রামপ্রসাদের গানের সূচি


সূচি
অকলঙ্ক শশিমুখী, সুধাপানে সদাসুখী [গান ১৭৬]
অন্নপূর্ণার ধন্য কাশী [গান ২২২]
অপরা জন্মহরা জননি [গান ১৫৩]
অপার সংসার, নাহি পারাবার [গান ২৬]
অভয়পদ সব লুটালে [গান ১৪]
অভয়পদে প্রাণ সঁপেছি [গান ৭৬]
অসকালে যাবো কোথা [গান ৫৪]
আছি তেঁই তরুতলে বসে [গান ৮৫]
আজ শুভনিশি পোহাইল তোমার [গান ২৩১]
আপন মন মগ্ন হলে মা [গান ১৩৩]
আমার অন্তরে আনন্দময়ী [গান ১০৬]
আমার উমা সামান্য মেয়ে নয় [গান ২২৬]
আমার কপাল গো তারা [গান ১২]
আমার মনে বাসনা জননি [গান ২১৪]
আমার সনদ দেখে যা রে [গান ৫৯]
আমায় কী ধন দিবি তোর কী ধন আছে [গান ১০৪]
আমায় ছুঁয়ো না রে শমন আমার জাত গিয়েছে [গান ৮৯]
আমায় দেও মা তবিলদারি [গান ২]
আমি এত দোষী কিসে [গান ১৭]
আমি ওই খেদে খেদ করি [গান ১০১]
আমি কবে কাশীবাসী হবো [গান ১৪৪]
আমি কি এমতি রব (মা তারা) [গান ১২৬]
আমি কি দুখেরে ডরাই [গান ২৪]
আমি তাই অভিমান করি [গান ৩৭]
আমি তোর আসামি নইরে শমন [গান ২৪৫]
আমি নই আটাশে ছেলে [গান ৫২]
আমি নই পলাতক আসামি [গান ১১০]
আমি ক্ষেমার খাসতালুকের প্রজা [গান ৪৯]
আর কাজ কী আমার কাশী [গান ৫]
আর তোমায় ডাকব না কালী [গান ১২৩]
আর বাণিজ্যে কী বাসনা [গান ২৫]
আর বাণিজ্যে কী বাসনা [গান ২৪৮]
আর ভুলালে ভুলব না গো [গান ৮৪]
আরে ওই আইল কে রে ঘনবরণী [গান ১৬৮]
আয় দেখি মন চুরি করি [গান ৪১]
আয় দেখি মন তুমি আমি [গান ৯২]
আয় মন বেড়াতে যাবি [গান ৮০]
ইথে কি আর আপদ আছে [গান ৬৩]
উপনীত মন্দাকিনী-তীরে [গান ২১০]
এই দেখো সব মাগির খেলা [গান ৯৮]
এই সংসার ধোঁকার টাটি [গান ৪৭]
একবার ডাকো রে কালী তারা বলে [গান ৪০]
এবার আমি করব কৃষি [গান ৭৯]
এবার আমি বুঝিব হরে [গান ৯]
এবার আমি ভালো ভেবেছি [গান ৩৫]
এবার কালী কুলাইব [গান ৩৯]
এবার কালী তোমায় খাব [গান ১৬]
এবার বাজি ভোর হল [গান ১৯]
এবার ভালো ভাব পেয়েছি [গান ১১৬]
এমন দিন কি হবে তারা [গান ৭৭]
এলোকেশী দিগবসনা [গান ১৪৭]
এলোকেশে, কে শবে, এলরে বামা [গান ১৬৭]
এলো চিকুরনিকর নরকর কটি তটে [গান ১৭৩]
এলো চিকুর-ভার, এ বামা [গান ১৬০]
এ শরীরে কাজ কী রে ভাই [গান ৯১]
এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী [গান ১১১]
ও কার রমণী সমরে নাচিছে [গান ২০২]
ও কে ইন্দিবরনিন্দি-কান্তি, বিগলিত বেশ [গান ১৭৮]
ও কেরে মনোমোহিনী [গান ১৫৮]
ওগো রানি ! নগরে কোলাহল, উঠো চলো চলো [গান ২২৮]
ও নৌকা বাও হে ত্বরাকরি, নূতন কান্ডারী [গান ২১৭]
ও মন, তোর নামে কী নালিশ দিব [গান ২৪১]
ওমা তোর মায়া কে বুঝতে পারে [গান ১২৫]
ওমা ! হরো গো তারা মনের দুঃখ [গান ১৩]
ওরে, তারা বলে কেন না ডাকিলাম [গান ২০৩]
ওরে, মন কী ব্যাপারে এলি [গান ২৪০]
ওরে মন চড়কি চরক করো, এ ঘোর সংসারে [গান ৬১]
ওরে মন বলি, ভজো কালী [গান ৬৮]
ওরে শমন, কী ভয় দেখাও মিছে [গান ৭৩]
ওরে সুরাপান করিনে আমি [গান ৪৫]
ওহে নূতন নেয়ে ! ভাঙা নৌকা চল বেয়ে [গান ২১৮]
ওহে প্রাণনাথ গিরিবর হে [গান ২৩৪]
করুণাময়ি কে বলে তোরে দয়াময়ী [গান ১৩৭]
কাজ কী আমার কাশী [গান ৯৫]
কাজ কী মা সামান্য ধনে [গান ১০৭]
কাজ কী রে মন যেয়ে কাশী [গান ২৮]
কামিনী যামিনীবরণে রণে, এল কে [গান ১৬৬]
কার বা চাকরি করো (রে মন) [গান ২৪৪]
কালী কালী বলো রসনা [গান ৪৬]
কালী কালী বলো রসনা রে [গান ২০৫]
কালী কালী বলো রসনা রে [গান ২১৩]
কালীগুণ গেয়ে, বগল বাজায়ে [গান ১৯৭]
কালী গো কেন ল্যাংটা ফিরো [গান ১৩২]
কালী তারার নাম জপো মুখে রে [গান ১১২]
কালীনাম জপ করো, যাবে কালীর কাছে [গান ৮৭]
কালীপদ-মরকত-আলানে [গান ৩৮]
কালীর নাম বড়ো মিঠা [গান ৬২]
কালীর নামের গণ্ডি দিয়া আছি দাঁড়াইয়া [গান ১০৫]
কালী সব ঘুচালে ল্যাটা [গান ৬৬]
কালী হলি মা রাসবিহারী [গান ১৫৭]
কালো মেঘ উদয় হল অন্তর-অম্বরে [গান ৩৪]
কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কী রঙ্গ, তরুণ বয়েস [গান ১৮৭]
কে জানে গো কালী কেমন [গান ২২]
কেন গঙ্গাবাসী হবো [গান ৬৪]
কেবল আসার আশা, ভবে আসা [গান ৮]
কে মোহিনী ভালে বাল শশী [গান ১৮৫]
কে রে কুঞ্জর-গামিনী, তনু-সৌদামনী [গান ২১১]
কে রে বামা কার কামিনী [গান ১৪১]
কে হর-হৃদি বিহরে [গান ১৬৯]
গিরি ! এবার আমার উমা এলে [গান ২২৫]
গিরিবর ! আর আমি পারিনে হে [গান ২৩৫]
গিরিশগৃহিণী গৌরী গোপবধুবেশ [গান ২১৫]
গেল দিন মিছে রঙ্গরসে [গান ১১]
গেল না, গেল না, দুঃখের কপাল [গান ২৩৯]
চিকন কালোরূপা সুন্দরী ত্রিপুরারি-হৃদে বিহরে [গান ১৭১]
ছি ছি মন তুই বিষম লোভা [গান ৮৩]
ছি ছি মনভ্রমরা দিলি বাজি [গান ৯৩]
জগত-জননি তুমি গো মা তারা [গান ১৮৯]
জগদম্বার কোটাল, বড়ো ঘোর নিশায় বেরুল [গান ২০৬]
জগদম্বারে যব পুরে বেণু, যব পুরে বেণু [গান ২৩০]
জননি পদপঙ্কজং দেহি শরণাগত জনে [গান ১৩৬]
জয় কালী জয় কালী বলে [গান ১৯৮]
জয় কালী জয় কালী, বলে জেগে থাকো রে মন [গান ৭৪]
জানিগো জানিগো তারা তোমার যেমন করুণা [গান ১৯৬]
জানিলাম বিষম বড়ো, শ্যামা মায়েরই দরবার রে [গান ৭০]
জাল ফেলে জেলে রয়েছে বসে [গান ৯৯]
ডাকোরে মন কালী বলে [গান ১৫৪]
ডুব দে মন কালী বলে [গান ৩]
ঢলঢল জলদবরণী এ কার রমণী রে [গান ১৭৯]
ঢলিয়ে ঢলিয়ে কে আসে [গান ১৫৯]
তাই কালোরূপ ভালোবাসি [গান ১১৫]
তাই বলি মন জেগে থাকো [গান ২০]
তারা আছ গো অন্তরে, মা আছ গো অন্তরে [গান ১৮৮]
তারা ! আর কী ক্ষতি হবে [গান ১৯২]
তারা তোমার আর কি মনে আছে [গান ২০৯]
তারা-তরি লেগেছে ঘাটে [গান ৭৮]
তারা নামে সকলি ঘুচায় [গান ৬০]
তাঁহার জমি আমার দেহ [গান ২৩৮]
তিলেক দাঁড়া ওরে শমন [গান ১২০]
তুই যা রে কী করবি শমন [গান ৬৫]
তুমি এ ভালো করেছ মা, আমারে বিষয় দিলে না [গান ৪২]
তুমি কার কথায় ভুলেছো রে মন [গান ১৯১]
তোমার সাথি করে ও মন [গান ২৪৯]
ত্যজো মন কুজন-ভুজঙ্গ-সঙ্গ [গান ২৩৬]
থাকি একখান ভাঙা ঘরে [গান ১৫৫]
দরদরদর ঝরত লোর [গান ২২০]
দয়াময়ী আইস আইস ঘরে [গান ২২৯]
দিবানিশি ভাবো রে মন, অন্তরে করালবদনা [গান ১২৭]
দীন দয়াময়ী কী হবে শিবে [গান ১০৯]
দুঃখের কথা শুনো মা তারা [গান ১৪২]
দেখি মা কেমন করে আমারে ছাড়ায়ে যাবা [গান ৫৭]
দূর হয়ে যা যমের ভটা [গান ৫১]
নটবর বেশে বৃন্দাবনে [গান ২১৬]
নব-নীল-নীরদ-তনু-রুচি কে [গান ১৭৪]
নলিনী নবীনা মনোমোহিনী [গান ১৮৩]
নিতান্ত যাবে দিন, এ দিন যাবে [গান ২০৮]
নিতি তোরে বুঝাবে কেটা [গান ২৭]
নিরখি নিরখি বদন-ইন্দু [গান ২২৪]
পতিতপাবনী তারা [গান ৫৫]
পতিতপাবনী পরা, পরামৃত-ফলদায়িনী [গান ১৫৬]
পুরলো নাকো মনের আশা [গান ১৪৮]
প্রথম বয়স রাই রসরঙ্গিণী [গান ২১৯]
বন্দে শ্রীগুরুদেবকি চরণং [গান ১]
বমবমবম ভোলা [গান ২২১]
বলো ইহার ভাব কী, নয়নে ঝরে জল [গান ১৫২]
বলো দেখি ভাই কী হয় মলে [গান ২৫০]
বলো মা আমি দাঁড়াই কোথা [গান ৭]
বড়াই করো কীসে গো মা [গান ৭২]
বামা ও কে এলোকেশে [গান ১৭৭]
বাসনাতে দাও আগুন জ্বেলে [গান ২৪৬]
ভবে আর জন্ম হবে না [গান ১৫১]
ভবের আসা, খেলব পাশা [গান ১৮]
ভাব কী ! ভেবে পরান গেল [গান ৯৪]
ভালো নাই মোর কোনো কালে [গান ১৯৪]
ভালো ব্যাপার মন করতে এলে [গান ১৪০]
ভূতের বেগার, খাটবো কত [গান ১৩৯]
ভেবে দেখো মন কেউ কারো নয় [গান ১৩১]
ভেবো না কালী, ভাবনা কীবা [গান ১০]
মন আমার যেতে চায় গো, আনন্দকাননে [গান ১৩৫]
মন করো কী তত্ত্ব তাঁরে [গান ২৫২]
মন কালী কালী বলো [গান ৩৩]
মন কী করো ভবে আসিয়ে [গান ২৩৭]
মন কেন মার চরণছাড়া [গান ১৫]
মন কেন রে পেয়েছো এত ভয় [গান ৭১]
মন কেন রে ভাবিস এত [গান ২০১]
মন কোরো না দ্বেষাদ্বেষি [গান ৫৮]
মন কোরো না সুখের আশা [গান ২১]
মন খেলাও রে দাণ্ডাগুলি [গান ৪৩]
মন-গরিবের কী দোষ আছে [গান ১২১]
মন জান না কী ঘটবে ল্যাঠা [গান ১০০]
মন তুই কাঙালি কীসে [গান ২৪৭]
মন তুমি কী রঙ্গে আছো [গান ১৪৯]
মন তুমি দেখো রে ভেবে [গান ১৯০]
মন তোমার এই ভ্রম গেল না [গান ৮১]
মন তোরে তাই বলি বলি [গান ১১৪]
মন তোর এত ভাবনা কেনে [গান ২০০]
মন ভুলো না কথার ছলে [গান ৩০]
মন ভেবেছ তীর্থে যাবে [গান ৯০]
মন যদি মোর ঔষধ খাবা [গান ১২৮]
মন যদি মোর ভিয়ান করিস [গান ২০৪]
মন রে আমার এই মিনতি [গান ৩১]
মন রে আমার ভোলা মামা [গান ২১২]
মন রে কৃষি কাজ জান না [গান ৬]
মনরে তোর চরণ ধরি [গান ১৪৫]
মন রে তোর বুদ্ধি একী [গান ২৪২]
মন রে ভালোবাসো তাঁরে [গান ১০২]
মন রে শ্যামা মাকে ডাকো [গান ৮২]
মন হারালি কাজের গোড়া [গান ১৩০]
মরি ও রমণী কী রণ করে [গান ১৮২]
মরি গো এই মন-দুঃখে [গান ১৫০]
মরলেম ভূতের বেগার খেটে [গান ২৪৩]
মা আমার অন্তরে আছ [গান ৩২]
মা আমার খেলান হল [গান ১২২]
মা আমার বড়ো ভয় হয়েছে [গান ১৪৩]
মা আমায় ঘুরাবে কত [গান ৪]
মা আমি পাপের আসামি [গান ৫৩]
মা কত নাচো গো রণে [গান ১৬২]
মা গো আমার কপাল দুষি [গান ৮৬]
মাগো তারা ও শংকরী [গান ২৩]
মা, তোমারে বারে বারে, জানাবো আর দুঃখ কত [গান ১৯৫]
মা বলে ডাকিস না রে মন [গান ১৭০]
মা বসন পরো [গান ৭৫]
মা বিরাজে ঘরে ঘরে [গান ১১৯]
মা মা বলে আর ডাকব না [গান ৬৭]
মা হওয়া কি মুখের কথা [গান ৪৮]
মায়ার এ পরম কৌতুক [গান ২৫১]
মায়ের এমনি বিচার বটে [গান ১০৮]
মায়ের চরণতলে স্থান লব [গান ১৪৬]
মায়ের নাম লইতে অলস হইও না [গান ১৯৩]
মুক্ত করো মা মুক্তকেশী [গান ১১৩]
মোরে তারা বলে কেন না ডাকিলাম [গান ৫৬]
মোহিনী আশা বাসা [গান ১৬১]
যদি ডুবল না ডুবায়ে বাওরে মননেয়ে [গান ১৩৪]
যাও গো জননি, জানি তোরে [গান ১৮৪]
যারে শমন যারে ফিরি [গান ৫০]
রত্নসিংহাসনে গৌরী [গান ২২৭]
রসনায় কালী কালী বলে [গান ৪৪]
রসনে কালী নাম রটো রে ! [গান ২৯]
শমন আসার পথ ঘুচেছে [গান ১০৩]
শমন হে আছি দাঁড়ায়ে [গান ১১৮]
শিব স্বস্ত্যয়নে কীবা কাম [গান ২৩৩]
শ্যামা বামা কে [গান ১৬৪]
শ্যামা বামা কে বিরাজে ভবে [গান ১৭৫]
শ্যামা বামা গুণধামা কালান্তক-উরসি [গান ১৮৬]
শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি [গান ৯৬]
শ্রীদুর্গানাম ভুলো না [গান ১৯৯]
শংকর পদতলে, মগনা রিপুদলে [গান ১৮০]
সদাশিব-শবে আরোহিণী কামিনী [গান ২০৭]
সমর করে ও কে রমণী [গান ১৭২]
সমরে কে রে কালকামিনী [গান ১৮১]
সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে [গান ৮৮]
সাধের ঘুমে ঘুম ভাঙে না [গান ১১৭]
সামাল ভবে ডুবে তরি [গান ১২৪]
সামাল সামাল ডুবল তরি [গান ৬৯]
সে কি এমনি মেয়ের মেয়ে [গান ১২৯]
সে কি শুধু শিবের সতী [গান ৯৭]
হর ফিরে মাতিয়া, শংকর ফিরে মাতিয়া [গান ২২৩]
হৃৎকমল - মঞ্চে দোলে করালবদনী শ্যামা [গান ৩৬]
হয় নয় অন্তরে গো রোয়ে [গান ২৩২]
হয়েছি মা জোর ফরিয়াদি [গান ১৩৮]
হুংকারে সংগ্রামে ও কে বিরাজে বামা [গান ১৬৫]
(হেরো), কার রমণী নাচে রে ভয়ংকরা-বেশে [গান ১৬৩]