাও আলো [তথ্য]
কৃষ্ণসখা সুদামা রেকরড নাটিকার গান। যোগমায়ার গান।
- কৃষ্ণসখা সুদাম রেকর্ডে নাটিকা টুইন প্রকাশ করেন। রেকর্ড নম্বর এফটি
৩৬৬৪-৩৬৭১। প্রযোজক: ধীরেন দাস। এই নাটকের নজরুলের রচিত যোগমায়ার গান
অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি হলো-
- লীলা রসিক শ্রীকৃষ্ণ লীলার আদি
[তথ্য] এফটি ৩৬৬৫।
- এইচএমভি। এন ৭৩০৯। আঙুরবালা
- এইচএমভি। এন ৭৩১০। হরিমতি
- চিকন কালো ভুরুর তলে
[তথ্য]
- বাঁশীতে সুর শুনিয়ে
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩১১। মানিকমালা
- বল্ সখি বল্ ওরে স'রে যেতে বল
[তথ্য]
- সহসা কি গোল বাঁধালো
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩১৩। ধীরেন দাস
- (ওরে) আজ ভারতের নব যাত্রাপথের
[তথ্য]
- দে দোল্ দে দোল্ ওরে দে দোল্ দে দোল্
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩১৪। সুধীর দত্ত
-
আমি ময়নামতীর শাড়ি
দেব [তথ্য]
- ও কালো বউ! জল আনিতে যেয়ো না
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩১৬। হরিদাস বন্দ্যোপাধ্যায়
- দয়া ক'রে দয়াময়ী ফাঁসিয়ে দে এই ভুঁড়ি
[তথ্য]
- শুক বলে মোর গোঁফের রূপে (গোঁফ দাড়ি সংবাদ)
জানুয়ারি ১৯৩৫ (১৭ পৌষ-১৭ মাঘ ১৩৪১)
১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১), রেকর্ডে কোম্পানির সাথে
নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে যে সকল গান অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো- হলো-
- আলাপের যে ফুসরৎ নেই [তথ্য]
-
আজি চৈতী হাওয়ার মাতন লাগে [তথ্য]
- (ওরে) আজ ভারতের নব যাত্রাপথের
[তথ্য]
- চাও চাও চাও নববধূ অবগুণ্ঠন খোলো
[তথ্য]
- কোন্ ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া
[তথ্য]
- দে দোল্ দে দোল্ ওরে দে দোল্ দে দোল্
[তথ্য]
-
মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো [তথ্য]
- হার মানি ননদিনী [তথ্য]
এই মাসের ২৪ তারিখে (বৃহস্পতিবার ১০ মাঘ ১৩৪১) টুইন রেকর্ডে কোম্পানির সাথে
নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে যে সকল গানগুলো অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো- হলো-
- অন্ধাকারে দেখাও আলো। [তথ্য]
- এই আমাদের বাংলাদেশ
[তথ্য]
- ও গিন্নী বদন তোল একটু হানো
[তথ্য]
- নবনীত সুকোমল লাবনি তব শ্যাম
[তথ্য]
- লেংচে কেন চলছি আমি
[তথ্য]
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। মাঘ ১৩৪১। স্বরলিপিকার: প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়
- ছায়ানাথ। মাঘ ১৩৪১।
- জ্যোছনা-হসিত মাধবী [তথ্য]
এই মাসে প্রকাশিত গানের তালিকা
- এইচএমভি।
জানুয়ারি ১৯৩৫। এন ৭৩২১ শিল্পী: পারুল সেন
- আঁখি তোল, আঁখি তোল না
[তথ্য]
- কার মঞ্জরী রিনিঝিনি বাজে [তথ্য]
- এইচএমভি।
জানুয়ারি ১৯৩৫। এন ৭৩২৪। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
- ওগো প্রিয়তম তুমি চ'লে গেছ
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩২৬, ৭৩২৭, ৭৩২৮। নজরুলের 'বিয়ে বাড়ি' বা প্রীতি উপহার নাটিকা
প্রকাশিত হয়। এটি মূলত গীতি প্রধান নাটিকা। এই নাটিকায় প্রথম প্রথম বেয়াই (কনের
বাবা) ভূমিকায় নজরুল কণ্ঠদান করেছিলেন। অন্যান্য ভূমিকায় কণ্ঠদান করেন- কমলা
ঝরিয়া, তুলসী চক্রবর্তী, ধীরেন দাস, নিভাননী, বীণাপাণি মুখোপাধ্যায়, আশ্চর্যময়ী,
সরযুবালা ও হরিমতি। এই নাটকে অন্তর্ভুক্ত গানগুলো হলো-
- এন ৭৩২৬।
- কোন ফুলের মালা দিই। শিল্পী: ধীরেন দাস। মিস বীণাপাণি [তথ্য]
- আলাপের যে ফুসরৎ নেই। শিল্পী: নজরুল, আশ্চর্ময়ী ও তুলসী লাহিড়ি
[তথ্য]
- এন ৭৩২৭।
- চাও চাও চাও বধু।
শিল্পী:
কমলা ঝরিয়া। চরিত্র: নব-বধূ [তথ্য]
- হার মানি নন্দিনী।
শিল্পী:
মিস বীণাপাণি [তথ্য]
- শুনতিছ?ও বিন্দে ! ও কনে বাড়ির ঝি!
[তথ্য]
- এন ৭৩২৮।
- মোরা ছিলাম একা আজ মিলিনু দুজনে। শিল্পী: ধীরেন দাস ও মিস বীণাপাণি।[তথ্য]
- টুইন। জানুয়ারি ১৯৩৫। এফটি ৩৭৩৭। শিল্পী: মিস আশালতা
- ও কে চলিছে বনপথে একা [গান-৩৪]
[তথ্য]
- ওগো বঁধু নিরজনে
- টুইন। জানুয়ারি ১৯৩৫। এফটি ৩৭৬৬। আব্বাসউদ্দিন
- ধর্মের পথে শহীদ যাহারা
[তথ্য]
- গুণে গরিমায় আমাদের নারী
[তথ্য]
- মেগাফোন। জেএনজি ১৬৩। শিল্পী: কুমারী সুষমা দে
- এ ঘোর-শ্রাবণ-নিশিকাটে কেমনে
[তথ্য]
এই মাসে বাতিলকৃত রেকর্ডের তালিকা
ফেব্রুয়ারি ১৯৩৫ (১৮ মাঘ- ১৬ ফাল্গুন ১৩৪১)
- এই মাসে এইএচমভি নজরুলের রচিত '
বাসন্তিকা' নামক শ্রুতি নাটক প্রকাশ করেছিল।
- এইচএমভি। বাসন্তিকা নাটকের গান
- এন ৭৩৩২। শিল্পী: হরিমতী।
- এন ৭৩৩৩। শিল্পী: সরযুবালা
- কত জনম যাবে তোমার বিরহে [তথ্য]
- বকুল বনের পাখী ডাকিয়া [তথ্য]
- এইচএমভি। এন ৭৩৩৪।
- আমার গানের মালা আমি করব কারে দান
[তথ্য] শিল্পী: গোপাল সেন
[শ্রবণ
নমুনা]
- দোলা লাগিল দখিনার বনে বনে। [তথ্য] শিল্পী: ইন্দুবালা
- এন ৭৩৩৫।
এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো [তথ্য]। শিল্পী: বীণাপাণি
- এন ৭৩৩৬।
- বন দেবী এস গহন বনছায়ে [তথ্য]। শিল্পী: ধীরেন দাস ও হরিমতি।
রেকর্ড বুলেটিনে গানটি ছিল, কিন্তু রেকর্ডটি প্রকাশিত হয় নি।
- অঞ্জলি লহো মোর [তথ্য]। শিল্পী: ইন্দুবালা
- এন ৭৩৩৮। মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো [তথ্য] শিল্পী: বীণাপাণি।
[শ্রবণ
নমুনা]
- এইচএমভি। এন ৭৩৩৯। শিল্পী: বিমলেন্দু সেন
- বল্লরী-ভুজ-বন্ধন খোলো
[তথ্য]
- এই মাসে পত্রিকায় প্রকাশিত গানের তালিকা
- ভারতবর্ষ। ফাল্গুন ১৩৪১
- যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় [তথ্য]
[নমুনা]
জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
- সবুজ বাংলা। ফাল্গুন-চৈত্র ১৩৪১
মার্চ ১৯৩৫ (১৭ ফাল্গুন-১৭ চৈত্র ১৩৪১)
এই মাসের ২৩ তারিখে (শনিবার ৯ চৈত্র ১৩৪১)
শৈলজানন্দ মুখোপাধ্যায় পরিচালিত
ছায়াছবি
পাতালপুরী
মুক্তি পেয়েছিল। এই ছবিতে মোট ১৮টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে নজরুলের রচিত গান
ছিল- ৮টি। এই ছায়াছবিতে ব্যবহৃত সমুদয় গানের তালিকা তুলে ধরা হলো-
- কেষ্ট ঠাকুর নাচে, নাচে গো। [কুলিকামিনদের গান। গীতিকার: অজ্ঞাত]
- ও শিকারী মারিস না তুই [টুমনির গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
- তোর সঙ্গে করব ভাব [টুমনির গান। গীতিকার। শৈলজানন্দ
মুখোপাধ্যায়]
- সিয়াঁ কুলে বন করেছে আলো [বিলাসীর গান। গীতিকার। শৈলজানন্দ
মুখোপাধ্যায়]
- তুমি এসেছ কি এসো নাই [টুমনির গান। গীতিকার। শৈলজানন্দ
মুখোপাধ্যায়]
- ধীরে চল্ চরণ টলমল্ [কয়লাকুঠির কামিনদের গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
- ফুল ফুটেছে কয়লা টবে [মুংরা ও বিলাসীর গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
- বাবা ভোলা ভোলানাথ [মাতালশালে ঝুমুর গান। গীতিকার। শৈলজানন্দ
মুখোপাধ্যায়]
- দুখের সাথী গেলি চল [মাতাল সর্দারের গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
- তালপুকুরে তুলছিল সে [মুংরার গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
- এলো খোঁপায় পরিয়ে দে [বিলাসীর গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম] [তথ্য]
- আঁধার ঘরের আলো ও কালো [বিলাসীর গান। গীতিকার: কাজী
নজরুল ইসলাম]
[তথ্য]
- দিনের আলো ফুরায়ে যায়। [টুমনীর প্রতিবেশনীর গান: শিল্পী: কমলা
ঝরিয়া]
- বল গো তায় ফিরে যেতে। [টুমনীর প্রতিবেশনীর গান: শিল্পী: কমলা
ঝরিয়া]
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- মেগাফোন। জেএনজি ১৭৩। শিল্পী: মিস কাননবালা (ছোট)
- এসো বসন্তের রাজা হে আমার
[তথ্য]
- মেগাফোন। জেএনজি ১৭৪। শিল্পী: মিস রেণুকা
- এইচএমভি। এন ৭৩৪৫। জ্ঞান গোস্বামী
- সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
[তথ্য]
- এইচএমভি। এন ৭৩৪৬। শঙ্কর মিশ্র
- ও কে মুঠি মুঠি আবির কাননে ছাড়া
[তথ্য]
- মনের রঙ লেগেছে [তথ্য]
- টুইন।
এফটি ৩৭৮০। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়
- দুখের কথা শুনাই কারে
[তথ্য]
- নিউমোনিয়ায় ভুগে ভুগে [তথ্য]
২৯ ফাল্গুন
থেকে ১৩ চৈত্রের ভিতরে
পত্রিকায় প্রকাশিত
নতুন গান
।
- নাগরিক।
- ২৯ ফাল্গুন ১৩৪১। আপোস (বদনা গাড়ুতে বসে মুখোমুখি)
[তথ্য]
- ১৩ চৈত্র ১৩৪১। ও তুই উল্টা বুঝ্লি রাম
[তথ্য]
- সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। চৈত্র ১৩৪১
- ছায়াবীথি। চৈত্র ১৩৪১
-
তব চরণ-প্রান্তে মরণ-বেলায়
[তথ্য]
- সবুজ বাঙলা। ফাল্গুন-চৈত্র
- ও কে মুঠি মুঠি আবির কাননে ছাড়া
[তথ্য]
এপ্রিল ১৯৩৫ (১৮ চৈত্র ১৩৪১-১৭ বৈশাখ ১৩৪২)
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
- এইচএমভি। এপ্রিল ১৯৩৫। এন ৭৩৫৫। শিল্পী: শৈলেন বন্দ্যোপাধ্যায়
এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা
- প্রবর্তক। বৈশাখ ১৩৪২।
-
আমায় আঘাত যত হান্বি (আমায় দুঃখ যত)
[তথ্য]
- সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা। বৈশাখ ১৩৪২
১-২৪ মে ১৯৩৫ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ ১৩৪২)
এই মাসের প্রথমাংশে পত্রিকায় যে রচনা প্রকাশিত হয়েছিল।
- পূর্বাচল। জ্যৈষ্ঠ ১৩৪২।
-
তোমার দেওয়া ব্যথা সে যে
[তথ্য]
- চিত্রালী। জ্যৈষ্ঠ ১৩৪২।
- দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ
[তথ্য]
এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা
- টুইন। মে ১৯৩৫। এফটি ৩৭৯১। হরিদাস বন্দ্যোপাধ্যায়
- ও গিন্নী বদন তোল একটু হানো
[তথ্য]
- লেংচে কেন চলছি আমি
[তথ্য]