৩৭ বৎসর অতিক্রান্ত বয়স

নজরুল ইসলামের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৪৩ বঙ্গাব্দ (সোমবার ২৫মে ১৯৩৬ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল  ১০ জ্যৈষ্ঠ ১৩৪৪ বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩৭ খ্রিষ্টাব্দ)


২৪-৩১ মে ১৯৩৬ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৪৩)
নজরুলের ৩৬ বৎসর অতিক্রান্ত বয়সের প্রথম সপ্তাহ শুরু হয়েছিল সুধীন্দ্রনাথ রাহার রচিত সর্বাহারা নাটকে গানের সংযোগ দিয়ে। নাটকটি ১৩৩৬ বঙ্গাব্দের ৩০ মে (শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৩৪৩) কলকাতার 'রংমহল থিয়েটার'-এ মঞ্চস্থ হয়েছিল। নাটকটি পরিচালনা করেছিলেন  সতু সেন। এই নাটকে নজরুল ইসলামের মোট ৮টি গান ছিল। এর ভিতরে ৭টি গান রচনা করেছিলেন নজরুল ইসলাম। এই নাটকটির পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থের 'ঋণ-স্বীকার' পত্রে নাট্যকার লিখেছিলেন-

"মুখের তাদের চপল হাসি"- এই গানটী ভিন্ন, নাটকের অন্য গানগুলি সুকবি কাজী নজরুল ইসলামের রচনা। তাঁকে আমার ধন্যবাদ জ্ঞাপন ক'রছি।'

এই নাটকের গানগুলো হলো-
  1. চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে [তথ্য]
    প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। নর্তকীদের নৃত্যগীত।
  2. নবীন বসন্ত যে যায় [তথ্য]
    প্রথম অঙ্ক, চতুর্থ দৃশ্য। নর্তকীদের নৃত্যগীত।
  3. পাপিয়া আজ কেন ডাকে সখি [তথ্য]
     দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।
  4. সখি দখিনা মলয়,ঝরি ঝিরি বয় [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। কোহিনুরের গান।
  5. মলয় হাওয়া আসবে কবে [তথ্য]
     দ্বিতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্য। ফুলের গান।
  6. এই রইল তোর সাধের বসন [তথ্য]
    তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। সৈরভী আর বমাইয়ের গান।
  7. জাগো রূপের কুমার, কেন অলস ঘুমে  [তথ্য]
    চতুর্থ অঙ্ক, তৃতীয় দৃশ্য। নর্তকীগণের গান।
  8. মুখে তাদের চপল হাসি। গানটি নজরুলের রচিত নয়
    চতুর্থ অঙ্ক, তৃতীয় দৃশ্য। নর্তকীগণের গান।
জুন ১৯৩৬ (১৮ জ্যৈষ্ঠ-১৬ আষাঢ় ১৩৪৩)
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত গান ছিল একটি। গানটি হলো

জুলাই ১৯৩৬ (১৭ আষাঢ়- ১৫ শ্রাবণ ১৩৪৩)
১১ জুলাই (রবিবার ২৭ আষাঢ় ১৩৪৩), কলকাতার অ্যালবার্ট হলে রুশ লেখক ম্যাক্সিম গোর্কির স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই সভার আহবায়ক ছিলেন নজরুল। এই সভায় উপ[স্থিত ছিলেন- সত্যান্দ্রনাথ মজুমদার, সুরেন্দ্রনাথ গোস্বামী, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বিবেকানন্দ মুখোপাধ্যায়, খগেন্দ্রনাথ সেন প্রমুখ। এই সভা থেকেই নিখিল বঙ্গ প্রগতি লেখক সংঘ' গঠনের কথা ঘোষিত হয়। এই সভায় এই সংঘের সভাপতি নরেশচন্দ্র সেনগুপ্ত এবং সম্পাদক সুরেন্দ্রনাথ গোস্বামী নির্ধারিত হয়।

এই মাসে মুজফ্‌ফর আহমদের কন্যা আফিফা খাতুনের সঙ্গে কবি আব্দুল কাদিরের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে নজরুল একটি আশীর্বাণী রচনা করেন। এই আশীর্বাণীটি হলো- এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তি তালিকায় যে সকল গান ছিল, তাহলো- দুটি পত্রিকার 'শ্রাবণ ১৩৪৩' সংখ্যায় দুটি গান প্রকাশিত হয়েছিল। গান দুটি হলো- আগষ্ট ১৯৩৬ (১৬ শ্রাবণ -১৫ ভাদ্র ১৩৪৩)৪৩)
এই মাসে কোলকাতা বেতার থেকে 'মীরা উৎসব' নামে একটি গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়।  এইএএমভি থেকে ছোটদের রচিত রেকর্ড নাটিক প্লানচেট প্রকাশিত হয়। এছাড়া যোগেশচন্দ্র চৌধুরীর নাটক নন্দাণীর সংসার মঞ্চস্থ হয়। এই নাটকের গানের নজরুল সুর-সংযোজন করেছিলেন।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

সেপ্টেম্বর ১৯৩৬ (১৬ ভাদ্র-১৪ আশ্বিন ১৩৪৩)
এই মাসে কলকাতা থেকে বাংলা মাদ্রাসা ও মক্তব্যের মৌলবি সাহেবানদের খেদমতে একটি আবেদন করে। এই আবেদনে সরকারের অনুমোদনপ্রাপ্ত তাঁর মক্তব সাহিত্য (প্রথম প্রকাশ: শ্রাবণ ১৩৪২) বইটি পাঠ্যতালিকাভুক্ত করার জন্য আবদন জানান।

এই মাসে রেকর্ডে প্রকাশিত হয়েছিল দুটি নাটিকা এবং স্বতন্ত্র কিছু গান। এগুলো হলো-

অন্যান্য রেকর্ডে নজরুলের গান

১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিপত্রে যে সকল গানের উল্লেখ ছিল, সেগুলো হলো-

১৮ সেপ্টেম্বর (শুক্রবার ২ আশ্বিন ১৩৪৩) রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিপত্রে যে সকল গানের উল্লেখ ছিল, সেগুলো হলো-

  1. আবার কেন আগের মত [তথ্য]

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা


১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩)  এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল।

  1. আমি পথ-ভোলা ভিনদেশি গানের পাখি [তথ্য]
  2. আমি যদি আরব হ'তাম [তথ্য]
  3. আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি [তথ্য]
  4. তুমি আনন্দ ঘন-শ্যাম [তথ্য]
  5. জপ্‌ লে রে মন মেরা প্রভুকে  [তথ্য]
  6. মুক্‌তি মুজকো দিনু হে নাথ [তথ্য]
  7. মেরে মন মন্দির মে [তথ্য]
  8. রাধাকে প্রাণ আঁধার [তথ্য]
  9. সকাল সাঁঝে প্রভু সকল কাজে [তথ্য]
  10. শোক দিয়া হ্যায় তুমহিনে [তথ্য]
  11. হে ব্রজবল্লভ   [তথ্য]
অক্টোবর ১৯৩৬ (১৫ আশ্বিন-১৪ কার্তিক ১৩৪৩)
১২ অক্টোবর (সোমবার ২৬ আশ্বিন ১৩৪৩), কলকাতার এ্যালবার্ট হলে নিখিল ভারত মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নজরুল বক্তৃতা করেন।

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

নভেম্বর ১৯৩৬ (১৬ কার্তিক-১৪ অগ্রহায়ণ ১৩৪৩)
এই মাসে প্রকাশিত রেকর্ডে অন্যান্য গান

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

ডিসেম্বর ১৯৩৬ (১৫ অগ্রহায়ণ -১৬ পৌষ ১৩৪৩)
এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা

এই মাসে অপ্রকাশিত রেকর্ড

এই মাসে পত্রিকায় প্রকাশিত গান

জানুয়ারি ১৯৩৭ (১৭ পৌষ-১৮ মাঘ ১৩৪৩)
১০ জানুয়ারি (রবিবার ২৬ পৌষ ১৩৪৩) কলকাতার ধর্মতলার ওয়ালেস মোল্লা ম্যানসনে ঈদ প্রীতি সম্মেলন হয়। ওই সম্মেলনে সাহিত্যিক ও গুণীজনরা মিলিত হয়েছিলেন। এই সম্মেলনে মুসলমান যোগদান করেছিলেন, তৎকালীন প্রখ্যাত মার্কসবাদী নেতা মানবেন্দ্র রায় এবং তাঁর স্ত্রী এলেন রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দি, খান বাহাদুর তসদ্দুক আহম্মদ, খান বাহাদুর আব্দুর রহমান. মোহাম্মদ বরকতুল্লাহ, গোলাম মোস্তফা, অধ্যক্ষ সুরেশ মৈত্র, মনোজ বসু, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম শামসুদ্দীন, হবীবুল্লাহ বাহার, সুফি জুলফিকার হায়দার প্রমুখ। এ্‌ই অনুষ্ঠানে নজরুল আব্বাস উদদীনের সাথে পরিবেশন করেছিলেন একাট গান। গানটি হলো-

এই মাসে রেকর্ডে প্রকাশিত গানের তালিকা

এই মাসের বাতিলকৃত রেকর্ড

এই মাসে নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি প্রকাশিত রেকর্ড

ফেব্রুয়ারি ১৯৩৭ (১৯ মাঘ-১৬ ফাল্গুন ১৩৪৩)

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

মার্চ ১৯৩৭ (১৭ ফাল্গুন-১৭ চৈত্র ১৩৪৩) এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসের বাতিলকৃত রেকর্ড ও তার গান

এইচএমভির সাথে নজরুলের একটি চুক্তিপত্র হয়েছিল ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৫ মার্চ ১৯৩৭ (শুক্রবার, ২১ ফাল্গুন ১৩৪৩)। এই চুক্তিতে যে সকল গান ছিল- সেগুলো হলো-

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা

এপ্রিল ১৯৩৭ (১৮ চৈত্র-১৭ বৈশাখ ১৩৪৪)

এই মাসে রেকর্ডে প্রকাশিত গান

এই মাসের বাতিলকৃত রেকর্ড

১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪), কলকাতার নাট্যনিকেতন মঞ্চে অভিনীত হয়েছিল-  মন্মথ রায়ের রচিত নাটক 'সতী মঞ্চস্থ হয়। এই নাটকে নজরুলের রচিত ১০টি গানই ছিল। এই গানগুলো হলো-

  1. একদা সব সুরাসুরের খেয়াল হল [তথ্য]
    চরিত্র: কথক। শিল্পী: রাধাচরণ ভট্টাচার্য
  2. ত্রিভুবনবাসী যুগল মিলন [তথ্য]
    চরিত্র: কৈলাসবাসীদের গান।]
  3. দেব আর্শীবাদ- লহ সতী পুণ্যবতী [তথ্য]
    চরিত্র:
    সখীদের গান]
  4. দেবী তোমার চরণ কমল [তথ্য]
    চরিত্র: বিজয়ার গান। শিল্পী: দুর্গারাণী
  5. পাষাণী মেয়ে! আয়, আয় বুকে আয় [তথ্য]
    চরিত্র: বৈতালিক। শিল্পী: রাধাচরণ ভট্টাচার্য।
  6. বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো [তথ্য]
    চরিত্র: সখীদের গান।
  7. বাবার হলো বিয়ে [তথ্য]
    চরিত্র: ভৃঙ্গীর গান। শিল্পী: মণি ঘোষ ও পঞ্চানন বন্দ্যোপাধ্যায়।
  8. বিরূপ আঁখির কি রূপই তুই আঁকলি [তথ্য]
    চরিত্র: বিজয়া। শিল্পী: দুর্গারাণী।
  9. যদি বুদ্ধির শ্রীবৃদ্ধি চাও [তথ্য]
    চরিত্র: কৈলাসবাসীদের গান
  10. সন্ধ্যার আঁধার ঘনাইল মাগো [তথ্য]
    বিজয়ার গান। শিল্পী: দুর্গারাণী।

১-২৪ মে ১৯৩৭ (১৮ বৈশাখ-১০ জ্যৈষ্ঠ)
১৭ মে (সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৩৪৪), দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুদিন উপলক্ষে কলকাতা বেতার কেন্দ্র থেকে একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছিল। এই অনুষ্ঠানের নাম ছিল 'দ্বিজেন্দ্র স্মৃতি বাসর'। এই অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন নজরুল ইসলাম। নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের শেষ কয়েকদিনে রেকর্ড ও পত্রিকায় প্রকাশিত রচনাসমূহ

এই মাসের বাতিলকৃত রেকর্ড

এই মাসে পত্রিকায় প্রকাশিত রচনা