রবীন্দ্রসঙ্গীতের ভাঙাগানের বর্ণনানুক্রমিক সূচি
অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে [প্রকৃতি-৮৩]
[তথ্য]
মূলগান:
তনমনধন ভূয় পরবারে
(মিশ্র কাফি। ত্রিতাল)
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আইল আজি প্রাণসখা [পূজা ও প্রার্থনা-৩৪] [তথ্য]
মূল গান:
খোল অব ঘুঁঘুট পট
[কেদারা। আড়াঠেকা]
প্রকৃতি:
আইল
শান্ত সন্ধ্যা
[পূজা ও
প্রার্থনা-৫৭] [তথ্য]
মূলগান:
ভাওয়েরি ভস্ম অঙ্গ, গলে রুণ্ডমালা [শ্রী।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আঁখিজল মুছাইলে জননী
[পূজা-৪৯৯]
[তথ্য]
মূলগান:
জিন ছুঁয়া মারি বৈঁয়া নগরওয়া
[রামকেলি। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আছ অন্তরে চিরদিন,
তবু কেন কাঁদি
[পূজা-৪২২]
[তথ্য]
মূলগান: কৈস অব ধরো
ধীর [কাফি। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আজ তোমারে দেখতে এলেম
[প্রেম-৩৬৫] [তথ্য]
মূল গান: যমুনার তুফান দেখে [বাউল, আখড়াই]
[শ্রবণ
নমুনা:
অজ্ঞাত]
আজ বুঝি আইল প্রিয়তম [পূজা ও প্রার্থনা-৫১] [তথ্য]
মূলগান:
ফুল
রহি
কলিয়াঁ
মধুবন
[সাহানা। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর
বিকাশ [পূজা-৩২০]
[তথ্য]
মূলগান: বহুর বজাও বংশী
[পূরবী। তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
আজি এই গন্ধবিধুর সমীরণে
[প্রকৃতি-২৫২] [তথ্য]
মূলগান: 'আজি কি হরষ সমীর বহে প্রাণে'
[শ্রবণ
নমুনা: মানব বন্দ্যোপাধ্যায়]
আজি কমলমুকুলদল খুলিল
[প্রকৃতি-২৭২]
[তথ্য]
মূলগান: মনকী কমলদল [মিশ্র সিন্ধু। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আজি বহিছে বসন্তপবন সুমন্দ
[পূজা-৩০৮]
[তথ্য]
মূলগান:
আজু বহত সুগন্ধ পবন সুমন্দ মধুর বসন্তমেঁ
[মিশ্র সিন্ধু।
ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আজি মম জীবনে নামিছে ধীরে
[পূজা-৫০৮] [তথ্য]
মূলগান:
অব মোরি পায়েলা বাজনু সোঁ
[আড়ানা। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আজি মম মন চাহে
জীবনবন্ধুরে [পূজা-১৭২]
[তথ্য]
মূল গান:
ফুলি বন ঘন মোর [বাহার। চৌতাল]
[শ্রবণ
নমুনা: নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা: আরতি মুখোপাধ্যায়]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আজি মোর দ্বারে [প্রেম ও প্রকৃতি ৫৪] [তথ্য]
মূল
গান: হো হো মোর দ্বারে [দৈশ। পঞ্চম সওয়ার]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আজি
রাজ-আসনে
তোমারে বসাইব
[পূজা ও
প্রার্থনা-৫৪] [তথ্য]
মূল
গান: প্যারি তেরে পায়ান পকরু [বেহাগ। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আজি শুভদিনে পিতার ভবনে
[পূজা
ও প্রার্থনা-৯] [তথ্য]
মূল গান: পূর্ণ চন্দাননে
[কর্ণাটি সঙ্গীত। খাম্বাজ। তাল-ফেরতা]
আজি হেরি সংসার অমৃতময়
[পূজা-৫৪০] [তথ্য]
মূল গান : এরি পরমেশ্বর।
[বেলাবলী-চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আনন্দ তুমি স্বামি,
মঙ্গল
তুমি [পূজা-২৪০]
[তথ্য]
মূল গান: ওঙ্কার মহাদেব [ভৈরবী। সুরফাঁকতাল।]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আনন্দধারা বহিছে ভুবনে
[পূজা-৩২৬]
[তথ্য]
মূলগান:
লাগি মোরে ঠুমক পলঙ্গনা
[মালকোষ। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আনন্দ রয়েছে জাগি ভুবনে
তোমার [পূজা-৪৮৫]
[তথ্য]
মূলগান:
আজি
রচো করতার
[হাম্বীর। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আনন্দলোকে মঙ্গলালোকে
বিরাজ [পূজা-৪৭৬]
[তথ্য]
মূলগান: ?
[মহীশূরী ভজন। একতাল]
প্রকৃতি: ভজনাঙ্গ
আমরা মিলেছি
আজ মায়ের ডাকে [স্বদেশ-৯]
[তথ্য]
মূল গান: রামপ্রসাদ সেনের 'মায়ের এমনি বিচার বটে।
আমার প্রাণের মানুষ আছে
প্রাণে [পূজা-৫৪৯]
[তথ্য]
মূলগান: ও মন অসাড় মায়ায় ভুলে রবে
[শ্রবণ
নমুনা: দিনেন্দ্র চৌধুরী।]
প্রকৃতি: বাউলাঙ্গ
আমার মন,
যখন জাগলি না রে
[পূজা-৫৫০]
[তথ্য]
মূলগান:
ও মন অসাড় মায়ায় ভুলে রবে
[শ্রবণ
নমুনা: দিনেন্দ্র চৌধুরী।]
প্রকৃতি: বাউলাঙ্গ
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি
[স্বদেশ-১]
[তথ্য]
মূলগান:
আমি কোথায় পাব
তারে আমার মনের মানুষ যে রে।
[বাউল]
[শ্রবণ
নমুনা: অমর পাল]
[শ্রবণ
নমুনা: দিনেন্দ্র চৌধুরী]
প্রকৃতি: বাউলাঙ্গ
আমারে করো জীবনদান [পূজা ও
প্রার্থনা ৫৯] [তথ্য]
মূলগান:
ইয়া জগ ঝুট [শঙ্করা। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আমারে
পাড়ায় পাড়ায়
মূল গান: দেখেছি রূপ সাগরে
প্রকৃতি: বাউলাঙ্গ
আমি দীন,
অতি দীন
[পূজা-৪৮৩]
[তথ্য]
মূলগান পাওয়া যায় নাই। সূত্র:
রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সঙ্গম।
[ রামকেলী। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
আমিই শুধু রইনু বাকি [বিচিত্র-১৩৫] [তথ্য]
আয় লো সজনি [কালমৃগয়া]
[তথ্য]
মূলগান: আজু মোরন বন [মল্লার। কাওয়ালি]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
আহা
আজি এ বসন্তে [মায়ার খেলা]
মূল গানটি থমাস মুর (Thomas Moore)-এর
রচনা।
মূল গান: Go where glory
waits thee
উঠি চলো, সুদিন আইল
[পূজা ও প্রার্থনা-৫৮]
[তথ্য]
মূলগান: উঠি চলে সুদিন নাচত (কেদারা। সুরফাঁকতাল)
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
এ কী
অন্ধকার এ ভারতভূমি!
[জাতীয় সংগীত-৪] [তথ্য]
মূলগান- গুজরাটি ভজন (ভজন-একতালা)
এ কী এ সুন্দর শোভা
[পূজা-৫৪৩]
[তথ্য]
মূল গান: বাজু রে মন্দর বাজু
(ইমনভূপালী। ত্রিতাল)
প্রকৃতি: খেয়ালাঙ্গ।
এ কী
করুণা করুণাময়
মূল গান: নইরে নমা বরণ [বাহার। আড়াঠেকা]
এ কী হরষ
হেরি কাননে [প্রেম ও প্রকৃতি ১৫] [তথ্য]
মূল গান: মন্কী কমলদল খোলিয়াঁ (বাহার। ত্রিতাল)
প্রকৃতি: খেয়ালাঙ্গ
এ পরবাসে রবে কে হায়
[পূজা-৪৩৫]
[তথ্য]
মূলগান:
ও মিঞা বেজনুওয়ালে [সিন্ধু। মধ্যতাল]
[শ্রবণ
নমুনা: নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা: গিরিজা দেবী]
প্রকৃতি: টপ্পাঙ্গ।
এ ভারতে রাখো নিত্য,
প্রভু
[স্বদেশ-৩৫] [তথ্য]
মূল গান:
য়ে বঁতিয়া মেরে চিত চঢ়ি নিশ
দিন কালীনাম রটত রহে
[সুরট।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
এ মোহ-আবরণ খুলে দাও,
দাও হে
[পূজা-৪২৩]
[তথ্য]
মূল গান: ঘুঁঘট পট
খোলি [ইমন। আড়াঠেকা]
প্রকৃতি: টপ্পাঙ্গ
এ হরিসুন্দর, এ হরিসুন্দর
[পূজা
ও প্রার্থনা-২]
[তথ্য]
মূল গান: এ হরি সুন্দর (পাঞ্জাবি আরতির গান) [কার্ফা]
এই
বেলা সবে মিলে
মূল গান: চতুরঙ্গ রস সন [ইমন কল্যাণ-ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ।
এই-যে হেরি গো দেবী
[বাল্মীকি প্রতিভা] [তথ্য]
মূলগান: মনকী কমলদল
[মিশ্র সিন্ধু। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
এ কী হরষ
হেরি কাননে [প্রেম ও প্রকৃতি ১৫] [তথ্য]
মূলগান: মনকী কমলদল
[মিশ্র সিন্ধু। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
এখনো তারে চোখে দেখি নি
[প্রেম-৩৬৭] [তথ্য]
মূল গান: পায়েলিয়া মোরে
বাজে [ইমন। কাওয়ালি]
প্রকৃতি: খেয়ালাঙ্গ।
এত আনন্দধ্বনি উঠিল কোথায়
[পূজা-৩২৯]
[তথ্য]
মূল গান: আজু ব্রজমেঁ
[বাহার। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
এবার তোর মরা গাঙে বান
এসেছে [স্বদেশ-৫]
[তথ্য]
মূল গান: মন-মাঝি সামাল
সামাল ডুবল তরী [বাউল]
[শ্রবণ নমুনা
: বিষ্ণুপদ দাস]
প্রকৃতি: বাউলাঙ্গ
এসেছে সকলে কত আশে
[পূজা-৩০২]
[তথ্য]
মূল গান: বুঁদ পবন পুরবাই [হাম্বীর।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
এসো
শরতের অমলমহিমা
[প্রকৃতি-১৬১]
[তথ্য]
মূল গান: বাজে ঝনন ঝনন বাজে
[জৌনপুরী। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ।
এসো
শ্যামল সুন্দর [প্রকৃতি-২৬] [তথ্য]
মূল
গান: সেতারের গৎ [দেশ। ত্রিতাল]
ও আমার
দেশের মাটি,
তোমার
'পরে
ঠেকাই মাথা
[স্বদেশ-২] [তথ্য]
মূল গান:
সোনার গৌর
কেনে কেঁদে এলো ও নরহরি ! [তথ্য]
[শ্রবণ নমুনা:
অমর পাল]
প্রকৃতি: বাউলাঙ্গ
ও কী কথা বল সখী [নাট্যগীতি-৪২] [তথ্য]
মূল গান: পাওয়া যায় নাই।
[দেশ-খাম্বাজ। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
ও কেন ভালোবাসা জানাতে আসে [নাট্যগীতি-৩৩] [তথ্য]
মূল গান: কৌন পরদেশ [পিলু। খেমটা]
ও কেন ভালোবাসা জানাতে আসে [নাট্যগীতি-৩৩] [তথ্য]
মূল গান: কৌন পরদেশ [পিলু। খেমটা]
প্রকৃতি: টপ্পাঙ্গ
ওই পোহাইল তিমিররাতি
[পূজা-৩০৭]
[তথ্য]
মূল গান:
তোম্ তানা নানা ননা! [আলাইয়া।
ত্রিতাল]
[শ্রবণ
নমুনা: স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত]
প্রকৃতি: তারানা ভাঙা গান
ওগো দেখি আঁখি মেলি চাও [মায়ার খেলা] [তথ্য]
মূল গান: গর য়ার্ নহো সাকি [মিশ্র সুরট। দাদরা]
ওঠো ওঠো রে- বিফলে প্রভাত
বহে যায় যে [পূজা-২৮৯]
[তথ্য]
মূল গান: পাওয়া যায় নাই। [বিভাস-চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
ওরে ভাই, ফাগুন লেগেছে
বনে বনে
[প্রকৃতি-২০৭] [তথ্য]
মূল গান: এরিমা স বন অমুয়া [পরজ-বাহার]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
ওহে দয়াময়,
নিখিল-আশ্রয় [পরিশিষ্ট-৩, ২] [তথ্য]
মূল গানটি থমাস মুর
(Thomas Moore)-এর
রচনা।
মূল গান: Go where glory
waits thee
কতবার
ভেবেছিনু আপনা ভুলিয়া [প্রেম ও প্রকৃতি ২০] [তথ্য]
মূল গান: Drink to
me only with thine eyes,
কাছে তার যাই যদি [নাট্যগীতি-১২] [তথ্য]
মূল গান: পাওয়া যায় নাই। [জয়জয়ন্তী। কাহারবা]
কার বাঁশি নিশি ভোর (মরি লো) [প্রকৃতি-১৬৪]
[তথ্য]
মূল গান: মোরে ফান ভনকবা [গান্ধারী। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
কার মিলন চাও বিরহী
[পূজা-৪২৮]
[তথ্য]
মূল গান: তনু
মিলন
দে
পরবর কী পরিবে মিয়াঁ [শ্রীরাগ। তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
কালী
কালী বলো রে আজ
মূল গান:
Nancy Lee
কী করিলি
মোহের ছলনে।
[পূজা ও প্রার্থনা-৭]
[তথ্য]
মূল গান: অব দিন থোড়ি রহি [ভজন। ঠুংরি]
[শ্রবণ
নমুনা। অজয় চক্রবর্তী]
প্রকৃতি: ভজন ভাঙা গান
কী ধ্বনি বাজে [প্রেম ও প্রকৃতি ৭৯] [তথ্য]
মূল গান: এ ধ্বনি ধনি চরণ পরসত [পূরবী। আড়াঠেকা]
প্রকৃতি: টপ্পাঙ্গ
কী ভয় অভয়ধামে,
তুমি মহারাজা
[পূজা-৪৮৪] [তথ্য]
মূল গান: নিডর ডর নিমাই
[বেহাগ। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর
প্রভু [পূজা-৪৪৬]
[তথ্য]
মূল
গান: বে পরি
জাঁ
তাঁডে তাঁতে পর [সিন্ধু। মধ্যমান]
[শ্রবণ
নমুনা: গিরিজা দেবী]
প্রকৃতি: টপ্পাঙ্গ
কে রে ওই ডাকিছে [পূজা-৪৫৯]
[তথ্য]
মূল গান: ডফ বাজত মোহন [আলাইয়া। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
কেমনে ফিরিয়া যাও না দেখি
তাঁহারে [পূজা-৪৪৫]
[তথ্য]
মূল গান: বাবরে কি সঙ্গসাথ [ভৈরবী। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
কোথা আছ, প্রভু
[পূজা ও প্রার্থনা -৬]
[তথ্য]
মূলগান: গুজরাটী।
কোথা ছিলি
সজনী লো [নাট্যগীতি-৪১] [তথ্য]
মূল গান: পাওয়া যায় নাই। [ভৈরবী ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
কোথা যে উধাও হল
[প্রকৃতি-৮০]
[তথ্য]
মূলগান:
বোল রে পাপিয়ারা [মিঞামল্লার। ত্রিতাল]
[শ্রবণ
নমুনা: আরতি মুখোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা: মালবিকা কানন]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
কোথা হতে বাজে প্রেমবেদনা
রে [পূজা-৪৩১]
[তথ্য]
মূলগান:
বাজ রহী সখীয়ারে
মুরলিয়া তান [সুরট। ত্রিতাল]
প্রকৃতি: টপ্পাঙ্গ
খেলার
সাথি, বিদায়দ্বার খোলো
[পূজা
ও প্রার্থনা -৭৭] [তথ্য]
মূলগান:
মহারাজ কেবড়িয়া যা তেরিয়
[শ্রবণ
নমুনা: গিরিজা দেবী]
প্রকৃতি: টপ্পাঙ্গ
গগনের থালে রবি চন্দ্র
দীপক জ্বলে [পূজা ও
প্রার্থনা-১] [তথ্য]
মূল গান: গগনোমে থাল
[পাঞ্জাবী]
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া [প্রকৃতি-২৯] [তথ্য]
মূল গান: ইন্দহুঁকী
অসবারী [গৌড় মল্লার। চৌতাল]
প্রকৃতি:
ঘরেতে ভ্রমর এলো গুন্গুনিয়ে।
[গীতবিতান প্রেম -৩২৬]
[তাসের
দেশ]
[তথ্য]
মূলগান: কলঙ্কেতে ভয় পেয়ো না [বাউল]
[শ্রবণ
নমুনা: অজ্ঞাত]
প্রকৃতি: বাউলাঙ্গ
ঘোরা রজনী,
এ মোহঘনঘটা
[পূজা ও
প্রার্থনা-৩৯] [তথ্য]
মূল গান: বাজে ঝনন মোরে পায়েলিয়া [কানাড়া। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
চরণধ্বনি শুনি তব,
নাথ
[পূজা-৩৯৯]
[তথ্য]
মূল গান: মুরলী
ধুনি শুনি অরী মাই যমুনা তীরে [সিন্ধু। ঝাঁপতাল]
[শ্রবণ
নমুনা: আরতি মুখোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা: বিজয় কিচলু]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
চরাচর সকলই
মিছে মায়া [প্রেম ও প্রকৃতি ২৮] [তথ্য]
মূল গান: দারা দ্রিম তানা না [বেহাগ। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
চিরদিবস নব মাধুরী,
নব শোভা তব বিশ্বে
[পূজা-৫৩৮]
[তথ্য]
মূল গান: নব ভবন নব
রাঘব [নট্মল্লার। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি [পূজা-৪৫৩]
[তথ্য]
মূল গান: পাওয়া যায় নাই।
চিরসখা,
ছেড়ো না মোরে ছেড়ো না [পূজা-৪১৩]
[তথ্য]
মূল গান: পাওয়া যায় নাই।
জগতে তুমি রাজা
[পূজা-৪৭৩]
[তথ্য]
মূল গান: অচল বিরাজ হো সিংহাসন বৈঠে [ দরবারী কানাড়া। চৌতাল।]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
জয় তব বিচিত্র আনন্দ,
হে কবি
[পূজা-৩৭৬]
[তথ্য]
মূল গান: জয় প্রবল বেগবতি
সুরেশ্বরি জয়তি জয় গঙ্গে
[বৃন্দাবনী
সারং । তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
জরজর প্রাণে,
নাথ
[পূজা-৫১৩]
[তথ্য]
মূল গান: অব তরি
বাঁকি বাঁকি (সিন্ধুড়া। ত্রিতাল)
প্রকৃতি:
খেয়ালাঙ্গ
জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে [পূজা-৩৭০]
[তথ্য]
মূল গান: উচি চিৎবন্ ক্যোঁ নারী [বিভাস ।
চৌতাল বিলম্বিত]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
ডাকো
মোরে আজি এ নিশীথে [পূজা-২৮১]
[তথ্য]
মূল গান: ক্যা করুঁ ন
মানেরী সখীরী [পরজ। ত্রিতাল]
[শ্রবণ
নমুনা: আরতি মুখোপাধ্যায়]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
ডাকে বার
বার ডাক [পূজা-৩৫৩]
[তথ্য]
মূল গান: মোহে কৈসে নিবি লাগি [কেদার। ত্রিতাল]
[শ্রবণ
নুমনা: নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তব
অমল পরশরস, তব শীতল শান্ত [পূজা-৪০৮]
[তথ্য]
মূল গান:
তুঅ চরণ কমল পর মন ভরবঁবা [শাবরী । ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তব প্রেম সুধারসে মেতেছি
[পূজা ও
প্রার্থনা-৪৩] [তথ্য]
মূল গান: কারি কারি কামলিয়া গুরুজী [পরজ-ত্রিতাল]।
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তবে কি
ফিরিব ম্লানমুখে সখা
[পূজা ও প্রার্থনা-২৫]
[তথ্য]
মূল গানের সন্ধান পাওয়া যায় নাই। [দেশী টোড়ি-ঢিমা তেতালা]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তাঁহার প্রেমে ডুবে [পূজা ও প্রার্থনা-২৪] [তথ্য]
মূল গানের সন্ধান পাওয়া যায়
নাই। [ভৈরব-একতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তাঁহারে
আরতি
করে চন্দ্র তপন [পূজা-৪৭৫]
[তথ্য]
মূল গান :
জগজন ধ্যান ধরত। [বড়হংসসারং। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
তিমিরবিভাবরী
কাটে
কেমনে [পূজা-৪২৬]
[তথ্য]
মূল গান:
ক্যায়সে কাটোঙ্গি রয়না সো পিয়া বিনা [বেহাগ। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তিমিরময়
নিবিড় নিশা [বিচিত্র-১০১] [তথ্য]
মূল গান: প্রবল দল মেঘ ঝুক ঝুম য়া ভুম পর [মেঘ। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
তুমি আপনি জাগাও মোরে তব
সুধাপরশ [পূজা-২৮৫]
[তথ্য]
মূল গান: জাগো
মোহন প্যারে
[ভৈরব। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তুমি কিছু দিয়ে যাও
[প্রকৃত-২৫১] [তথ্য]
মূল গান: মীরার ভজন
কোই কছু কহোরে
[খাম্বাজ। কাহারবা]
তুমি জাগিছ কে
[পূজা-৪৬৬]
[তথ্য]
মূল গান:
তুম নয়ন মে
[ গোঁড়।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
তোমা লাগি,
নাথ,
জাগি জাগি
হে
[পূজা-৪২৯]
[তথ্য]
মূল গান: তুম বিন রহো [পূরবী। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
তোমা-হীন কাটে দিবস হে,
প্রভু
[পূজা-৪৪৩]
[তথ্য]
মূল গান: তুম
দিন কৈসে [বাগেশ্রী। আড়াঠেকা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
তোমায় যতনে রাখিব হে
[পূজা ও প্রার্থনা-৩৩] [তথ্য]
মূলগানের সন্ধান পাওয়া যায় নাই। [দেশখাম্বাজ-ঝাঁপতাল]
প্রকৃতি:
ধ্রুপদাঙ্গ
তোমার দেখা পাব ব'লে
এসেছি-যে সখা
[পূজা-৪৩৩]
[তথ্য]
মুল গান
:
কর কঙ্গনওয়া [মল্লার। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তোমারি ইচ্ছা
হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩]
[তথ্য]
মূল গান: মেরে গিরিধর গোপাল [ভৈরবী। একতালা]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তোমারি গেহে
পালিছ স্নেহে।[পূজা-৫০০]
[তথ্য]
মূল গান: আজ শ্যাম মোহলিয়ে
[খাম্বাজ। একতালা]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন
[পূজা-৫২৭]
[তথ্য]
মূল গান: তেরো হি
নয়্নবাণ,
ভোঁহে ধনুক [ঝিঁঝিট-চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
দাও হে হৃদয়
ভরে দাও [পূজা
ও প্রার্থনা-২৮] [তথ্য]
মূল গান:
প্যালা
মুঝে ভরি দেরে মতবারি মোরা
[রামকেলি। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
দাঁড়াও,
মন,
অনন্ত
ব্রহ্মাণ্ড-মাঝে [পূজা-২৬১]
[তথ্য]
মূলগান: এরি অব
আনন্দ
ভয়ো রি [ভীমপলশ্রী। সুরফাঁকতাল]
[শ্রবণ
নমুনা: নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
দিন যায় রে দিন যায় বিষাদ
[পূজা-৪৪২] [তথ্য]
মূল গান:
বেণিজ
রয় ননদ [পিলু-মধ্যমান]
প্রকৃতি: টপ্পাঙ্গ
দুখ দূর করিলে
[পূজা
ও প্রার্থনা-২৭] [তথ্য]
মূল গান: বাজত বীণ প্রবীণ [রামকেলি। ঝাঁপতাল]
প্রকৃতি:
ধ্রুপদাঙ্গ
দুঃখরাতে,
হে নাথ,
কে ডাকিলে
[পূজা-২৮০]
[তথ্য]
মূল গান :
রঙ্গরাতি মাতিয়া
আবে পিয়া
[সরফর্দা। আড়াঠেকা]
প্রকৃতি: টপ্পাঙ্গ
দুয়ারে
বসে আছি, প্রভু
[পূজা
ও প্রার্থনা-২৯] [তথ্য]
মূল গান: মেতো ন জাঁড় [কামোদি। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
দেখা যদি দিলে [পূজা
ও প্রার্থনা-২৬] [তথ্য]
মূল গান: পিয়া বিন কৈসে [বেলাবলি। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
দেবাধিদেব মহাদেব
[পূজা-৫১১]
[তথ্য]
মূল গান : দেবন দেব মহাদেব [দেওগিরি। সুরফাঁকতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
নব
আনন্দে জাগো আজি নবরবিকিরণে [পূজা-৩২৭]
[তথ্য]
মূল গান:
অধর ধরে
বন বাঁশরী বজাবে কান্হ [দরবারী তোড়ী
।
ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
নব নব পল্লবরাজি।
[প্রকৃতি-২৮০] [তথ্য]
মূল গান:
মনমথ তন দহে
মেরো দুখত
[বাহার।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
নমি নমি, ভারতী, তব কমলচরণে [বাল্মীকি
প্রতিভা]
মূল গান: পাওয়া যায় নাই।
গুজরাটি গান।
['প্রভাতী-ঝাঁপতাল']
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
নয়ান ভাসিল জলে [পূজা-৪০৫]
[তথ্য]
মূলগান:
পপীহা বোলে লে
রে [শ্যাম। একতাল]
[শ্রবণ
নমুনা: অরুণ ভাদুরি]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
নাথ হে,
প্রেমপথে সব বাধা
ভাঙিয়া দাও [পূজা-৪১৮]
[তথ্য]
মূল গান: বলমারে চনুরিয়া মুহুকা লাল রঙ্গা দে [শ্যাম। একতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মন [পূজা-৪৩২]
[তথ্য]
মূল গান: আনু আইল ভোর কি।
[রামকেলী। ত্রিতাল।]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় [পূজা-৩৯০]
[তথ্য]
মূল গান: এহো
জ্ঞান রঙ্গ ধ্যান
রঙ্গ ঔর বিজ্ঞান রঙ্গ [শুক্লা বিলাবলী
।
ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
নিত্য সত্যে চিন্তন করো [পরিশিষ্ট-৩, ৩] [তথ্য]
কালীনাম চিন্তন কররে মেরে
মন! (আড়ানা। ঝাঁপতাল)
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
নিবিড় অন্তরতর
বসন্ত এল প্রাণে [প্রকৃতি-২৭৯]
[তথ্য]
মূল গান:
সরস সুন্দর রব বসন্ত ঋতু আয়ে
[বসন্ত। ঝাঁপতাল]
প্রকৃতি:
ধ্রুপদাঙ্গ
নিশিদিন
চাহো রে তাঁর পানে
[পূজা-২৮৮]
[তথ্য]
মূল গান:
আজু মন-ভাবন
যোগী আয়ে [যোগিয়া।
আড়াঠেকা]
প্রকৃতি: টপ্পাঙ্গ
নিশিদিন
মোর
পরানে প্রিয়তম মম [পূজা-৪২১]
[তথ্য]
মূল গান:
উনসন জায় কাহেরি [গান্ধারী
।
ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন
[প্রেম-২৫৮] [তথ্য]
মূল গান: বৃন্দাবন লোলা [মাদ্রাজী]
নূতন প্রাণ দাও,
প্রাণসখা,
আজি সুপ্রভাতে
[পূজা-২৮৬]
[তথ্য]
মূল গান:
সতিন মদমাতো খেলে
হোরি
[নাচারীতোড়ী। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
পান্থ,
এখনো কেন অলসিত
অঙ্গ [পূজা-২৭৯]
[তথ্য]
মূল গান:
রঙ্গ জুগত
সোঁ গাবে বজাবে [ললিত। সুরফাঁক্তা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
পিপাসা হায় নাহি মিটিল,
নাহি মিটিল [পূজা-৪৪১]
[তথ্য]
মূল গান: সৈঁয়া জাঁউ-জাঁউ নহি বোলেঙ্গি [ভৈরবী। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
পুরানো সেই দিনের কথা
মূল গান: auld lang syne
পূর্ণ-আনন্দ
পূর্ণমঙ্গলরূপে
হৃদয়ে এসো [পূজা-৪১৯]
[তথ্য]
মূল গান:
পূর্ণ ব্রহ্ম [কল্যাণ। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
পেয়েছি অভয়পদ,
আর
ভয় কারে [পূজা-৪৫০]
[তথ্য]
মূল গান:
ঈশ্বরী নাম জপ নর অমর হাত হৈ [খট্।ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
পেয়েছি সন্ধান তব অন্তর্যামী [পূজা-৪৬২]
[তথ্য]
মূল গানের সন্ধান পাওয়া যায় নাই।
[গৌড়সারং। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
প্রচণ্ড গর্জনে
আসিল
একি দুর্দিন [পূজা-২২৬]
[তথ্য]
মূল গান:
প্রচণ্ড গর্জন সজল বরখা ঋতু [ভূপালী। সুরফাঁকতাল]
[শ্রবণ
নমুনা: মনোজ মুরালী]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
প্রথম
আদি
তব শক্তি [পূজা-৪৭০]
[তথ্য]
মূল গান:
প্রথম
আদ
শিব শক্তি, নাদ পরমেশ্বর [সোহিনী। সুরফাঁকতাল]
[শ্রবণ
নমুনা:
স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
প্রভাতে বিমল আনন্দে
বিকশিত কুসুমগন্ধে
[পূজা-৫৪১]
[তথ্য]
মূল গান:
নাদ নগর বসায়ে,
সুরপট মহল ছায়ে [গুর্জরীটোড়ি।
চৌতাল।]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
ফুলে
ফুলে ঢলে
মূল গান:
Ye banks and braes o' bonnie Doon
ফিরায়ো না
মুখখানি [প্রেম ও প্রকৃতি ৪৫] [তথ্য]
মূল গান: কহো ন
ঐসী বাত [হাম্বীর। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
বড়ো আশা ক’রে এসেছি গো
[পূজা
ও প্রার্থনা-১০]
[তথ্য]
মূল গান: সখি বা-বা [কানাড়া-ঝিঁঝিট। কাওয়ালি]
প্রকৃতি:
খেয়ালাঙ্গ
বন্ধু রহো রহো সাথে। [প্রকৃতি ৮৫] [তথ্য]
মূল গান:
সঙ্গে চলা, দিয়া, ভাওয়ে [ভৈরবী। কার্ফা]
প্রকৃতি: রাগাশ্রয়ী গান।
বরিষ
ধরা-মাঝে শান্তির বারি
মূল গান: জগত পিতা তুমি
বল্, গোলাপ, মোরে বল
[প্রেম-৩৯৪] [তথ্য]
মূল গান:
গয়লা দিদি গো [লোকগান]
[শ্রবণ
নমুনা: অজ্ঞাত]
প্রকৃতি: লোকগান ভাঙা
বহে নিরন্তর অনন্ত
আনন্দধারা [পূজা-৩২৪]
[তথ্য]
মূলগান: দুসহ-দোখ
দলনী [নিশাশাখ। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
বাজাও তুমি কবি,
তোমার সঙ্গীত
সুমধুর [পূজা-২৭৭]
[তথ্য]
মূল গান:
আয়ে ঋতুপতি বসন্তরাজ সকল দল সাজন কর
[বাহার-সুরফাঁকতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
বাজে
করুণ সুরে হায় দূরে [প্রেম-১৯৭] [তথ্য]
মূল গান:
নীদু চরণমূলে
(রাম) ও। [কর্ণাটকী সিংহেন্দ্র মধ্যম। ত্রিপাদ]
বাজে বাজে রম্যবীণা বাজে
[পূজা-৩২১]
[তথ্য]
বাজে রে বাজে ডমরু বাজে [নাট্যগীতি
-১০২]
[তথ্য]
মূল গান: বাদে বাদে রম্ম
বীণা বাদৈ
[ইমন কল্যাণ। তেওরা]
প্রকৃতি: ভজন
বাণী তব ধায় অনন্ত গগনে
লোকে লোকে [পূজা-৪৬৯]
[তথ্য]
মূল
গান:
বেণী নিরখত ভূজঙ্গ
পতাল লাক গয়ো [আড়ানা। চৌতাল]
[শ্রবণ
নমুনা। দেবশঙ্কর]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
বাসন্তী, হে
ভুবনমোহিনী [প্রকৃতি-২৩৯]
[তথ্য]
মূলগান:
মীনাক্ষী- মে মুদ দেহি মে [পূর্বকল্যাণী। আদিতাল]
প্রকৃতি: মাদ্রাজী
গান
বিদায় করেছ যারে নয়নজলে [প্রেম-৩৮৩]
[তথ্য]
মূলগান:
বাজে ঝননন মোরে
পায়লিয়া [কানাড়া। ঝাঁপতাল]।
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
বিপুল তরঙ্গ রে,
বিপুল তরঙ্গ রে [পূজা-৩২২]
[তথ্য]
মূলগান: নাচত ত্রিভঙ্গ
য়ে নন্দনন্দন বৃন্দাবন যমুনাতট [ভীমপলশ্রী। তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
বিমল
আনন্দে
জাগো রে [পূজা-২৮৩]
[তথ্য]
মূলগান:
সো নহি মারেঙ্গে
মোরি রে। [গান্ধারী। ত্রিতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে [প্রকৃতি-১]
[তথ্য]
মূলগান:
নাদবিদ্যা পরব্রহ্মরস [শঙ্করাভরণ।
তাল-ফেরতা]
বীণা বাজাও হে মম অন্তরে [পূজা-৪০৯]
[তথ্য]
মূল গান: বীণ বজায়
রে মন লে গয়ে।
[ পূরবী। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
বেদনা কী ভাষায় রে [প্রকৃতি-২৪৬] [তথ্য]
ইন্দিরাদেবী তাঁর
'রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সংগম' গ্রন্থে মূল গানটিকে 'দক্ষিণী' উল্লেখ
করেছেন।
বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় [পূজা-৩৮১]
[তথ্য]
মূল:
চাঁচর চিকুর আধো, আধো জটাজাল। [কাফি-কানাড়া। ত্রিতাল]
ব্যাকুল
প্রাণ কোথা সুদূরে ফিরে। [পূজা-৪৩৭]
[তথ্য]
মূল গান: ব্যহণ লিয়ে বন। [ভূপালী-মধ্যমান।]
ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
[পূজা-৪৬৮]
[তথ্য]
মূল গান: শম্ভু হর মহেশ
আদি ত্রিলোচন [ছায়ানট । সুরফাঁক্তা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
ভবকোলাহল
ছাড়িয়ে
[পূজা ও প্রার্থনা-২৩]
[তথ্য]
মূল গান:
কাহ্ন ন কর মোসে
(দরবারী টৌড়ি। ঢিমাতেতালা)
প্রকৃতি: খেয়ালাঙ্গ
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে [প্রেম-৩৪] [তথ্য]
ভালো যদি বাস, সখী [নাট্যগীতি-৩২] [তথ্য]
মূল গান:
যাবো না করি মনে, মন কিন
মানে বাঁশি শুনে [মিশ্র কালাংড়া-আড়খেমটা]
ভাসিয়ে দে তরী
[পরিশিষ্ট-৪-এর ১] [তথ্য]
মূলগানের উল্লেখ নেই। রাগ 'জয়জয়ন্তী। তাল:
কাওয়ালি'
ভেঙে
মোর ঘরের চাবি
মূল গান: দেখেছি রূপ সাগরে
মধুর
রূপে বিরাজ হে বিশ্বরাজ [পূজা-৫৪৪]
[তথ্য]
মূলগান:
কৌন রূপ বনে হা রাজাধিরাজ [তিলক কামোদ। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
মন,
জাগ' মঙ্গললোকে।
[পূজা-২৬৬]
[তথ্য]
মূলগান:
জাগো
মোহন প্যারে [ভৈরব। ত্রিতাল]
[শ্রবণ
নমুনা: আরতি মুখোপাধ্যায়]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
মন জানে
মনোমোহন
আইল [প্রেম-৩৮৯]
[তথ্য]
মূলগান:
মন মানো মনমোহন আএ মন মানো মোলো। [নট
।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
মন
প্রাণ কাড়িয়া লও হে [পূজা
ও প্রার্থনা ৮২] [তথ্য]
মূল
গান: 'হস হস গরওয়া লগাবে [ভৈরবী। যৎ]
প্রকৃতি: টপ্পাঙ্গ।
মন্দিরে মম কে
আসিলে
হে [পূজা-৪৬০]
[তথ্য]
মূল গান:
সুন্দর লাগোরী হৈঁ পিয়রবা [আড়ানা। একতালা]
[শ্রবণ
নমুনা: সন্ধ্যা মুখোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা: নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
মম অঙ্গনে স্বামী
আনন্দে
হাসে [পূজা-৫০৭]
[তথ্য]
মূল গান: আজু ব্রজমেঁ সৈঁয়া খেলোঁগী
হোরি। [বাহার। ধামার।]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে [পূজা-৩৩৭,
পূজা ও প্রার্থনা-৫৬]
[তথ্য]
মূল গান :
মহাদেব মহেশ্বর ত্রিশূলধারণ ত্রিপুরান্তক গণেশ [কল্যাণ।
ঢিমা ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ।
মহারাজ, একি সাজে [পূজা-৫২২]
[তথ্য]
মূলগান:
মেরে দুন্দ দল সাজে দশরথসুত রাম
[বেহাগ। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
মরি ও
কাহার বাছা [কালমৃগয়া]
মূল গানটি থমাস মুর (Thomas Moore)-এর
রচনা।
মূল গান: Go where glory
waits thee
মানা
না মানিলি [কালমৃগয়া]
মূল গানটি থমাস মুর (Thomas Moore)-এর
রচনা।
মূল গান: Go where glory
waits thee
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো [প্রকৃতি-১২৩] [তথ্য]
গানটি সেতারের গৎ অবলম্বনে রচিত। [গৌড় মল্লার। ত্রিতাল]
মোরে বারে বারে ফিরালে
[পূজা-৪৩০]
[তথ্য]
মূলগান।
মোরি নয়ি লগন লাগি রে [নট মল্লার। একতাল]
[শ্রবণ
নমুনা : নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
যদি এ
আমার হৃদয় দুয়ার [পূজা ১০২] [তথ্য]
মূল গান:
'বিন
নহী দেখেঁ'
।
কাফি-ঝাঁপতাল।
যাওয়া-আসারই এই কি খেলা [পূজা
ও প্রার্থনা-৭৮] [তথ্য]
মূল গান: প্রেম ডগরিয়াঁমে ন করো [গান্ধারী। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
রহি রহি আনন্দতরঙ্গ জাগে [পূজা-৫৪৫] [তথ্য]
মূল গান: মুরলিয়া ইহ ন বজাও শ্যাম [খাম্বাজ।ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
রাখো রাখো রে জীবনে
জীবনবল্লভে [পূজা-৩৭৮]
[তথ্য]
মূলগান: জানে ন দেহুঁ
এরি মা আপন বলুমকো [শ্যাম। ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
রিম ঝিম্ ঘন ঘন রে [বাল্মীকি
প্রতিভা]
মূল গান: রিমি ঝিমি রিমি ঝিমি বুঁদন বরখে, তাসোই
[মল্লার-ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
শক্তিরূপ হেরো তাঁর
[পূজা-৪৫৬]
[তথ্য]
মূলগান:
সপ্ত সুর তিন
গ্রাম একই মূরছন [ইমন-চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
শান্তি
করো বরিষন নীরব ধারে [পূজা-৪১০]
[তথ্য]
মূলগান: শম্ভু হর পদযুগ ধ্যানি বখানি
[তিলক কামোদ। সুরফাঁক্তা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
শান্তিসমুদ্র তুমি গভীর [পূজা-৩৭১]
[তথ্য]
মূল: গান-হো নর হর।
টোড়ি-ঢিমা তেতালা।
প্রকৃতি: খেয়ালাঙ্গ
শীতল তব পদছায়া
[পূজা-৪৭১]
[তথ্য]
মূল গান:
বাঙ্গুরী মোরি
মুরগই জিন ছুও লঙ্গরবা [ইমন কল্যাণ । একতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
শুভ্র
আসনে
বিরাজ'
অরুণছটামাঝে [পূজা-৪৪৯]
[তথ্য]
মূল গান: রুদ্রদেব ত্রিনয়ন অরুণ জটাজূট [ভৈরব। আড়া চৌতাল]
প্রকৃতি:
ধ্রুপদাঙ্গ
শুভ্র
প্রভাতে পূর্বগগনে উদিল [পূজা
ও প্রকৃতি-৮৩] [তথ্য]
মূলগান:
প্রেম ভাবে জীব গগিয়া (দক্ষিণী)
শূন্য প্রাণ কাঁদে সদা- প্রাণেশ্বর [পূজা-৪৩৮]
[তথ্য]
মূল গানটি পাওয়া যায় নাই
শূন্য হাতে ফিরি,
হে [পূজা ৪০০]
[তথ্য]
মূল
গান: রুম ঝুম বরখে
[কাফি। সুরফাঁকতাল]
[শ্রবণ
নমুনা।
নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
[শ্রবণ
নমুনা।
রবি কিচলু]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
শোনো
তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে
[পূজা-২৮৭]
[তথ্য]
মূলগান: সুধে মুদ্রা সুধে
বাণী
সুধে সঙ্গত সুধে তান [ইমনকল্যাণ। চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
শ্যামা এবার ছেড়ে চলেছি
[বাল্মীকি প্রতিভা]
মূল গান: রামপ্রসাদ সেনের 'মায়ের এমনি বিচার বটে।
শ্রান্ত কেন ওহে
পান্থ [পূজা-৪৫৭]
[তথ্য]
মূল গান পাওয়া যায় নাই। [পূরবী।
ত্রিতাল।]
সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে
[পূজা-৪২০]
[তথ্য]
মূলগান:
অজ্ঞান তম নিকরে গাঢ় ময়ি পতিতে [রাজবিজয়।
তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সংসারে কোনো ভয় নাহি নাহি
[পূজা-৪৫৫]
[তথ্য]
মূল গান: শ্যাম কো দরশন
নাহি পায়ো [ইমন
কল্যাণ । আড়া
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সকলি
ফুরালো
মূল গান: robin adair
সকাতরে
ওই কাঁদিছে সকলে
[পূজা
ও প্রার্থনা-১৮]
[তথ্য]
মূল গান: চারিবর্ষ পুর্যন্ত
আজু পাসুন [কানাড়া]
সখা, সাধিতে সাধাতে কত সুখ [নাট্যগীতি-৩৮]
[তথ্য]
মূল গান:
সখি তরসে তরসে [মিশ্র। খেমটা]
সখী,
আঁধারে
একেলা ঘরে মন মানে না [প্রেম-২৮১,
শাপমোচন]
[তথ্য]
মূল গান:
সখি, আওত আঁধেরী
ঘটা।
সখী, বহে গেল বেলা
[প্রেম-৩১২] [তথ্য]
মূলগান: হামা দে পলায়, পাছু ফিরে যায় [কীর্তন]
[শ্রবণ
নমুনা: অজ্ঞাত]
প্রকৃতি: কীর্তনাঙ্গ
সঘন গহন রাত্রি [প্রকৃত-১৩৯] [তথ্য]
মূল গান: ইন্দহু কী অসবরী
[গৌড়মল্লার।চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
সত্য মঙ্গল
প্রেমময় তুমি [পূজা-৪৫২]
[তথ্য]
মূল গান: দুষ্ট
দুর্জন দূর করো
দেবী
[ইমন
কল্যাণ । তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সবে আনন্দ করো
[পূজা-২৮৪] [তথ্য]
মূল গান: সুখ
আনন্দ
করো পীতম মোরা [দেওগিরি-বেলবলী।
আড়াচৌতাল]।
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সবে মিলি গাও রে
[পূজা ও প্রার্থনা-৪৬]
[তথ্য]
মূল গান:
সব মিলি গাও রি, মিলি মঙ্গলাচরো [
হেমখেম। চৌতাল]
প্রকৃতি: চৌতাল
সমুখে শান্তি পারাবার [আনুষ্ঠানিক সংগীত-১৩] [তথ্য]
মূলগান:
লাইরি মোরে শ্যাম
ইদোরিয়া [পূরবী]
সাজাব তোমারে হে ফুল দিয়ে
[প্রেম-৩৮৮] [তথ্য]
মূল গান: ভুলিসি গোবারণ [নট্কিন্দ্র ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সুখহীন নিশিদিন
পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণ [পূজা-৪৩৯]
[তথ্য]
মূলগান: দারা দীম দারা
দীম দারা দীম দারা তদারে দানি দানি [নট মল্লার । ত্রিতাল।]
[শ্রবণ
নমুনা।
প্রসূন বন্দ্যোপাধ্যায়]
প্রকৃতি: তারানা-অঙ্গ
সুধাসাগরতীরে হে, তীরে
[আনুষ্ঠানিক-২]
[তথ্য]
মূলগান: আয়ো ফাগুন বড়ো মন [নায়কী কানাড়া ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সুন্দর বহে আনন্দমন্দানিল
[পূজা-৫৩৭]
[তথ্য]
মূল গান:
শঙ্কর শিব পিনাকী [ইমনকল্যাণ।
সুরফাঁকতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
সুমধুর
শুনি আজি, প্রভু, তোমার নাম [পূজা ও প্রার্থনা ৪০] [তথ্য]
মূল গান-
কোন পাঁপৈন জাগাও [শঙ্করাভরণ। আড়াঠেকা]
স্বপন
যদি ভাঙিলে রজনীপ্রাতে [পূজা-২৭৬]
[তথ্য]
মূল গান :
কহেন তুম জাবত।
[রামকেলী-একতাল।]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
স্বামী, তুমি এসো আজ
অন্ধকার হৃদয়মাঝ
[পূজা-৪১৪]
[তথ্য]
মূল গান: সাঁই
তো না আবে আজ
আঁধিরাত মাঝ মাঝ
[বেহাগ। চৌতাল (বিলম্বিত)]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
হা, কী দশা হল আমার [বাল্মীকি প্রতিভা] [তথ্য]
মূল গান: হাল মে
রবে রবা (বেহাগ-খাম্বাজ। ত্রিতাল)
প্রকৃতি: খেয়ালাঙ্গ।
হা, কে বলে দেবে সে [নাট্যগীতি-৩৫]
[তথ্য]
মূল গানটি
পাওয়া যায় নাই। রাগ-তাল: বেহাগ-খাম্বাজ। ত্রিতাল।
হায় একি সমাপন [শ্যামা] [তথ্য]
মূল গান: হাল মে
রবে রবা [বেহাগ-খাম্বাজ। ত্রিতাল।]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
হায় কে দিবে আর সান্ত্বনা
[পূজা-৪১৫]
[তথ্য]
মূল গান। তারানা:
তানানা দ্রে
দ্রে [দেশ। ত্রিতাল।]
হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী [প্রেম ও প্রকৃতি ৪৬] [তথ্য]
মূল গান:
সখি কা
পত বাকে [জয়জয়ন্তী। ধামার]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ।
হিয়ামাঝে
গোপনে হেরিয়ে তোমারে [প্রেম ও প্রকৃতি ৬৮] [তথ্য]
মূল গান: পিয়া বিদেশ গয়ে [পিলু]
হৃদয়-আবরণ খুলে গেল [পূজা
ও প্রকৃতি ৮১] [তথ্য]
মূল গান: নইরে মা বরণ। [বাহার]
হৃদয়নন্দনবনে নিভৃত এ
নিকেতনে [পূজা-১৬৮]
[তথ্য]
মূল গান: উড়ত বন্দন নব [ললিতগৌরী। ঝাঁপতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল [পূজা-৩৩১]
[তথ্য]
মূল গান: মিয়া বে মাসুল [ঝিঁঝিট। মধ্যমান]
হৃদয়বেদনা বহিয়া,
প্রভু,
এসেছি তব দ্বারে
[পূজা-৪০১]
[তথ্য]
মূল গানটির সন্ধান এখনো
মেলেনি।
[সিন্ধু। তেওরা]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
হৃদয়মন্দিরে,
প্রাণাধীশ,
আছ
গোপন [পূজা-৩৭৯]
[তথ্য]
মূল গানটির সন্ধান
এখনো মেলেনি।
[বেহাগ।ত্রিতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ
হে মন, তাঁরে দেখো
[পূজা
ও প্রার্থনা-৫২]
[তথ্য]
মূল গান:
এ মনকে আঁখ [বেলাবলী। রূপক]
হে
মহাপ্রবল বলী [পূজা-৪৭২]
[তথ্য]
মূল গান: হে মা প্রবল বলী [মিশ্র কানাড়া।
চৌতাল]
প্রকৃতি: ধ্রুপদাঙ্গ
হে সখা, মম হৃদয়ে রহো
[পূজা-৪১১]
[তথ্য]
মূল
গান: এ সখি অব কৈসে করু [ছায়ানট। একতাল]
প্রকৃতি: খেয়ালাঙ্গ